Swapna Barman: ‘নারীত্ব’ নিয়ে তোলপাড় করা মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন স্বপ্না বর্মন

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 06, 2023 | 2:53 PM

Asian Games 2023: হানঝাউ গেমসে দুই ভারতীয় অ্যাথলিটের পদক নিয়ে বিতর্ক এ বার থামল। জাকার্তা গেমসে সোনাজয়ী স্বপ্না বর্মন নাম না করে এ বার হানঝাউয়ে ব্রোঞ্জ পাওয়া নন্দিনী আগাসরার কাছে ক্ষমা চেয়ে টুইট করেছেন। যা দেখে অনেকেই বলছেন, নিশ্চিতভাবে অ্যাথলেটিক্স ফেডারেশন অব ইন্ডিয়ার হস্তক্ষেপ করার পরই জলপাইগুড়ির অ্যাথলিট নিজের ভুল স্বীকার করলেন।

Swapna Barman: নারীত্ব নিয়ে তোলপাড় করা মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন স্বপ্না বর্মন

Follow Us

নয়াদিল্লি: হানঝাউ গেমসে অল্পের জন্য ব্রোঞ্জ হাতছাড়া হয়েছিল ভারতের অ্যাথলিট স্বপ্না বর্মনের (Swapna Barman)। ১৯তম এশিয়াডে (Asian Games 2023) হেপ্টাথলনে ভারতেরই অ্যাথলিট নন্দিনী আগাসারা (Nadini Agasara) ব্রোঞ্জ পেয়েছেন। মেয়েদের হেপ্টাথলনে নন্দিনী ৫৭১২ পয়েন্ট স্কোর করে ব্রোঞ্জ পেয়েছিলেন। আর নন্দিনীর থেকে মাত্র ৪ পয়েন্ট পিছনে শেষ করেন স্বপ্না। ফলে তিনি চতুর্থ হন। অল্পের জন্য পদক না পাওয়ার বিরাট হতাশ হয়েছিলেন স্বপ্না বর্মন। যার ফলে হতাশা প্রকাশ করার জন্য সোশ্যাল মিডিয়া সাইট X এ তিনি লিখেছিলেন, ‘একজন ট্রান্সজেন্ডার অ্যাথলিটের কাছে আমি আমার এশিয়ান গেমসের ব্রোঞ্জ পদক খুইয়েছি। আমি আমার ওই পদক ফেরত চাই। এটা আমাদের অ্যাথলেটিক্স নিয়মের বিরুদ্ধে। আপনারা আমাকে সাহায্য ও সমর্থন করুন।’ এই টুইটে অবশ্য নন্দিনীর নাম করেননি স্বপ্না। পরবর্তীতে এই টুইটটি তিনি ডিলিটও করে ফেলেন। কিন্তু ততক্ষণে স্বপ্নার টুইটের ছবি ছড়য়ে পড়ে নেট দুনিয়ায়। স্বপ্নার এই মন্তব্যের পর মুখ খুলেছিলেন নন্দিনীও। এ বার ভারতীয় অ্যাথলিটের বিরুদ্ধে তোলপাড় করা মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন স্বপ্ন বর্মন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

সোশ্যাল মিডিয়া সাইট X-এ স্বপ্না লিখেছেন, ‘আমি সে দিন যে টুইট করেছিলাম তার জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছি। বিশেষত আমার সহ-অ্যাথলিটের কাছে। নিছক হতাশা এবং মানসিক স্থিতি ঠিক না থাকার ফলে আমি খেলাধুলার নীতির বিরুদ্ধে এইভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করে ফেলেছিলাম। এবং ওই ভাবে আমার মানসিক প্রতিক্রিয়া ব্যক্ত করার জন্য প্রত্যেকের কাছে গভীরভাবে দুঃখ প্রকাশ করছি।’

হানঝাউ গেমসে দুই ভারতীয় অ্যাথলিটের পদক নিয়ে বিতর্ক এ বার থামল। জাকার্তা গেমসে সোনাজয়ী স্বপ্না বর্মন নাম না করে এ বার হানঝাউয়ে ব্রোঞ্জ পাওয়া নন্দিনী আগাসরার কাছে ক্ষমা চেয়ে টুইট করেছেন। যা দেখে অনেকেই বলছেন, নিশ্চিতভাবে অ্যাথলেটিক্স ফেডারেশন অব ইন্ডিয়ার হস্তক্ষেপ করার পরই জলপাইগুড়ির অ্যাথলিট নিজের ভুল স্বীকার করলেন। এর আগে স্বপ্নার বিস্ফোরক মন্তব্যের পর হানঝাউ থেকে নন্দিনী আগাসারা বলেছিলেন, ‘আমি জানি আমি কী। প্রয়োজন হলে ওকে প্রমাণ দেখাতে বলুন। আমি ভারতের হয়ে পদক জিতেছি, সেটা দেখাব। দেশের হয়ে ভালো পারফর্ম করতে চাই আমি। পদক জিতেছি বলে অনেকেই অনেক কথা বলা শুরু করেছে। আমি নিশ্চিতভাবে এই সমস্যাটি নিয়ে এএফআইয়ের সঙ্গে কথা বলব। আপাতত আমি এই পদক জয়ের মুহূর্তটা সেলিব্রেট করতে চেয়েছিলাম। কিন্তু দেশে ফিরে যেতে হচ্ছে, কারণ আমার মায়ের শরীর ভালো নেই।’

Next Article