হানঝাউ: ভারতের তিরন্দাজরা এ বারের এশিয়ান গেমস (Asian Games 2023) থেকে একের পর এক পদক এনে দিচ্ছেন দেশকে। কমপাউন্ড আর্চারিতে (Archery) চলতি হানঝাউ গেমসে এর আগে সাফল্য পেয়েছেন ভারতের তিরন্দাজরা। এ বার রিকার্ভ থেকে একদিনে এল জোড়া পদক। হানঝাউতে শুক্রবার প্রথমে ব্রোঞ্জ পান ভারতের মেয়েদের রিকার্ভ টিম। চিড়িয়ামোড়ের মেয়ে অঙ্কিতা ভকত, ভজন কৌর ও সিমরনজিৎ কৌরের হাত ধরে আর্চারি রিকার্ভে প্রথম পদক আসে ভারতে। তারপর আর্চারি রিকার্ভে রুপো পেয়েছে ভারতের পুরুষ টিম। অতনু দাস-ধীরজ বোমাদেবারা-তুষার শেলকের হাত ধরে আর্চারি রিকার্ভে রুপো এসেছে ভারতে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
রিকার্ভে পুরুষদের টিম ফাইনালে কোরিয়ার বিরুদ্ধে নেমেছিল। প্রথম সেটটা জিতেছিল কোরিয়া। সেকেন্ড সেটের দ্বিতীয় সিরিজে ভারত ৩০ মারে। দ্বিতীয় সেট ড্র করায় ৩-১ হয় স্কোর। তুষারকে ফাইনালে একটু নড়বড়ে দেখাচ্ছিল। তৃতীয় সিরিজে ৭ মারেন তুষার। ৫৬-৫৫তে তৃতীয় সেট জিতে যায় কোরিয়া। যার ফলে সোনার ম্যাচে রুপোতেই থামতে হল ভারতকে।
MEDAL No. 90 for INDIA
ARCHERY: India get Silver medal after losing to powerhouse South Korea 1-5 in Final of Men’s Recurve Team event. #AGwithIAS #IndiaAtAsianGames #AsianGames2022 pic.twitter.com/kbURWU0Esq
— India_AllSports (@India_AllSports) October 6, 2023
পুরুষ টিমের রুপোর আগে রিকার্ভে ভারতের মেয়েরা ব্রোঞ্জ পেয়েছে। কোরিয়ার কাছে সেমিফাইনালে হারার পর ভিয়েতনামের বিরুদ্ধে ব্রোঞ্জ পদক ম্যাচে খেলে ভারতের মেয়েরা। তাতে অঙ্কিতা ভকত, ভজন কৌর ও সিমরনজিৎ কৌর ৬-২ ব্যবধানে হারান ভিয়েতনাম টিমকে এবং ভারতকে রিকার্ভ থেকে প্রথম পদক এনে দেন।
পুরুষদের কমপাউন্ড আর্চারিতে এর আগে সোনা জিতেছিলেন অভিষেক-প্রবীণ-প্রথমেশরা। আর মেয়েদের আর্চারির কমপাউন্ড থেকে সোনা জেতেন জ্যোতি-অদিতি-পরনীতরা। এ ছাড়াও প্রবীণ-জ্যোতি জুটি মিক্সড ডাবলসে সোনা জিতেছে। এরপরও ভারতের তিরন্দাজদের জন্য বলতেই হয় ‘পিকচার অভি বাকি হ্যায় মেরে দোস্ত’… কারণ, আগামিকাল আর্চারিতে কমপাউন্ড ইভেন্টের ব্যক্তিগত বিভাগের ফাইনালে দেখা যাবে ভারতের তিন তিরন্দাজকে। যেখান থেকে ১টি সোনা আসছেই। তা দুটিও হতে পারে। আর ১টি রুপোও নিশ্চিত। কারণ, কমপাউন্ড আর্চারিতে ছেলেদের ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে দেখা যাবে অভিষেক ভার্মা ও ওজেশ প্রবীণ দেওতলেকে। আর মেয়েদের ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে দেখা যাবে জ্যোতি সুরেখা।