AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

US Open 2021: ফ্লাশিং মিডোর জোকারকে হারিয়ে বদলা চান মেদভেদেভ

আসলে ফাইনালটা উপভোগ করতে চান রাশিয়ান টেনিস প্লেয়ার।

US Open 2021: ফ্লাশিং মিডোর জোকারকে হারিয়ে বদলা চান মেদভেদেভ
US Open 2021: ফ্লাশিং মিডোর জোকারকে হারিয়ে বদলা চান (সৌজন্যে-ইউএস ওপেন ওয়েবসাইট)মেদভেদেভ
| Edited By: | Updated on: Sep 11, 2021 | 2:25 PM
Share

নিউ ইয়র্ক: ২০১৯ সালে প্রথম বার ফ্লাশিং মিডোয় ফাইনালে উঠেছিলেন। কিন্তু রাফায়েল নাদালের (Rafael Nadal) কাছে হেরে গিয়েছিলেন তিনি। সেই অতীত এ বার ভুলতে চান দানিল মেদভেদেভ (Daniil Medvedev)। নোভাক জকোভিচের (Novak Djokovic) বিরুদ্ধে ফাইনালে নামবেন রাশিয়ান টেনিস তারকা। জোকার জোড়া রেকর্ডের মুখে দাঁড়িয়ে আছেন। সার্বিয়ান প্লেয়ার যে আগ্রাসী হয়ে উঠবেন ফাইনালে জেতার জন্য, খুব ভালো করে জানেন। তবু, মেদভেদেভ তৃপ্ত, ফাইনালে ওঠার জন্য।

সেমিফাইনালে ফেলিক্স আগুয়ের-আলিসিমকে হারিয়ে ফাইনালে ওঠার পর মেদভেদেভ বলেছেন, ‘ফাইনালে ওঠায় আমি সত্যিই উচ্ছ্বসিত। তবে ২০১৯ সালের মতো জিততেই হবে, এমন মানসিকতা নিয়ে ফাইনালে নামব না।’

আসলে ফাইনালটা উপভোগ করতে চান রাশিয়ান টেনিস প্লেয়ার। ২০১৯ সালে তাঁর ইউএস ওপেন যাত্রা ছিল অনেক বেশি কঠিন। স্তান ওয়ারিঙ্কাকে হারিয়ে যে কারণে কেঁদে ফেলেছিলেন। আবেগে ভেসে গিয়েছিলেন যেমন, তেমনই বিতর্ক জড়িয়েছিলেন, বলবয়কে উপর তোয়ালে ছুড়ে মেরেছিলেন, দর্শকদের উদ্দেশে অশ্লীল অঙ্গভঙ্গী করেছিলেন। তার পর দর্শকদের চোখে অনেকটাই ভিলেন হয়ে গিয়েছিলেন তিনি। ক্ষমাও চাইতে হয়েছিল তাঁকে।

সেই মেদভেদেভ অনেক পাল্টে গিয়েছেন। আগের মতো আর আবেগে পড়ে নানা কাণ্ড ঘটিয়ে বসেন না। বরং নিজের আবেগ সংযত রাখতে শিখে গিয়েছেন। যা নিয়ে মেদভেদেভ বলছেন, ‘দু’বছর আগের মতো এ বার আর আমাকে নিয়ে নতুন কোনও গল্প নেই। এটা নিশ্চিত ভাবেই একটা ভালো দিক।’

চলতি বছরেই নোভাক জকোভিচের মুখে পড়েছিলেন অস্ট্রেলিয়ান ওপেনে। ওই ফাইনালে জিততে পারেননি রাশিয়ান। ২৫ বছরের টেনিস তারকা এ বার কি বদলা নেওয়ার জন্য নামবেন? এখনও পেশাদার টেনিস একটা গ্র্যান্ড স্লাম না জেতা মেদভেদেভ বলছেন, ‘যত বেশি হারবেন আপনি, তত বেশি জিততে চাইবেন। যত বেশি হারবেন আপনি, তত বেশি আকাঙ্খা তৈরি হবে আপনার মধ্যে। এই সহজ ব্যাপারটাই চলছে আমার মধ্যে। এর আগে দুটো ফাইনাল আমি হেরেছি। তৃতীয় ফাইনালটা কিন্তু জেতার জন্যই নামব।’

আরও পড়ুন: US Open 2021: জকোভিচ আর ক্যালেন্ডার স্লামের মাঝে দূরত্ব এক ম্যাচ