Asian Games 2023, Shooting: রুপোলি ঝলক! ৫০ মিটার ট্র্যাপ শুটিংয়ে রুপো রাজেশ্বরী-মনীষা-প্রীতির

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 01, 2023 | 11:23 AM

এ বারের এশিয়ান গেমসে (Asian Games 2023) অন্যতম সফল ভারতের শুটাররা। রবিবার সকালে ৫০ মিটার ট্র্যাপের টিম ইভেন্ট থেকে রুপো পেলেন ভারতের মেয়েরা। ৩৩৭ পয়েন্ট স্কোর করে রুপো পেয়েছেন রাজেশ্বরী কুমারী (Rajeshwari Kumari), মনীষা খের (Manisha Keer), প্রীতি রজকরা (Preeti Rajak)।

Asian Games 2023, Shooting: রুপোলি ঝলক! ৫০ মিটার ট্র্যাপ শুটিংয়ে রুপো রাজেশ্বরী-মনীষা-প্রীতির
রুপোলি ঝলক! ৫০ মিটার ট্র্যাপ শুটিংয়ে রুপো রাজেশ্বরী-মনীষা-প্রীতির
Image Credit source: Twitter

Follow Us

হানঝাউ: জাকার্তা এশিয়ান গেমসে ভারতে এসেছিল ৭০টি পদক। এ বার হানঝাউ গেমস থেকে ভারতের লক্ষ্য ১০০টি পদক জয়। এক কদম করে সেই লক্ষ্যপূরণের পথে হেঁটে চলেছেন ভারতীয় অ্যাথলিটরা। এ বারের এশিয়ান গেমসে (Asian Games 2023) অন্যতম সফল ভারতের শুটাররা। রবিবার সকালে ৫০ মিটার ট্র্যাপের টিম ইভেন্ট থেকে রুপো পেলেন ভারতের মেয়েরা। ৩৩৭ পয়েন্ট স্কোর করে রুপো পেয়েছেন রাজেশ্বরী কুমারী (Rajeshwari Kumari), মনীষা খের (Manisha Keer), প্রীতি রজকরা (Preeti Rajak)। চলতি এশিয়াডে এটি ভারতের ৪০তম পদক। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ভারতের শুটাররা এ বারের হানঝাউ গেমস থেকে সোনা-রুপোয় মুড়িয়ে দিচ্ছেন দেশকে। মেয়েদের ৫০ মিটার ট্র্যাপ থেকে পদকের প্রত্যাশাও ছিল। সোনাও জিততে পারতেন রাজেশ্বরী-মনীষা-প্রীতিরা। হানঝাউ শুটিং রেঞ্জে মেয়েদের ৫০ মিটার ট্র্যাপ ইভেন্টে দাপট দেখাচ্ছিলেন ভারতের এই তিন কন্যা। অবশ্য শেষ অবধি চিনা শুটারদের টেক্কা দিতে পারেননি তাঁরা। বিশ্বরেকর্ড ভেঙে ৩৫৬ পয়েন্ট স্কোর করে সোনা জিতেছে চিন। কাজাখস্তান ৩৩৫ পয়েন্ট স্কোর করে ব্রোঞ্জ পেয়েছে।

এ বার এশিয়ান গেমসে মেয়েদের ৫০ মিটার ট্র্যাপ ইভেন্টের ব্যক্তিগত বিভাগের ফাইনালে দেখা যাবে মনীষাকে। তিনি ১১৪ পয়েন্ট স্কোর করে ফাইনালের যোগ্যতা অর্জন করেছেন। আজই হবে এই ফাইনাল। এ বার দেখার তাতে মনীষা সোনা ফলাতে পারেন কিনা। উল্লেখ্য, এই নিয়ে এ বারের এশিয়াডে ভারতে এল ১০টি সোনা, ১৬টি রুপো এবং ১৪টি ব্রোঞ্জ।

ভারতের তিন মহিলা শুটারকে শুভেচ্ছা জানিয়েছে সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন কেন্দ্রীয় যুব ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।

 

Next Article