TABLE TENNIS: নতুন বছরের শুরুতেই রাজ্য টেবল টেনিস সংস্থায় নির্বাচন

কৌস্তভ গঙ্গোপাধ্যায় | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 11, 2023 | 5:40 PM

Bengal State Table Tennis Association: গত ১৫ নভেম্বর এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকেই রাজ্য টেবল টেনিস সংস্থার নির্বাচনের দিন প্রাথমিক ভাবে ঠিক হয়েছে। ২৪ থেকে ২৯ ডিসেম্বরের মধ্যেই সমস্ত অনুমোদিত এবং জেলা সংস্থাগুলিকে নোটিশ পাঠিয়ে নির্বাচনের দিন জানিয়ে দিতে চলেছে বিএসটিটিএ। জানুয়ারিতে আবার অনূর্ধ্ব-১৭ এবং অনূর্ধ্ব-১৯ জাতীয় টেবল টেনিস চ্যাম্পিয়নশিপের আসর বসতে চলেছে বাংলায়।

TABLE TENNIS: নতুন বছরের শুরুতেই রাজ্য টেবল টেনিস সংস্থায় নির্বাচন
TABLE TENNIS: নতুন বছরের শুরুতেই রাজ্য টেবল টেনিস সংস্থায় নির্বাচন

Follow Us

কলকাতা: বেঙ্গল স্টেট টেবল টেনিস সংস্থার (Bengal State Table Tennis Association) নির্বাচনের দিনক্ষণ একপ্রকার চূড়ান্ত। ৭ ফেব্রুয়ারি হতে চলেছে রাজ্য টেবল টেনিস (Table Tennis) সংস্থার নির্বাচন। ২০১৯ সালে রাজ্যের টেবল টেনিস সংস্থাগুলি এক ছাতার তলায় আসে। এক রাজ্য, এক সংস্থা নিয়ম কার্যকর হওয়ার পরই ডব্লুটিটিএ, উত্তরবঙ্গ টেবল টেনিস সংস্থাসহ বাকি অ্যাসোসিয়েশনগুলো এক ছাতার তলায় চলে আসে। নভেম্বরে মধ্যে রাজ্য টেবল টেনিস সংস্থার নির্বাচন হওয়ার কথা থাকলেও তা হয়নি। এমনকি রাজ্য টেবল টেনিস সংস্থার বিরুদ্ধে আদালতে মামলাও হয়। আদালত অবমাননার অভিযোগে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলাও হয়। শেষ পর্যন্ত সেই রাজ্য টেবল টেনিস সংস্থার নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হয়ে গিয়েছে।

গত ১৫ নভেম্বর এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকেই রাজ্য টেবল টেনিস সংস্থার নির্বাচনের দিন প্রাথমিক ভাবে ঠিক হয়েছে। ২৪ থেকে ২৯ ডিসেম্বরের মধ্যেই সমস্ত অনুমোদিত এবং জেলা সংস্থাগুলিকে নোটিশ পাঠিয়ে নির্বাচনের দিন জানিয়ে দিতে চলেছে বিএসটিটিএ। জানুয়ারিতে আবার অনূর্ধ্ব-১৭ এবং অনূর্ধ্ব-১৯ জাতীয় টেবল টেনিস চ্যাম্পিয়নশিপের আসর বসতে চলেছে বাংলায়। ৬ থেকে ১৪ জানুয়ারি কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হতে চলেছে সেই টুর্নামেন্ট। তবে এই মুহূর্তে রাজ্য টেবল টেনিস সংস্থার নির্বাচনের দিকেই বিশেষ নজর রয়েছে। নতুন ক্রীড়া বিধি লাগু হলে পুরো কমিটিই প্রায় বদলে যেতে চলেছে।

নতুন স্পোর্টস কোড অনুযায়ী, কোনও সংস্থায় কোনও কর্তা টানা ৮ বছরের বেশি থাকতে পারবেন না। সেক্ষেত্রে ৪ বছরের জন্য কুলিং অফে যেতে হবে সেই ব্যক্তিকে। বিএসটিটিএর দুই সচিব শর্মি সেনগুপ্ত আর মান্তু ঘোষ দুজনেরই মেয়াদ ফুরিয়ে গিয়েছে। ২০০৯ সাল থেকে টেবল টেনিস সংস্থার সঙ্গে যুক্ত শর্মি সেনগুপ্ত। মান্তু ঘোষও ১২ বছরের বেশি সময় ধরে যুক্ত আছেন। অন্যান্য পদেও দেখা যাবে বদল। রাজ্য টেবল টেনিস সংস্থার অন্তর্বর্তী সভাপতি স্বপন বন্দ্যোপাধ্যায়ের (বাবুন) বিরুদ্ধেও রয়েছে অভিযোগ। টেবল টেনিসের পাশাপাশি রাজ্যের অন্যান্য বেশ কয়েকটি সংস্থার পদে আছেন তিনি। স্পোর্টস কোড অনুযায়ী, একজন ব্যক্তি একই সঙ্গে একটি রাজ্যে একটির বেশি কোনও সংস্থার সঙ্গে যুক্ত থাকতে পারবেন না।

যা শোনা যাচ্ছে, তাতে টেবল টেনিস সংস্থার সচিব পদে লড়তে দেখা যেতে পারে পৌলমী ঘটককে। রাজ্য টেবল টেনিস সংস্থার এক শিবির চাইছে পৌলমীকে সচিব হিসেবে। আবার অন্য শিবিরও বিকল্প প্যানেল তৈরি রাখছে। যা খবর, তাতে নতুন বছরের শুরুতেই বেঙ্গল স্টেট টেবল টেনিস অ্যাসোসিয়েশনে নির্বাচনের দামামা বাজতে চলেছে।

Next Article