Australian Open 2022: প্রথম বার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে অ্যাশলি বার্টি

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 27, 2022 | 5:34 PM

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে পৌঁছে গেলেন অজি তারকা প্লেয়ার অ্যাশলি বার্টি।

Australian Open 2022: প্রথম বার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে অ্যাশলি বার্টি
Australian Open 2022: প্রথম বার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে অ্যাশলি বার্টি (Pic Courtesy - Twitter)

Follow Us

মেলবোর্ন: প্রথম বার অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open) ফাইনালে পৌঁছলেন অ্যাশলি বার্টি (Ashleigh Barty)। টুর্নামেন্টের সেমিফাইনালে মার্কিন প্রতিপক্ষ ম্যাডিসন কিইসকে (Madison Keys) হারিয়ে ফাইনালের টিকিট পাকা করলেন বার্টি। ১৯৮০ সালের পর অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের সিঙ্গলসের ফাইনালে পৌঁছলেন সে দেশের প্লেয়ার। মেলবোর্ন পার্কে একেবারে দাপিয়ে বেড়াচ্ছেন বার্টি। স্ট্রেট সেটে জিতে টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গেলেন শীর্ষ বাছাই বার্টি।

সেমিফাইনালে ১ ঘণ্টা ২ মিনিটের লড়াইয়ে ৬-১, ৬-৩ ফলাফলে ম্যাডিসনকে হারালেন বার্টি। ২৫ বছর বয়সী বার্টি ২০১৯ সালে জিতেছিলেন ফরাসি ওপেনের খেতার। গত বছর তিনি উইম্বলডন চ্যাম্পিয়ন হয়েছিলেন। এই প্রথম বার বছরের প্রথম গ্র্যান্ড স্লাম জেতার সুযোগ এ বার বার্টির সামনে।

নিজের দেশের দর্শকদের সামনে টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে উচ্ছ্বসিত বার্টি। ম্যাডিসনকে হারিয়ে তিনি বলেন, “সত্যি বলতে, এটা অবিশ্বাস্য। আমি এখানে আমার সেরা টেনিসটা খেলতে পেরে আনন্দিত।”

এর আগে কোয়ার্টার ফাইনালে, বার্টি মার্কিন প্রতিপক্ষ জেসিকা পেগুলাকে ৬৩ মিনিটের লড়াই হারিয়েছিলেন ৬-২, ৬-০। এ বারের অস্ট্রেলিয়ান ওপেনে শুরু থেকেই ছন্দে রয়েছেন বার্টি। ১৯৭৮ সালে শেষ বার কোনও অজি টেনিস প্লেয়ার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হয়েছিলেন। ক্রিস্টিন ও’নিল অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হওয়ার পর কেটে গিয়েছে ৪৪টা বছর। কিন্তু আর সে দেশের কোনও প্লেয়ার অস্ট্রেলিয়ান ওপেন জিততে পারেননি। বার্টির সামনে এ বার সুযোগ ৪৪ বছরের খরা কাটানোর।

আরও পড়ুন: Australian Open 2022: ২১তম গ্র্যান্ড স্লাম জেতা মাথায় রাখছেন না নাদাল

Next Article