Neeraj Chopra : দামী গাড়ি-বাইকের শখ, জনপ্রিয় ব্র্যান্ডের দূত; পঁচিশেই কোটি টাকার মালিক নীরজ
বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনার ইতিহাস গড়েছেন। এ বার দেখা যাক নীরজ চোপড়া কত টাকার সম্পত্তির মালিক।
কলকাতা : তাঁর ক্যাবিনেটে যত সোনার পদক আছে তা দেশের অন্য কোনও অ্য়াথলিটের নেই। ২৫ বছরেই নীরজ চোপড়ার (Neeraj Chopra) প্রাপ্তির ঝুলি পূর্ণ। অলিম্পিকে সোনার পদক, বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জয়, কমনওয়েলথ, এশিয়ান গেমস, ডায়মন্ড লিগ—কোনও জায়গাতেই নিজের ছাপ ফেলতে কসুর রাখেননি নীরজ। পুরস্কারের ঝুলিও পূর্ণ। কিন্তু নীরজের বাড়িতে কি শুধুই ট্রফি, পদক আর জাতীয় পুরস্কার আছে? নাহ, সেটা একেবারেই নয়। অত্যাধুনিক সুযোগ সুবিধা যুক্ত বাড়ি, বহুমূল্য গাড়ি, বাইক রয়েছে। বিশ্বের জনপ্রিয় ব্র্যান্ডের সঙ্গে কাজ করেন। বছর দুয়েকের মধ্যে নীরজের সম্পত্তির পরিমাণ ফুলে ফেঁপে উঠেছে। তারকা জ্যাভলিন থ্রোয়ার বর্তমানে কোটি কোটি টাকার মালিক। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
পানিপথে বিশাল বাড়ি
২৫ বছরের নীরজ পানিপথে একটি তিনতলা ঝাঁ চকচকে বাড়ি কিনেছেন। যেটাকে জ্যাভলিন থ্রোয়ারের এখনও পর্যন্ত সবচেয়ে দামী প্রপার্টি বলে ধরা হয়। ভারতের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সাফল্যের জোয়ার এনে নীরজ এই বয়সেই সব কিছু পেয়ে গিয়েছেন।
দামী গাড়ি-বাইকের কালেকশন
মহেন্দ্র সিং ধোনির মতো চুল রাখতেন এককালে। ভারতের বিশ্বকাপজয়ী ক্যাপ্টেনের মতোই গাড়ি ও বাইকের শখ নীরজের। অলিম্পিকে সোনাজয়ীর গ্যারাজে রয়েছে দামী স্পোর্টস কার ফোর্ড মুসটাং। যার দাম ৯৩ লাখ থেকে ১ কোটি টাকা পর্যন্ত। সম্প্রতি নীরজ একটি রেঞ্জ রোভার স্পোর্ট কিনেছেন। এই লাক্সারি এসইউভির দাম ১.৯৮ কোটি থেকে ২.২২ কোটি টাকা পর্যন্ত। বাইক কালেকশনের মধ্যে সবচেয়ে দামীটি হল হার্লে ডেভিডসন ১২০০ রোডস্টার। দাম ১১ লাখ টাকা।
নীরজের সম্পত্তির খতিয়ান
অনুমান করা হচ্ছে নীরজের মোট সম্পত্তির পরিমাণ ভারতীয় মুদ্রায় ৩৩-৩৫ কোটি টাকার মতো। আলিশান বাড়ি, গাড়ি, পুরস্কার মিলিয়ে আনুমানিক সম্পত্তির পরিমাণ এটাই। ২০২০ সালে নীরজের মোট সম্পত্তির পরিমাণ ছিল ১০ কোটি টাকা। ২০২১ সালে ২০ কোটি, ২০২২ সালে ৩০ কোটি এবং বর্তমানে সম্পত্তির পরিমাণ ৩৫ কোটি টাকার মতো।