Asian Games 2023, Hockey: কোরিয়ার বিরুদ্ধে ড্র সবিতাদের, সেমিফাইনাল কার্যত নিশ্চিত ভারতের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 01, 2023 | 6:09 PM

Hockey: চলতি এশিয়ান গেমসে (Asian Games 2023) পরপর তিন ম্যাচ অপরাজিত ভারতের মেয়েরা। সবিতা পুনিয়ার টিম হানঝাউ গেমসে হকিতে (Hockey) পরপর দুটো ম্যাচ জিতেছিল। আজ, রবিবার দক্ষিণ কোরিয়ার (South Korea) বিরুদ্ধে অবশ্য ১-১ ড্র করল।

Asian Games 2023, Hockey: কোরিয়ার বিরুদ্ধে ড্র সবিতাদের, সেমিফাইনাল কার্যত নিশ্চিত ভারতের
Asian Games 2023, Hockey: কোরিয়ার বিরুদ্ধে ড্র সবিতাদের, সেমিফাইনাল কার্যত নিশ্চিত ভারতের
Image Credit source: Twitter

Follow Us

হানঝাউ: এশিয়ান গেমসে (Asian Games 2023) অপ্রতিরোধ্য ভারতীয় হকি প্লেয়াররা। একদিকে পরপর চারটি ম্যাচ জিতেছেন হরমনপ্রীত-ললিতরা। গ্রুপ শীর্ষে থেকে সেমিফাইনালে ওঠা কার্যত নিশ্চিত ভারতের ছেলেদের। এই পরিস্থিতিতে এশিয়ান গেমসে পরপর তিন ম্যাচ অপরাজিত ভারতের মেয়েরা। সবিতা পুনিয়ার টিম হানঝাউ গেমসে হকিতে (Hockey) পরপর দুটো ম্যাচ জিতেছিল। আজ, রবিবার দক্ষিণ কোরিয়ার (South Korea) বিরুদ্ধে অবশ্য ১-১ ড্র করল। প্রথমার্ধে কোরিয়ার বিরুদ্ধে ১-০ পিছিয়ে ছিল ভারতের মেয়েরা। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ান নভনীত-সালিমারা। অবশ্য আগের দুই ম্যাচে দাপট দেখিয়ে জিতেছিল সবিতা পুনিয়ারা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

প্রথম কোয়ার্টারেই পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়েছেন ভারতের মেয়েরা। ম্যাচের ১২ মিনিটে চো হেজিনের গোলে এগিয়ে যায় কোরিয়ানরা। এরপর দ্বিতীরার্ধে নভনীত কৌর সমতা ফেরান ৪৪ মিনিটে। পুরো ম্যাচে আর কোনও গোল হয়নি। কোরিয়ার আগে সিঙ্গাপুরকে ১৩-০ গোলের মালা পরিয়েছিল ভারতের মেয়েরা। তারপর দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধে হাফডজন গোলে জিতেছিলেন সবিতারা। অবশ্য কোরিয়ার বিরুদ্ধে ভারতের সেই দাপট দেখা গেল না। ১-১ ড্র করে শেষ করায় পুল-এ-তে আপাতত শীর্ষে ভারত। প্রতি পুলের প্রথম দুই স্থানে থাকা দুটি করে দল সেমিফাইনালে উঠবে।

পাঁচ দলের গ্রুপে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গোলপার্থক্যে ভারতের মেয়েরা গ্রুপ শীর্ষে রইল। সমসংখ্যাক ম্যাচ খেলে এবং একই পয়েন্ট নিয়ে দক্ষিণ কোরিয়া গ্রুপের দুই নম্বরে। আগামী মঙ্গলবার শেষ ম্যাচে ভারতের মেয়েদের প্রতিপক্ষ গ্রুপের সবচেয়ে দুর্বল দল হংকং। তারা তিনটি ম্যাচের তিনটেতেই হেরেছে। উল্লেখ্য, ২০১৮ এশিয়ান গেমসে রুপো জিতেছিল ভারতীয় মহিলা হকি দল।

Next Article