Novak Djokovic: ফের করোনা টিকাজট, দুটি টুর্নামেন্ট থেকে নাম তুলে নিলেন জকোভিচ

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Mar 10, 2022 | 4:25 PM

করোনা (COVID 19) টিকা না নেওয়া থাকলে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না কোনও ব্যক্তিকেই। বিশ্বের দু'নম্বর টেনিস (Tennis) তারকা নোভাক জকোভিচের (Novak Djokovic) জন্য সেই নিয়ম শিথিল করল না আমেরিকা।

Novak Djokovic: ফের করোনা টিকাজট, দুটি টুর্নামেন্ট থেকে নাম তুলে নিলেন জকোভিচ
নোভাক জকোভিচ (ছবি-এটিপি ওয়েবসাইট)

Follow Us

লস অ্যাঞ্জেলিস: করোনা (COVID 19) টিকা না নেওয়া থাকলে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না কোনও ব্যক্তিকেই। বিশ্বের দু’নম্বর টেনিস (Tennis) তারকা নোভাক জকোভিচের (Novak Djokovic) জন্য সেই নিয়ম শিথিল করল না আমেরিকা। ২০২২ সালটা মোটেও ভালো যাচ্ছে না সার্বিয়ান টেনিস তারকার। বছরের শুরুতেই অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open) খেলতে পারেননি, এই ভ্যাকসিন নিয়ে তাঁর অনড় সিদ্ধান্তের জন্য। এ বার মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়মের ঘেরাটোপে পড়লেন জোকার। করোনা টিকা নেননি, তাই আমেরিকাতে প্রবেশ করতে পারবেন না তিনি। সেই জন্য এ বার তিনি সেই দেশের দুটি প্রতিযোগিতা থেকে নাম তুলে নিলেন।

আজ, বৃহস্পতিবার টুইটারে ২০টি গ্র্যান্ড স্লামজয়ী জকোভিচ লেখেন, “আমি ইন্ডিয়ান ওয়েলস ও মিয়ামি ওপেনের ড্রয়ে ছিলাম। কিন্তু আমি জানতাম যে আমি সেখানে ভ্রমন করতে পারব না। সিডিসি নিশ্চিত করেছে যে নিয়মে কোনও পরিবর্তন হবে না। তাই আমি মার্কিন যুক্তরাষ্ট্রে খেলতে পারব না। যারা এই দুর্দান্ত টুর্নামেন্টে খেলছেন তাদের জন্য শুভকামনা রইলো।” চলতি সপ্তাহে শুরু হয়েছে ইন্ডিয়ান ওয়েলস (Indian Wells)। এবং মিয়ামি ওপেন শুরু হওয়ার কথা ২১ মার্চ থেকে।

মিয়ামির টুর্নামেন্ট ডিরেক্টর জেমস ব্লেক বলেছেন, “আমরা শুরু থেকেই বুঝতে পেরেছিলাম যে মিয়ামি ওপেনে নোভাকের অংশগ্রহণ মার্কিন যুক্তরাষ্ট্রে তারঁ প্রবেশের ওপর নির্ভর করছিল। আমরা এটাও জানতাম যে এই সিদ্ধান্তটা কঠিন হতে চলেছে।”

মঙ্গলবারই (৯মার্চ) ইন্ডিয়ান ওয়েলসের ড্র-তে নাম ছিল বিশ্বের দু’নম্বর টেনিস তারকার। তবে ড্র-তে নাম থাকলেও, জোকারের এই টুর্নামেন্টে নামা হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছিল আয়োজকদের তরফেও। আশঙ্কা ছিল অস্ট্রেলিয়ান ওপেনের মতো ইন্ডিয়ান ওয়েলসেও খেলা হবে না জোকারের। আর সেই আশঙ্কাই সত্যি হল।

আরও পড়ুন: Novak Djokovic: ইন্ডিয়ান ওয়েলসে জোকারের খেলা নিয়ে সংশয়

আরও পড়ুন: ICC Women World Cup 2022: নিউজিল্যান্ডের কাছে হারের দিন রেকর্ড ঝুলনের

আরও পড়ুন: ICC Women World Cup 2022: হ্যারির লড়াইয়েও কিউয়িবধ হল না ভারতের

Next Article