নয়াদিল্লি: আবার রিংয়ে ফিরতে চলেছেন টোকিও অলিম্পিকে (Tokyo Olympics 2020) ব্রোঞ্জ পাওয়া বক্সার লভলিনা বর্গোহাঁই (Lovlina Borgohain)। বিশ্ব চ্যাম্পিয়নশিপের (World Boxing Championship 2022) ৭০ কেজিতে নামবেন তিনি। দিল্লিতে তিন দিনের ট্রায়ালে বিশ্ব মিটের টিকিট জোগাড় করে ফেললেন আসামের বক্সার। ইস্তানবুলে ৬-২১ মে মে হবে এই ইভেন্ট। টোকিও গেমসে ৬৯ কেজিতে ব্রোঞ্জ পাওয়া লভলিনা হইচই ফেলে দিয়েছিলেন। মেরি কমের পর এই প্রথম কোনও মহিলা বক্সার দাপটের সঙ্গে অলিম্পিক থেকে পদক এনেছিলেন। সেই তিনিই এখন প্যারিস অলিম্পিকের জন্য নিজেকে তৈরি করতে চাইছেন। হঠাৎ করে যে তাঁর উত্থান নয়, তা প্রমাণ করার জন্যই নামবেন বিশ্ব মিটে। সে দিক থেকে দেখলে অলিম্পিকের পর এই প্রথম আবার রিংয়ে দেখা যাবে লভলিনাকে। আসামের বক্সারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হওয়া যুব বক্সার অরুন্ধতী চৌধুরিকে হারিয়ে বিশ্ব মিটের ভারতীয় টিমে জায়গা করে নিলেন লভলিনা।
ডিসেম্বর মাসে হওয়ার কথা ছিল বিশ্ব মিট। কিন্তু করোনার কারণে তা পিছিয়ে যায়। বিশ্ব মিটের ট্রায়ালের আগে ট্রায়াল ছাড়াই লভলিনার নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে আদালতে গিয়েছিলেন অরুন্ধতী। আসামের বক্সার যে তাঁর থেকে অনেক এগিয়ে রয়েছে, তা প্রমাণ হয়ে গেল। পাশাপাশি নিখাত জারিন, পূজা রানিরাও জায়গা করে নিয়েছেন ভারতীয় টিমে। চলতি মাসের শুরুর দিকে বুলগেরিয়ায় অনুষ্ঠিত স্তার্ন্দাজা মেমোরিয়াল বক্সিং টুর্নামেন্টে প্রথম ভারতীয় হিসেবে জোড়া সোনা জিতেছিলেন। এই টুর্নামেন্টকে বক্সিংয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট বলে ধরা হয়। সেখানে নিখাত জারিনের দুরন্ত সাফল্য স্বপ্ন দেখাচ্ছে বক্সিং দুনিয়াকে। সাফল্য পেয়েছিলেন নীতুও।
বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের পুরো টিম: নীতু (৪৮ কেজি), অনামিকা (৫০ কেজি), নিখাত জারিন (৫২ কেজি), শিক্ষা (৫৪ কেজি), মণীষা (৫৭ কেজি), জসমিন (৬০ কেজি), পরভিন (৬৩.৫ কেজি), অঙ্কুশিতা বোরো (৬৬ কেজি), লভলিনা বর্গোহাঁই (৭০ কেজি), সুইটি বুরা (৭৫ কেজি), পূজা রানি (৮১ কেজি), নন্দিনী (৮১ কেজির উর্ধ্বে)।