মেলবোর্ন: পরিবেশের আচমকা বদল আর তার সঙ্গে পরস্পর বিরোধী তথ্যই দায়ী নোভাক জকোভিচ ইস্যুর। এই যুগপত্ ঘটনার জেরেই অস্ট্রেলিয়া ঢোকার ভিসা বাতিল করা হয়েছে বিশ্বের এক নম্বর টেনিস তারকা জোকারের। এমনই দাবি করছেন অস্ট্রেলিয়ান ওপেনের চিফ ক্রেগ টাইলি। প্রতিষেধক না নেওয়ার কারণেই দেশে ঢুকতে পারেননি জকোভিচ, সেই দায় নিতে অস্বীকার করেছেন তিনি। সেই সঙ্গে জানিয়ে রেখেছেন, প্লেয়াররা যাতে এই দেশে নির্বিঘ্নে ঢুকতে পারেন, তার জন্য অস্ট্রেলিয়ান টেনিস সংস্থা বেশ কয়েক মাস কথা চালাচ্ছেন সরকারের সঙ্গে।
টাইলির কথায়, ‘আমরা কারও উপরেই দায় চাপাতে রাজি নই। এটুকু বলতে পারি, পরস্পর বিরোধী তথ্য আমরা শুরু থেকে পাচ্ছি। সেই কারণে প্রতি সপ্তাহে আমরা গৃহমন্ত্রকের সঙ্গে কথা বলেছি। সরকারের সব দপ্তরের সঙ্গে কথা চালিয়েছি, যাতে সঠিক পথে হাঁটতে পারি। পরিবেশের ব্যাপক বদলের কারণেই পরস্পর বিরোধী এবং ঘনঘন নির্দেশিকা বদলের মতো পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে।’
এক দিকে টাইলি যেমন অস্ট্রেলিয়ান ওপেনের টুর্নামেন্ট ডিরেক্টর, অন্য দিকে তেমন টেনিস অস্ট্রেলিয়ার সিই। সেই তিনি কিন্তু বলে দিচ্ছেন, জোকারের মতো চিকিত্সকদের ছাড়পত্র নিয়ে যিনি অস্ট্রেলিয়ায় পা দিচ্ছেন, তাঁকে বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করা হয়নি। তাঁর কথায়, ‘বিভিন্ন সময় আমরা যা যা তথ্য হাতে পেয়েছি, তাই জানানো হয়েছে। সরকারের তরফে যারা দায়িত্বে, তারা সব সময় সহযোগিতার জন্য তৈরি থাকে। ডাক্তারদের দুটো প্যানেল যে ছাড়পত্র দিয়েছিল, তা পুরোপুরি বোঝার জন্য আমরা ভিক্টোরিয়ান সরকারের সঙ্গে কাজ করছি।’
জকোভিচের ভিসা বাতিল করার পর এই প্রথম মুখ খুললেন টাইলি। বিশ্বের এক নম্বর টেনিস তারকাকে কেন্দ্র করে আন্তর্জাতিক লড়াই শুরু হয়ে গিয়েছে। সার্বিয়ার তরফে পরিষ্কার হুমকি দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়াও এখনও পর্যন্ত নমনীয় নয়। এই পরিস্থিতিতে জোকার অস্ট্রেলিয়ান ওপেন খেলতে পারবেন কিনা, তা কেউ জানে না। ভিসা বাতিলের বিরুদ্ধে জোকারের আইনজীবীরা ফেডেরাল কোর্টে আবেদন করেছেন। তার শুনানি সোমবার।
তার আগে টাইলি কিন্তু বলছেন, ‘যদি আমার কাছে জিজ্ঞেস করা হয়, জকোভিচকে অস্ট্রেলিয়ান ওপেন খেলতে দেখতে চাই কিনা, আমি বলব, হ্যাঁ।’
আরও পড়ুন: ASHES : অবশেষে অ্যাসেজে ড্রয়ের মুখ দেখল ইংল্যান্ড, সিরিজ এখন ৩-০