Asian Games 2023, Athletics: অ্যাথলেটিক্সে পদক বৃষ্টি! ১৫০০ মিটারে রুপো হরমিলান-অজয়ের, ব্রোঞ্জ জিনসনের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 01, 2023 | 8:02 PM

রবিবার ভারতে এসেই চলেছে একের পর এক পদক। সকাল থেকেই শুরু হয়েছিল ভারতের পদক প্রাপ্তি। দিনের প্রথম পদক এসেছিল গলফে। রবি-বিকেলে অ্যাথলেটিক্সে এল একের পর এক পদক। যদি বলা হয় এশিয়াডের অষ্টম দিন অ্যাথলেটিক্সে (Athletics) হল পদক বৃষ্টি, তা হলে খুব একটা ভুল বলা হবে না।

Asian Games 2023, Athletics: অ্যাথলেটিক্সে পদক বৃষ্টি! ১৫০০ মিটারে রুপো হরমিলান-অজয়ের, ব্রোঞ্জ জিনসনের
Asian Games 2023, Athletics: অ্যাথলেটিক্সে পদক বৃষ্টি! ১৫০০ মিটারে রুপো হরমিলান-অজয়ের, ব্রোঞ্জ জিনসনের

Follow Us

হানঝাউ: এশিয়াডে (Asian Games 2023) রবিবার ভারতে এসেই চলেছে একের পর এক পদক। সকাল থেকেই শুরু হয়েছিল ভারতের পদক প্রাপ্তি। দিনের প্রথম পদক এসেছিল গলফে। রবি-বিকেলে অ্যাথলেটিক্সে এল একের পর এক পদক। যদি বলা হয় এশিয়াডের অষ্টম দিন অ্যাথলেটিক্সে (Athletics) হল পদক বৃষ্টি, তা হলে খুব একটা ভুল বলা হবে না। ১৯তম এশিয়ান গেমসে অ্যাথলেটিক্স থেকে ভারতে প্রথম পদক আসে অবিনাশ সাবলের হাত ধরে, ৩০০০ মিটার স্টিপলচেজে। তারপর এক এক করে ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে পদক নিয়ে আসছেন ভারতের অ্যাথলিটরা। পুরুষ ও মহিলাদের ১৫০০ মিটার দৌড় থেকে তিনটি পদক পেয়েছেন ভারতীয় দৌড়বিদরা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

অ্যাথলেটিক্সে অবিনাশ সাবলের প্রথম সোনার পর শটপাট থেকে আসে দ্বিতীয় সোনা। তা এনে দিয়েছেন তেজিন্দর পাল সিং। এ বারের এশিয়ান গেমসে ট্র্যাক থেকে ভারতকে তৃতীয় পদক দিয়েছেন হরমিলান বেয়ন্স। তিনি মেয়েদের ১৫০০ মিটার রেসে দ্বিতীয় হয়েছেন। তিনি রেস শেষ করেন ৪:১২.৭৪ সেকেন্ডে।

হরমিলানের রুপোর পদকের রেস কাটতে না কাটতেই পুরুষদের ১৫০০ মিটার রেসে জোড়া পদক পেয়েছেন অজয় কুমার এবং জিনসন জনসন। পুরুষদের ১৫০০ মিটার দৌড়ের ফাইনাল রেস শেষ করতে অজয় কুমার সরোজ সময় নেন ৩:৩৮.৯৪ সেকেন্ড। এবং জিনসন জনসন রেস শেষ করেন ৩:৩৯.৭৪ সেকেন্ডে। পুরুষদের ১৫০০ মিটার রেসে রুপো পেয়েছেন অজয় এবং ব্রোঞ্জ পেয়েছেন জিনসন। উল্লেখ্য, ২০১৮ সালের জাকার্তা এশিয়ান গেমসে ১৫০০ মিটারে সোনা জিতেছিলেন জিনসন এবং ৮০০ মিটারে রুপো পেয়েছিলেন তিনি।

 

Next Article