নয়াদিল্লি: কমনওয়েলথ গেমসের (CWG22) প্রাথমিক স্কোয়াডে ছিলেন। কিন্তু প্রশাসকদের কমিটি বাদ দেয় তাদের। বাদ পড়ার পরিপ্রেক্ষিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন দুই টেবল টেনিস (TT) খেলোয়াড় স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh) এবং মানুষ শাহ। কিন্তু কোর্ট তাদের আবেদন খারিজ করে দিল। দেশের প্রতিনিধিত্ব করার জন্য শুধুমাত্র ম্যাচের স্কোর দেখা হয় না, আরও অনেক বিষয়ই গুরুত্বপূর্ণ। স্বস্তিকাদের পিটিশনের পরিপ্রেক্ষিতে এমনটাই বলা হয়েছে কোর্টের তরফে। ২৮ জুলাই শুরু বার্মিংহাম কমনওয়েলথ গেমস। টেবল টেনিসের দল বাছাই নিয়ে নানা অসন্তোষ সামনে এসেছে। অনেক খেলোয়াড়ই কোর্টের দ্বারস্থ হয়েছেন। সর্বভারতীয় টিটি ফেডারেশন প্রাথমিক দলে যাদের নাম রেখেছিলেন, প্রশাসকদের কমিটি অনেককেই বাদ দিয়েছে। তারই পরিপ্রেক্ষিতে স্বস্তিকারা কোর্টে আবেদন করেছিলেন, তাদের নাম যোগ করার জন্য টিটি ফেডারেশনকে যেন নির্দেশ দেওয়া হয়। বাংলার মেয়ে স্বস্তিকা মুম্বাইতে থাকেন। বিরাট কোহলি ফাউন্ডেশনের অংশ তিনি।
কোর্টের তরফে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে কোনও সংস্থা দল বাছাইয়ের জন্য নানা দিক দেখে। মানসিক, শারীরীকভাবে খেলোয়াড় কোন অবস্থায় রয়েছে, তাঁর মধ্যে দক্ষতার বিষয়ে কোনও সন্দেহ রয়েছে কী না, সে সব বিষয়ও নজরে রাখা হয়। প্রশাসকদের কমিটি ‘সুপার সিলেক্টর’ হিসেবে যে স্কোয়াড বেছে নিয়েছে, কোনওভাবেই তা বদলানো যাবে না। বিচারপতি দীনেশ কুমার বলেন, ‘দেশকে প্রতিনিধিত্ব করা, আন্তর্জাতিক মঞ্চে পারফর্ম করার জন্য একজন খেলোয়াড়কে শারীরীক দক্ষতার পাশাপাশি মানসিকভাবেও দারুণ অবস্থায় থাকা উচিত। তাদের মনে কোনওরকম অনিশ্চয়তা থাকা যাবে না। প্রস্তুতি এবং পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে। সে কারণেই এই পিটিশনের কোনও প্রয়োজনীয়তা খুঁজে পাচ্ছি না। এই পিটিশন সহ বাকি সমস্ত সমস্ত পিটিশন খারিজ করা হল। দেশের প্রতিনিধিত্ব করার জন্য যে স্কোয়াড বেছে নেওয়া হয়েছে, দল নির্বাচন এবং বিশেষজ্ঞদের কমিটির সিদ্ধান্তকে সমর্থন জানায় কোর্ট। ব্যক্তিগত পারফরম্যান্সের নিরিখে কেউ পিটিশন জমা দিলেই সিদ্ধান্ত বদলানো হবে, বিষয়টা এত সহজলভ্য না হওয়াই শ্রেয়। এ ক্ষেত্রেও প্রশাসকদের কমিটি যে বিষয়গুলি মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে হস্তক্ষেপ করবে না কোর্ট।‘ আরও বলা হয়, কোর্ট এবং বিচারব্যবস্থা ক্রীড়াক্ষেত্রে শুধুমাত্র সে সব বিষয়েই নাক গলাবে যেখানে কোনও গুরুতর অভিযোগ এবং অবিশ্বাসের পরিস্থিতি তৈরি হবে।