AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Asian Games 2023: চা-ওয়ালা থেকে কাগজকুড়ুনি, রোবটের রাজত্বে এশিয়ান গেমস!

Artificial Intelligence: 23 সেপ্টেম্বর 19তম এশিয়ান গেমসের শুভ সূচনা হয়েছে। তার জন্য সেজে উঠেছে চিনের হানঝাউ। স্টেডিয়ামে হঠাৎ নদী, বন-জঙ্গল। এমনকি তাতে নৌকাও ছুটছে। কী ভাবে? এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা। সব তো তারই কামাল।

Asian Games 2023: চা-ওয়ালা থেকে কাগজকুড়ুনি, রোবটের রাজত্বে এশিয়ান গেমস!
| Updated on: Nov 26, 2023 | 10:59 AM
Share

অন্বেষা বিশ্বাস

আপনি কি তৃষ্ণার্ত? ধোঁয়া ওঠা এক কাপ চা হলে কেমন হয়? আইসক্রিমের গাড়ি দেখে হঠাৎ পা আটকে গিয়েছে? আপনি বসেছেন সোফায়, আর পায়ের তলায় এক বিজাতীয় পোষ্য যদি লেজ নাড়ায়? ভরা বিকেলে এক হাত টিটি হবে নাকি? যদি এমন বাসনা আপনার হয়, তাহলে এই বেলা একখানা প্লেনের টিকিট কেটেই ফেলুন। হানঝাউ আপনার জন্য অপেক্ষা করে রয়েছে। আর এই যে মনোরঞ্জনের সম্ভার, এসব সাজিয়ে বসেছে চিন। আর এতে কোনও মনুষ্য-যোগ নেই। অবাক হচ্ছেন? চিন যে বেশ কয়েক কদম এগিয়ে ভাবতে পারে, এ বারের এশিয়ান গেমসে প্রমাণ করে দিচ্ছে। সব পাবেন আপনি, শুধু মানুষ পাবেন না। যদি হানঝাউয়ে পা দেন, তবে রোবট ঘিরে থাকবে আপনাকে। এ বারের গেমসের থিম এই রোবটই। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

শুধু কি রোবটেই তালিকা শেষ? হানঝাউ যেন অবাক করে দিচ্ছে পদে পদে। ভবিষ্যৎ, তা তো নাকি AI-এর হাতেই! কৃত্রিম বুদ্ধিমত্তা কি তবে মানুষের ধরা ছোঁয়ার বাইরে? সারা বিশ্বেই আমূল পরিবর্তন আনতে চলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)। বহু মানুষের মধ্যেই এই প্রযুক্তির অগ্রগতি নিয়ে আশঙ্কা তৈরি হলেও, বিজ্ঞানীদের মতে কিন্তু বিষয়টি ইতিবাচক। জীবনের প্রায় সমস্ত ক্ষেত্রেই এখন এআই-এর বিচরণ। গুগল থেকে মাইক্রোসফট নতুন ইঁদুর দৌড়ের যুগে প্রবেশ করেছে ছোট বড় সব কোম্পানিই। তবে এ বার এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ঢুকে পড়ল এশিয়ান গেমসেও। এতদিন যে জিনিসটা সেলফ ড্রাইভিং গাড়ি থেকে শুরু করে স্মার্ট ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অবধি সীমিত ছিল, এ বার সেটাকেই চিন কাজে লাগিয়েছে বিভিন্ন উপায়ে। আপনার মনে হতেই পারে, মাল্টি স্পোর্টস ইভেন্টে রোবটের কী কাজ? চলুন সেই দিকেই নজর রাখা যাক।

স্টেডিয়ামে নদী থেকে বন-জঙ্গল…সবই হচ্ছে!

এ বার এশিয়ান গেমস হচ্ছে চিনের হানঝাউতে। 23 সেপ্টেম্বর 19তম এশিয়ান গেমসের শুভ সূচনা হয়েছে। তার জন্য সেজে উঠেছে চিনের হানঝাউ। স্টেডিয়ামে হঠাৎ নদী, বন-জঙ্গল। এমনকি তাতে নৌকাও ছুটছে। কী ভাবে? এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা। সব তো তারই কামাল। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে মানুষের নজর কেড়েছে AI। হানঝাউ অলিম্পিক স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে, যা বিগ লোটাস নামেই বেশি পরিচিত, সে খানেই হয়েছে এশিয়াডের এই উদ্বোধনী অনুষ্ঠান। 45টি দেশ, প্রায় 12 হাজার অ্যাথলিট, নিজ নিজ ইভেন্টে এশিয়া সেরা হওয়ার জন্য লড়বে। ক্রিকেট, ভলিবল, টেবিল টেনিস সহ দলগত কিছু খেলা শুরু হয়ে গিয়েছিল আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার আগেই।

আপনাকে স্বাগত জানাবে তিন অপূর্ব রূপসী…

চেনচেন কে চেনেন? কংকং কিংবা লিয়ানলিয়ান? চিনে নামলেই আপনাকে স্বাগত জানাবে তিন অপূর্ব রূপসী। ওই যে তিন জন সেজেগুজে পাশাপাশি বসে আছে, ওদের সঙ্গে গুলিয়ে ফেলবেন না মানুষকে। এই তিন কৃত্রিম নারীই নজর কেড়ে নিচ্ছে সব পুরুষের। তিনটি রোবটকে একসঙ্গে নাম দেওয়া হয়েছে ‘জিয়াংনানের স্মৃতি’ (Memories of Jiangnan)। এই নামটি তাং রাজবংশের কবি বাই জুইয়ের একটি কবিতা থেকে নেওয়া হয়েছে। তবে এই তিনজনের যে আলাদা করে নাম রাখা হয়নি, তা ভুলেও ভাববেন না। চেনচেন, কংকং এবং লিয়ানলিয়ানদের এ বার এশিয়ান গেমসের সংস্কৃতি ও ঐতিহ্যকে প্রাধান্য দেওয়ার জন্য রাখা হয়েছে।

কার কাঁধে কীসের দায়িত্ব?

এশিয়ান গেমসে রাজত্ব করছে কয়েকশ রোবট। তার মধ্যেই কিছু রোবটের দায়িত্বে পড়েছে অ্যাথলিটদের যাতে কোনও রকম অসুবিধা না হয়, তা দেখা। অর্থাৎ তাদের মশার কামড় থেকে বাঁচানোর জন্য একটি যন্ত্র নিয়ে ঘুরছে বেশ কিছু রোবট। ‘পংবট’ নামের একটি রোবটও আছে। যার সঙ্গে আপনি যতক্ষণ ইচ্ছে টেবিল টেনিস খেলতে পারবেন। প্লাস্টিক পরিষ্কার করার জন্য আপনার আশেপাশে ঘুরবে বেশ কিছু রোবট। এখানেই কিন্তু শেষ নয়।

রোবট কুকুরটির সঙ্গে পরিচয় করুন…

প্রচুর সংখ্যক মানুষ রুপি রোবটের মাঝে আপনার নজর কাড়তে বাধ্য একটি কৃত্রিম কুকুর। আশেপাশে লেজ নাড়িয়ে ঘুরে বেরাবে। তাকে এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে সে দৌড়তে পারে। এমনকি লাফালে, দৌড়লে তার মধ্যে শক্তি উৎপন্ন হয়। ফলে এশিয়ান গেমসের শেষ দিন পর্যন্ত সব রোবটের সঙ্গে তাকে আপনি দেখতে পাবেন।