নয়াদিল্লি: হকি বিশ্বকাপের (Men’s Hockey World Cup 2023) ঢাকে কাঠি। আজ, ১৩ জানুয়ারি, শুক্রবার ওড়িশায় শুরু হবে এ বারের পুরুষদের হকি বিশ্বকাপ (Hockey World Cup)। ওড়িশার ভুবনেশ্বর এবং রৌরকেল্লায় হবে এই টুর্নামেন্ট। এ বারের হকি বিশ্বকাপে মোট ১৬টি দল অংশ নিয়েছে। সেই ১৬টি দলকে ৪টি গ্রুপে ভাগ করা হয়েছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ভারত ও স্পেন। ২৯ জানুয়ারি অবধি চলবে হকি বিশ্বকাপ। তার আগে TV9Bangla-র এই প্রতিবেদনে জেনে নিন হকি বিশ্বকাপের কিছু চমকপ্রদ পরিসংখ্যান —
১) চার বারের হকি বিশ্বকাপ চ্যাম্পিয়ন পাকস্তান এ বারের টুর্নামেন্টে নেই। হকি বিশ্বকাপের সব চেয়ে সফল দল পাকিস্তান। ২০২৩ সালের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি ভারতের পড়শি দেশ। ২০১৪ সালের পর এই নিয়ে দ্বিতীয় বার বিশ্বকাপে খেলছে না পাকিস্তান।
২) ভারত এই নিয়ে চতুর্থ বার হকি পুরুষদের হকি বিশ্বকাপ আয়োজন করছে। এর আগে ১৯৮২ সালে প্রথম বার বিশ্বকাপের আসর বসেছিল ভারতে। সে বার মুম্বইতে হয়েছিল বিশ্বকাপ। এরপর ২০১০ সালে দিল্লিতে ও ২০১৮ সালে ওড়িশায় হয়েছিল হকি বিশ্বকাপ।
৩) এই নিয়ে টানা দ্বিতীয় বার ভারত পুরুষদের হকি বিশ্বকাপের আয়োজন করছে। এশিয়ান দেশে এই নিয়ে সপ্তম বার হকি বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে।
৪) বেলজিয়াম গত বারের হকি বিশ্বকাপের চ্যাম্পিয়ন। ১৯৭১ সালের পর থেকে এই নিয়ে ১৫ বার পুরুষদের হকি বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে।
৫) এই প্রথমবারের মতো পুরুষদের হকি বিশ্বকাপ দুটি শহরে অনুষ্ঠিত হচ্ছে। ওড়িশার ভুবনেশ্বর এবং রৌরকেল্লায় হবে পুরো টুর্নামেন্ট।
৬) ১৯৮২ সালের পর, এই প্রথমবার ভারত অলিম্পিক থেকে দেশকে পদক এনে দিয়ে হকি বিশ্বকাপে নামতে চলেছে। ৪১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে, ভারতীয় পুরুষ হকি দল টোকিও অলিম্পিক থেকে ব্রোঞ্জ পদক অর্জন করেছে।
৭) ১৯৭৫ সালে প্রথম বার ও শেষ বার হকি বিশ্বকাপ জিতেছিল ভারত। সে বার ফাইনালে মালয়েশিয়ার কুয়ালা লামপুরে ২-১ ব্যবধানে জিতেছিল ভারত।
৮) রৌরকেল্লার বিরসা মুন্ডা স্টেডিয়াম এখন ভারতের মধ্যে দ্বিতীয় বৃহত্তম হকি স্টেডিয়াম। এখানে রয়েছে ২০ হাজার দর্শক আসন সংখ্যা।
৯) এই প্রথম বার হকি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে ওয়েলস ও চিলি।
১০) হকি বিশ্বকাপে সব চেয়ে বেশি গোল করা এক মাত্র ভারতীয় খেলোয়াড় হলেন রাজিন্দর সিং। ১৯৮২ সালের বিশ্বকাপে তিনি ১২টি গোল করেছিলেন।