Pranati Nayak: জিমন্যাস্টিক্সে নতুন ভরসা প্রণতি! পদকের স্বপ্ন দেখাচ্ছেন বাংলার মেয়ে

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 28, 2023 | 2:47 PM

Asian Games 2023, Gymnastics: হানঝাউ গেমসে আর্টিস্টিক জিমন্যাস্টিক্সে ভারতের একমাত্র প্রতিনিধি বাংলার প্রণতি নায়েক(Pranati Nayak)। ১৯তম এশিয়াডের দ্বিতীয় দিন ইভেন্টে নামেন প্রণতি। ভারত থেকে জিমন্যাস্টিক্সে পদকের আশা জিইয়ে রাখলেন প্রণতি।

Pranati Nayak: জিমন্যাস্টিক্সে নতুন ভরসা প্রণতি! পদকের স্বপ্ন দেখাচ্ছেন বাংলার মেয়ে
জিমন্যাস্টিক্সে নতুন ভরসা প্রণতি! পদকের স্বপ্ন দেখাচ্ছেন বাংলার মেয়ে

Follow Us

হানঝাউ: এ বারের এশিয়ান গেমসে জিমন্যাস্টিক্সে ভারতের একমাত্র প্রতিনিধি বাংলার মেয়ে প্রণতি নায়েক (Pranati Nayak)। ১৯তম এশিয়াডের দ্বিতীয় দিন ইভেন্টে নামেন প্রণতি। ভারত থেকে জিমন্যাস্টিক্সে (Gymnastics) পদকের আশা জিইয়ে রাখলেন প্রণতি। এশিয়াডের দ্বিতীয় দিন প্রণতি কোয়ালিফিকেশন রাউন্ডে নেমেছিলেন। সেখানেই ভল্ট ও অল-অ্যারাউন্ডের ফাইনালের টিকিট পেয়েছেন তিনি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

এশিয়াডের আগে হাঙ্গেরিতে বিশ্ব চ্যালেঞ্জ প্রতিযোগিতায় ভালো পারফর্ম করেছিলেন প্রণতি। আজ মেয়েদের অল-অ্যারাউন্ডে যোগ্যতা অর্জন পর্বে নেমেছিলেন প্রণতি। তাই ব্যালান্স বিম, ফ্লোর, ভল্ট এবং আনইভেন বার, সবক’টিতেই নামেন প্রণতি। সাবডিভিশন ৩ এ প্রণতি সেরা আটজনের মধ্যে ছয় নম্বরে শেষ করেন। তিনি মেয়েদের ভল্ট ইভেন্টে ১২.৭১৬ পয়েন্ট অর্জন করেন। একইসঙ্গে তিনি মেয়েদের অল-অ্যারাউন্ড ফাইনালে যে ১৮ জন জিমন্যাস্ট লড়বেন তাঁদের মধ্যেও জায়গা করে নিয়েছেন। ২৭ সেপ্টেম্বর মেয়েদের অল-অ্যারাউন্ডের ফাইনাল হবে।

ভল্ট ইভেন্টে প্রণতি ১২.৮৬৬ পয়েন্ট অর্জন করেছেন। তিনি প্রথম ভল্টে ৪.৪ ডিফিকাল্টি প্রয়াস করেন। দ্বিতীয় ভল্টে ৪.২ ডিফিকাল্টি, ৮৩৬৬ এক্সিকিউশনের পর তিনি ১২.৫৬৬ স্কোর করেন। তাঁর গড় স্কোর দাঁড়ায় ১২.৭১৬। অল-অ্যারাউন্ড প্রতিযোগিতায় প্রণতি ২৩তম স্থানে শেষ করেন। কিন্তু ফাইনালে একটি দেশের সর্বাধিক দুই জিমন্যাস্ট উঠতে পারেন, তাই ফাইনালে জায়গা পেয়েছেন প্রণতি। অল-অ্যারাউন্ডের ফাইনালে চিন, জারান, উত্তর কোরিয়া, চাইনিজ তাইপে এবং রিপাবলিক অব কোরিয়ার তিনজন করে জিমন্যাস্ট উঠেছে। তাই প্রণতি ফাইনালে পারফর্ম করার সুযোগ পেয়েছেন। আনইভেন বারে ১০.৩০০ এবং ১১.২৩৩ আনইভেন বারে এবং ৯.৮৩৩ স্কোর করেন ফ্লোর এক্সসারসাইজে। এবং মোট ৪৪.২৩২ পয়েন্ট নিয়ে ফাইনালে উঠেছেন তিনি।

Next Article