Asian Games, 2023 Highlights, Day 13: এশিয়ান গেমসে পুরুষদের হকিতে সোনা-সহ ১৩তম দিনে ভারতে এল ৯ পদক
Asian Games 2023 Day 13 Live Updates in Bengali: আজ এশিয়াডের ১৩ নম্বর দিন ছিল। হানঝাউ গেমসে আজ আর্চারি, ব্যাডমিন্টন, তাস, দাবা, ক্রিকেট, হকি, ইকুয়েস্ট্রিয়ান, জি-জিটসু, কায়াকিং ও ক্যানোয়িং, কাবাডি, রোলার স্কেটিং, সেপাক তাকরাও, সফট টেনিস, স্পোর্টস ক্লাইম্বিং, ভলিবল ও কুস্তিতে অংশ নিয়েছিলেন ভারতের অ্যাথলিটরা। এশিয়ান গেমসের পুঙ্খানুপুঙ্খ আপডেট জানতে নজর রাখুন এই লাইভব্লগে।
হানঝাউ: এশিয়ান গেমসে ভারতীয় অ্যাথলিটরা ঝুলিতে একের পর এক পদক ভরে চলেছেন। ১৯তম এশিয়ান গেমসের (Asian Games 2023) আজ ১৩ নম্বর দিন ছিল। আজ, শুক্রবার ভারতের অ্যাথলিটরা ১৫টি ইভেন্টে পারফর্ম করলেন। তাতে ১১৯ জন ভারতীয় অ্যাথলিটকে দেখা গেল। হানঝাউ গেমসে আজ আর্চারি, ব্যাডমিন্টন, তাস, দাবা, ক্রিকেট, হকি, ইকুয়েস্ট্রিয়ান, জি-জিটসু, কায়াকিং ও ক্যানোয়িং, কাবাডি, রোলার স্কেটিং, সেপাক তাকরাও, সফট টেনিস, স্পোর্টস ক্লাইম্বিং, ভলিবল ও কুস্তিতে অংশ নিলেন ভারতের অ্যাথলিটরা। ১২ নম্বর দিনের শেষে ভারতের ছিল মোট ৮৬টি পদক। এশিয়ান গেমসের ১৩ নম্বর দিনের শেষে ভারতের ঝুলিতে হল মোট ৯৫টি পদক। রয়েছে ২২টি সোনা, ৩৪টি রুপো এবং ৩৯টি ব্রোঞ্জ। পদক তালিকায় চার নম্বরেই রয়েছে ভারত। TV9Bangla Sports এর এই লাইভব্লগে রইল এশিয়ান গেমসের ১৩ নম্বর দিনের একাধিক ইভেন্টের খুঁটিনাটি তথ্য।
LIVE NEWS & UPDATES
-
Asian Games: ভারতের মোট পদক কত হল?
এশিয়ান গেমসের ১৩ নম্বর দিনের শেষে ভারতের ঝুলিতে হল মোট ৯৫টি পদক। রয়েছে ২২টি সোনা, ৩৪টি রুপো এবং ৩৯টি ব্রোঞ্জ। পদক তালিকায় চার নম্বরেই রয়েছে ভারত।
-
Asian Games, Badminton: ফাইনালে সা-চি জুটি
এশিয়ান গেমসে ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসে ফাইনালে পৌঁছে গেলেন সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি। এশিয়ান গেমসে ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসে ওঠা প্রথম ভারতীয় জুটি হল সা-চি। আগামিকাল এই ইভেন্টের ফাইনাল।
-
-
Asian Games: ভারতের ১০০ পদক পাকা…
ভারতের ঝুলিতে এখনও অবধি এসেছে ৯৫টি পদক। ১০০ হতে বাকি আর ৫ পদক। তা অবশ্য নিশ্চিত হয়ে গিয়েছে ভারতের। কারণ, আর্চারি থেকে কাল আসবে ৩টি পদক, কাবাডি থেকে আসবে ২টি পদক এবং ক্রিকেট থেকে আসবে ১টি পদক।
Indian 🇮🇳 Athletes are about to conquer the unconquered by Indians at #AsianGames2022
So proud to share that India is ASSURED of at least 1️⃣0⃣1️⃣🎖️ in the event
9⃣5️⃣ medals won already
Assured Medals👇
Archery: 3⃣ | Kabaddi: 2⃣ | Cricket: 1⃣
Go for it India 💪🏻… pic.twitter.com/bJUwWmIg2T
— SAI Media (@Media_SAI) October 6, 2023
-
Asian Games, Hockey: সোনা জিতল ভারতীয় পুরুষ টিম
জাপানকে ৫-১ গোলে হারিয়ে এশিয়ান গেমসে পুরুষদের হকিতে সোনা জিতলেন হরমনপ্রীত সিং-অভিষেকরা। ২২টি সোনা ভারতের দখলে। সব মিলিয়ে ৯৫ পদক। ১০০ পদকের লক্ষ্য থেকে আর পাঁচ কদম দূরে ভারত।
-
Asian Games, Wrestling: ব্রোঞ্জ পদক ম্যাচে হেরে গেলেন বজরং
এশিয়ান গেমসে পুরুষদের কুস্তিতে ফ্রিস্টাইল ৬৫ কেজি বিভাগের ব্রোঞ্জ পদক ম্যাচে জাপানি কুস্তিগিরের কাছে হেরে গেলেন বজরং পুনিয়া।
-
-
Asian Games, Bridge: তাস থেকে রুপো পেল ভারতীয় পুরুষ টিম
এশিয়ান গেমসে তাস থেকে রুপো পেল ভারতীয় পুরুষ টিম। হংকংয়ের কাছে হেরে গিয়ে রুপোতে সন্তুষ্ট থাকতে হল তোলানি রাজু, অজয় প্রভাকর, রাজেশ্বর তিওয়ারি ও সুমিত মুখোপাধ্যায়কে।
-
Asian Games, Wrestling: কুস্তিতে আমনের ব্রোঞ্জ
এশিয়ান গেমসে পুরুষদের ফ্রিস্টাইল ৫৭ কেজি বিভাগে ব্রোঞ্জ পেলেন আমন সেহরাওয়াত। তিনি হারিয়েছেন চিনের লিউ মিনঘুকে।
-
Asian Games, Kabaddi: পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারত
এশিয়ান গেমসে পুরুষদের কাবাডিতে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারতের পুরুষ কাবাডি টিম।
INTO THE FINALS! 🤩
Our Indian Men’s Kabaddi Team with power-packed raids and solid defense, are heading into the FINAL showdown at the #AsianGames2022🔥
Go for GOLD, champs🤩🌟 🇮🇳 is rooting for you all!!#Cheer4India#JeetegaBharat#BharatAtAG22#Hallabol pic.twitter.com/6kGKc41Dy7
— SAI Media (@Media_SAI) October 6, 2023
-
Asian Games: সেপাক তাকরাওে ব্রোঞ্জ ভারতের মেয়েদের
সেপাক তাকরাওে (Women’s Regu) ব্রোঞ্জ পেলেন ভারতের মেয়েরা।
🇮🇳 WINS A BRONZE IN SEPAK TAKRAW 🥉
The Women’s Regu team has won a bronze at the #AsianGames2022 🔥⚡
Our ladies have showed an impeccable team spirit to win the spot on the podium. A big round of applause for them👏#Cheer4India#Hallabol#JeetegaBharat#BharatAtAG22 pic.twitter.com/HZ6XL1RV9I
— SAI Media (@Media_SAI) October 6, 2023
-
Asian Games, Wrestling: ব্রোঞ্জ পেলেন সোনম
এশিয়ান গেমসে মেয়েজেক ৬২ কেজি ফ্রিস্টাইল বিভাগে ব্রোঞ্জ পেলেন সোনম। তিনি চিনের লং জিয়াকে ৭-৫ ব্যবধানে হারালেন। ভিকট্রি বাই পয়েন্টে জিতেছেন সোনম। -
Asian Games, Cricket: ফাইনালে আফগানিস্তান
এশিয়ান গেমসের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও আফগানিস্তান। সেই ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে আফগানরা। ৪ উইকেটে জিতে ফাইনালে ভারতের বিরুদ্ধে আগামিকাল এ বার খেলবে আফগানিস্তান।
-
Asian Games, Badminton: ব্রোঞ্জ পেলেন প্রণয়
১৯৮২ সালের এশিয়াডের পর ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলস থেকে ভারতে পদক এল। এইচএস প্রণয় চিনের লি সি ফেংয়ের কাছে সেমিফাইনালে হেরে ব্রোঞ্জ পেলেন।
-
Asian Games, Wrestling: সেমিফাইনালে পুনিয়া
এশিয়ান গেমসে পুরুষদের ৬৫কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে বাহরিনের আলিবেগভ আলিবেগ সাইগিডগাসকে ৪-০ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে বজরং পুনিয়া।
-
Asian Games, Cricket: কোন পথে বাংলাদেশকে হারাল ভারত?
কীভাবে এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশকে হারাল ভারত? ৯ উইকেটে জিতেছে ঋতুরাজ গায়কোয়াড়ের ভারত। এ বার আগামিকাল ভারতীয় টিম নামবে সোনার পদকের ম্যাচে।
পড়ুন বিস্তারিত – বাংলাদেশকে উড়িয়ে এশিয়ান গেমসে সোনার দরজায় ঋতুরাজরা
-
Asian Games, Archery: রিকার্ভে ব্রোঞ্জ পেলেন ভারতের মেয়েরা
এশিয়ান গেমসে আর্চারিতে রিকার্ভে মেয়েদের টিম ইভেন্টে ব্রোঞ্জ পেলেন অঙ্কিতা ভকত, ভজন কৌর ও সিমরনজিৎ কৌর। ব্রোঞ্জ পদক ম্যাচে ভিয়েতনামকে ৬-২ ব্যবধানে হারালেন ভারতের মেয়েরা। এটি ভারতের ৮৭তম পদক।
-
Asian Games, Cricket: বাংলাদেশকে হেলায় হারল ভারত
এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেটের সেমিফাইনালে বাংলাদেশকে ৯ উইকেটে হারাল ভারত। এই দুরন্ত জয়ের ফলে ফাইনালে পৌঁছে গেলেন ঋতুরাজরা। ৬৪ বল বাকি থাকতেই ১ উইকেট হারিয়ে ৯৭ রান তুলে ফেলে ঋতুরাজ-তিলক জুটি। ফলে রুপো আপাতত নিশ্চিত। কিন্তু ভারত এশিয়াডে ক্রিকেটে সোনা জয়ের অন্যতম দাবিদার। ফলে আগামিকাল ভারতীয় টিমের কাছ থেকে সোনার আশাই করবে দেশবাসী।
-
Asian Games, Cricket: জয়ের দিকে এগোচ্ছে ভারত
পাওয়ার প্লে-তেই ভারত তুলে ফেলেছে ৬৮ রান। জয়ের জন্য টিম ইন্ডিয়ার আর প্রয়োজন ২৯ রান।
-
Asian Games, Cricket: চার-ছক্কার ফুলঝুরি
যশস্বী জয়সওয়ালের উইকেট হারানোর পর ঋতুরাজ গায়কোয়াড় ও তিলক ভার্মার ব্যাটে দেখা যাচ্ছে চার-ছক্কার ফুলঝুরি। ৩.৪ ওভারে দলগত ৫০ রান তুলে ফেলল ভারত।
-
Asian Games, Cricket: গত ম্যাচের সেঞ্চুরিয়ন ফিরলেন শূন্যে
নেপালের বিরুদ্ধে সেঞ্চুরি করা যশস্বী জয়সওয়াল আজ বাংলাদেশের বিরুদ্ধে শূন্যে ফিরলেন। প্রথম ওভারেই উইকেট হারাল ভারত।
-
Asian Games, Archery: সেমিফাইনালে হেরে গেলেন ভারতের মেয়েরা
এশিয়ান গেমসে রিকার্ভ মহিলা দলের সেমিফাইনালে হেরে গেলেন ভারতের মেয়েরা। দক্ষিণ কোরিয়া জিতল ৬-২ ব্যবধানে। এ বার ভারতের মেয়েরা খেলবে ব্রোঞ্জ পদক ম্যাচে।
-
Asian Games, Cricket: ভারতের টার্গেট ৯৭
বাংলাদেশকে এশিয়ান গেমসে ক্রিকেটের সেমিফাইনালে ভারত আটকে দিল ৯৬ রানে। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশ তুলেছে ৯৬ রান। ভারতের হয়ে ৩টি উইকেট নিয়েছেন সাই কিশোর। ২টি ওয়াশিংটন সুন্দর। ১টি করে উইকেট নিয়েছেন অর্শদীপ সিং, তিলক ভার্মা, রবি বিষ্ণোই ও শাহবাজ আহমেদ।
-
Asian Games, Archery: রিকার্ভ মহিলা দলের সেমিফাইনাল চলছে
ভারতের মেয়েদের রিকার্ভ টিম কোয়ার্টার ফাইনালে জাপানকে ৬-২ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। ভারতের এই মেয়েদের রিকার্ভ টিমের সদস্যরা হলেন – অঙ্কিতা ভকত, ভজন কৌর ও সিমরনজিৎ কৌর। সেমিফাইনালে সাউথ কোরিয়ারের বিরুদ্ধে খেলছে ভারতের মেয়েরা।
-
Asian Games, KABADDI: ফাইনালে ভারতের মেয়েরা
এশিয়ান গেমসে মেয়েদের কাবাডিতে নেপালের বিরুদ্ধে ৬৭-১৮ ব্যবধানে জিতেছে ভারতের মেয়েরা। তাই ফাইনালের টিকিট পেয়ে গিয়েছে ভারত। আপাতত রুপো নিশ্চিত। জিতলে সোনা আসতে পারে। আগামিকাল এশিয়ান গেমসে কাবাডিতে ফাইনাল ম্যাচে নামবে ভারতের মেয়েরা।
Published On - Oct 06,2023 6:30 AM