Australian Open: ৪ বছর পর অস্ট্রেলিয়ান ওপেনের মঞ্চে জয় অ্যান্ডি মারের

TV9 Bangla Digital | Edited By: Prantik Deb

Jan 18, 2022 | 8:36 PM

মহিলাদের সিঙ্গেলসে ইংল্যান্ডের রাডুকানু জিতলেন তিন সেটের লড়াইয়ে। সিমোনা হালেপ জিতলেন স্ট্রেট সেটে। ফ্রান্সের প্রতিপক্ষের বিরুদ্ধে মুগুরুজার জয়ও স্ট্রেট সেটে। টুর্নামেন্ট জেতার অন্যতম দাবিদার জার্মানির অ্যাঞ্জেলিক কেরবের হেরে গেলেন প্রথম রাউন্ডেই।

Australian Open: ৪ বছর পর অস্ট্রেলিয়ান ওপেনের মঞ্চে জয় অ্যান্ডি মারের
অস্ট্রেলিয়ান ওপেনে আবারও ম্যাজিক দেখাতে চান অ্যান্ডি মারে। Pics Courtesy: Twitter

Follow Us

মেলবোর্ন: ২০১৭ সালে শেষ বার অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open) মঞ্চে জয় পেয়েছিলেন অ্যান্ডি মারে (Andy Murray)। ২০২২ সালে আবার। মঙ্গলবার পাঁচ সেটের টানটান লড়াই শেষে প্রথম রাউন্ডের ম্যাচ জিতলেন ব্রিটেনের টেনিস তারকা। মাঝে ২০১৯ সালে অস্ত্রপচার হয় তাঁর। তারপর থেকে টেনিস সার্কিটে নিজেকে যেন ফিরে পাচ্ছিলেন না। মঙ্গলবার পেলেন। অনেকে বলতেই পারেন, প্রথম রাউন্ডের ম্যাচে যাঁকে পাঁচ সেটে জিততে হয় তাঁর ভবিষ্যত্‍ খুব একটা ভালো নাও হতে পারে। কিন্তু টেনিস বোদ্ধারা বলছেন, এটাই কেরিয়ারের ব্রেক পয়েন্ট হয়ে যেতে পারে অ্যান্ডি মারের জন্য। হয়তো এখান থেকেই ঘুরে দাঁড়াবেন তিনি। টুর্নামেন্টের ২১তম বাছাই খেলোয়াড়কে চার ঘণ্টার লড়াইয়ে মারে হারালেন ৬-১,৩-৬,৬-৪, ৬-৭(৫), ৬-৪ সেটে। টুর্নামেন্টের দ্বিতীয় দিন জয় তুলে নিলেন বিশ্ব টেনিসের দু’নম্বর প্লেয়ার দানিল মেদভেদেভ (Medvedev)। স্তেফানোস সিসিপাস, এমা রাডুকানু (Raducanu), সিমোনা হালেপ, গার্বিনা মুগুরুজা, আরিনা সাবালেঙ্কারা। তবে প্রথম রাউন্ড থেকেই বিদায় জার্মান অ্যাঞ্জেলিক কেরবেরের (Kerber)।

 

 

মঙ্গলবার প্রথম রাউন্ডের ম্যাচে গ্রিসের সিসিপাস স্ট্রেট সেটে হারালেন সুইডেনের প্রতিপক্ষ মিকায়েল ইয়েমেরকে। খেলার ফল ৬-২, ৬-৪, ৬-৩। টুর্নামেন্টের শীর্ষবাছাই মেদভেদেভ জিতলেন স্ট্রেট সেটে। ফিনল্যান্ডের প্রতিপক্ষ হেনরি লাকসোনেনের বিরুদ্ধে তাঁর ম্যাচের ফল ১-৬, ৪-৬, ৬-৭। নোভাক ছিটকে যাওয়ায় মেদভেদেভই টুর্নামেন্টের প্রথম ফেভারিট।

 

 

মহিলাদের সিঙ্গেলসে ইংল্যান্ডের রাডুকানু জিতলেন তিন সেটের লড়াইয়ে। মার্কিন প্রতিপক্ষ স্লোয়ান স্তেফানসের বিরুদ্ধে তাঁর খেলার ফল ৬-০, ২-৬, ৬-১। সিমোনা হালেপ জিতলেন স্ট্রেট সেটে। ম্যাগদালেনা ফ্রেচের বিরুদ্ধে জিতলেন ৬-৪, ৬-৩। ফ্রান্সের প্রতিপক্ষের বিরুদ্ধে মুগুরুজার জয়ও স্ট্রেট সেটে। ক্লারা ব্লুরেলকে হারালেন ৬-৩, ৬-৪। তবে মেলবোর্ন পার্কে দ্বিতীয় অঘটনও ঘটে গেল। টুর্নামেন্ট জেতার অন্যতম দাবিদার জার্মানির অ্যাঞ্জেলিক কেরবের হেরে গেলেন প্রথম রাউন্ডেই। এস্তোনিয়ার প্রতিপক্ষ কাইয়া কানেপির বিরুদ্ধে স্ট্রেট সেটে হার কেরবেরের। খেলার ফল ৬-৪, ৬-৩।

 

আরও পড়ুন : Novak Djokovic: এ বার জোকারের স্পেনে ঢুকতেও বাধা

Next Article