চন্দননগর : মাস খানের আগে অসুস্থ বাবার জন্য মাকালু অভিযান না করেই চন্দননগরে ফিরে এসেছিলেন এভারেস্ট জয়ী পিয়ালি বসাক (Piyali Basak)। আজ, ১৭ মে সেই মাকালু শৃঙ্গ জয় করলেন বাংলার মেয়ে পিয়ালি। নেপালের এজেন্সি পাইওনিয়ার অ্যাডভেঞ্চার জানিয়েছে, আজ সকাল ৭-৮টা নাগাদ মাউন্ট মাকালু জয় করেন পিয়ালি বসাক। মাউন্ট মাকালু (Mount Makalu) বিশ্বের পঞ্চম উচ্চতম শৃঙ্গ। এভারেস্ট ও লোৎসে জয়ের পর আরও দু’টি হাট হাজারি শৃঙ্গ জয় করলেন চন্দনগরের পাহাড় কন্যা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
প্রসঙ্গত, গত ৯ ই মার্চ অন্নপূর্ণা ও মাকালু পর্বত শৃঙ্গ জয় করার লক্ষ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন পর্বতারোহী পিয়ালি। গায়ে জ্বর নিয়েই ১৭ এপ্রিল সোমবার সকালে পৃথিবীর দশম উচ্চতম (৮০৯১ মিটার) অন্নপূর্ণা পর্বত শৃঙ্গ জয় করেন পিয়ালি। কিন্তু তাঁর বাবা অসুস্থ থাকায় মাকালু শৃঙ্গ জয় করতে না গিয়ে বাড়ি ফিরে আসেন তিনি। এক যাত্রাতেই পিয়ালি অন্নপূর্ণা ও মাকালু জয়ের লক্ষ্য নিয়ে বেরোলেও তা পূর্ণ হয়নি। তাতে অবশ্য হতাশ হননি তিনি। বাবা তপন বসাকের অসুস্থতার খবর জানতে পেরে গত ২৪ এপ্রিল বাড়ি ফিরে আসেন পিয়ালি। এরপর ২৭ এপ্রিল তিনি ফের মাকালু অভিযানে বের হন। বাংলার মেয়ের অদম্য ইচ্ছের সামনে কোনও কিছুই বাধা নয়। মে মাসের প্রথম সপ্তাহে মাকালু বেস ক্যাম্পের উদ্দেশ্য রওনা দিয়েছিলেন পিয়ালি। আজ সকালে সামিট করেন। এই নিয়ে ছ’টি আট হাজারি পর্বত শৃঙ্গ জয় করলেন পিয়ালি। ফের এক বার বাংলার নাম উজ্জ্বল করলেন পিয়ালি।
২০১৮ সালে পৃথিবীর অষ্টম উচ্চতম শৃঙ্গ মানাসুলু জয় করেছিলেন পিয়ালি। তারপর ২০২১ সালে সপ্তম উচ্চতম শৃঙ্গ ধৌলাগিরি জয় করেন চন্দনগরের মেয়ে। ২০২২ সালে পৃথিবীর সর্বোচ্চ শিখর মাউন্ট এভারেস্টে ওঠেন পিয়ালী। তার দু’দিন পরেই পৃথিবীর চতুর্থ উচ্চতম শৃঙ্গ লোৎসে জয় করেন পিয়ালি।