Bangla NewsSportsOther sports Asian Games 2023 Day 17 Schedule, time, fixtures of Indian Team, When Indian Athletes will compete in Bengali
Asian Games 2023 Schedule Today, 5 October: হকির সেমিতে নামছে মহিলা দল, কুস্তিতে ‘অন্তিম’ নজর
Asian Games 2023 Day-17 Schedule in Bengali: চোটের কারণে শেষ মুহূর্তে এশিয়ান গেমস থেকে সরে দাঁড়িয়েছিলেন বিনেশ ফোগট। জাকার্তায় গত এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন। তাঁর ছিটকে যাওয়াটা ভারতীয় শিবিরে বড় ধাক্কা ছিল। বিনেশ ছিটকে যাওয়াতেই সুযোগ পেয়েছিলেন অন্তিম পাঙ্ঘাল। মেয়েদের ৫৩কেজি ফ্রিস্টাইল কুস্তিতে আজ নামছেন অন্তিম। অনূর্ধ্ব ২০ স্তরে দু-বারের বিশ্ব চ্যাম্পিয়ন। তাঁর ইভেন্টে বাড়তি নজর থাকবে।
Image Credit source: PTI
Follow Us
কলকাতা: চোটের কারণে শেষ মুহূর্তে এশিয়ান গেমস থেকে সরে দাঁড়িয়েছিলেন বিনেশ ফোগট। জাকার্তায় গত এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন। তাঁর ছিটকে যাওয়াটা ভারতীয় শিবিরে বড় ধাক্কা ছিল। বিনেশ ছিটকে যাওয়াতেই সুযোগ পেয়েছিলেন অন্তিম পাঙ্ঘাল। মেয়েদের ৫৩কেজি ফ্রিস্টাইল কুস্তিতে আজ নামছেন অন্তিম। অনূর্ধ্ব ২০ স্তরে দু-বারের বিশ্ব চ্যাম্পিয়ন। তাঁর ইভেন্টে বাড়তি নজর থাকবে। পুরুষদের হকিতে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। আজ সেমিফাইনালে মহিলা হকি দল। এশিয়াডে আজ ভারতের সূচি বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
সেপাকটাকরো: পুরুষদের রেগু প্রাথমিক পর্ব গ্রুপ বি, ভারত বনাম থাইল্যান্ড, সকাল ৬.৩০। মেয়েদের রেগু প্রাথমিক পর্ব গ্রুপ বি, ভারত বনাম ভিয়েতনাম, সকাল ৭.৩০। পুরুষদের রেগু প্রাথমিক পর্ব গ্রুপ বি, ভারত বনাম ফিলিপিন্স, সকাল ১১.৩০। মেয়েদের রেগু প্রাথমিক পর্ব গ্রুপ বি, ভারত বনাম চিন, দুপুর ১২.৩০।