Bangla News Sports Other sports From Saina Nehwal Parupalli Kashyap to Geeta Phogat Pawan Sehrawat know the power couples who win CGW medals fro India
CWG 2022: কমনওয়েলথে ভারতকে পদক এনে দেওয়া ৫ দম্পতি, দেখুন ছবিতে
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Jul 29, 2022 | 8:00 AM
ক্রীড়াক্ষেত্রে এমন অনেক ভারতীয় দম্পতি রয়েছেন যাঁরা দেশের হয়ে অনেক পদক জিতেছেন। আমরা যদি কমনওয়েলথ গেমসের কথা বলি, তা হলে এই মাল্টি স্পোর্টস ইভেন্টেও ভারতের অনেক দম্পতি রয়েছেন যাঁরা পদক জিতে দেশকে গর্বিত করেছেন। ছবিতে দেখে নিন তেমনই ৫ দম্পতিদের...
1 / 6
ক্রীড়াক্ষেত্রে এমন অনেক ভারতীয় দম্পতি রয়েছেন যাঁরা দেশের হয়ে অনেক পদক জিতেছেন। আমরা যদি কমনওয়েলথ গেমসের কথা বলি, তা হলে এই মাল্টি স্পোর্টস ইভেন্টেও ভারতের অনেক দম্পতি রয়েছেন যাঁরা পদক জিতে দেশকে গর্বিত করেছেন।
2 / 6
সাইনা নেহওয়াল ও পারুপল্লি কাশ্যপ - এই দম্পতিকে ব্যাডমিন্টন বিশ্বের শক্তিশালী দম্পতি বলে মনে করা হয়। কমনওয়েলথ গেমস থেকে মোট ৫টি পদক পেয়েছেন সাইনা। ২০০৬ সালে মেলবোর্নে মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ, ২০১০ সালে নয়াদিল্লিতে মিক্সড টিম ইভেন্টে রুপো। এ ছাড়া ২০১০ সালে নয়াদিল্লিতে মহিলাদের সিঙ্গলসে সোনা ও ২০১৮ সালেও মহিলাদের সিঙ্গলসে সোনা জিতেছিলেন সাইনা। পাশাপাশি ২০১৮ সালে মিক্সড টিম ইভেন্টেও সোনা জিতেছিলেন তিনি। অন্যদিকে সাইনার স্বামী পারুপল্লি ৩টি পদক পেয়েছেন কমনওয়েলথ থেকে। ২০১০ সালে পুরুষদের সিঙ্গলসে ব্রোঞ্জ পেয়েছিলেন তিনি। ২০১০ সালেই মিক্সড টিম ইভেন্টে রুপো পেয়েছিলেন তিনি। এবং ২০১৪ সালে গ্লাসগোতে পুরুষদের সিঙ্গলসে সোনা জিতেছিলেন পারুপল্লি।
3 / 6
হিনা সিধু ও রৌনক পন্ডিত - ভারতের তারকা পিস্তল শুটার হিনা সিধু কমনওয়েলথ গেমসে চারটি পদক জিতেছেন। ২০১০ সালে তিনি ১০ মিটার এয়ার পিস্তল জোড়ায় সোনা জিতেছিলেন এবং একক বিভাগে রুপোর পদক পেয়েছিলেন। পাশাপাশি, ২০১৮ সালে গোল্ড কোস্টে তিনি ২৫ মিটার পিস্তলে সোনা জিতেছিলেন। এবং গোল্ড কোস্টেই ১০ মিটার এয়ার পিস্তলে রুপো পেয়েছিলেন। পাশাপাশি তাঁর স্বামী এবং বর্তমানে জাতীয় দলের কোচ রৌনক পন্ডিত ২০০৬ সালের কমনওয়েলথ গেমসে পুরুষদের ২৫ মিটার পিস্তল জোড়ায় সোনার পদক জিতেছিলেন।
4 / 6
গীতা ফোগত ও পবন কুমার - ভারতীয় তারকা কুস্তিগির গীতা ফোগত ২০১৬ সালে কুস্তিগির পবন কুমারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই দম্পতিও কমনওয়েলথ গেমস থেকে দেশকে পদক এনে দিয়েছেন। ২০১০ সালে দিল্লিতে ৫৫ কেজি বিভাগে সোনা জিতেছিলেন গীতা। ২০১৪ সালে গ্লাসগো কমনওয়েলথে ৮৬ কেজি বিভাগে ব্রোঞ্জ পেয়েছিলেন পবন কুমার।
5 / 6
সাক্ষী মালিক ও সত্যওয়ার্ত কাদিয়ান - ভারতের এই কুস্তিগির দম্পতিও কমনওয়েলথের আসর থেকে দেশকে পদক এনে দিয়েছেন। ২০১৪ সালে গ্লাসগোতে ৫৮ কেজি বিভাগে রুপো পেয়েছিলেন সাক্ষী। এবং ২০১৮ সালে গোল্ড কোস্টে ৬২ কেজি বিভাগে ব্রোঞ্জ পেয়েছিলেন সাক্ষী। তাঁর স্বামী সত্যওয়ার্ত ২০১৪ সালের কমনওয়েলথে ৯৭ কেজি বিভাগে রুপো পেয়েছিলেন।
6 / 6
গুরবিন্দর সিং চণ্ডী ও মনজিৎ কৌর - এই দম্পতিও কমনওয়েলথ গেমস থেকে ভারতকে পদক এনে দিয়েছেন। ভারতীয় হকি তারকা গুরবিন্দর সিং ভারতীয় পুরুষ হকি দলের অংশ ছিলেন যাঁরা ২০১০ এবং ২০১৪ সালে রুপো পেয়েছিল। কমনওয়েলথ গেমসে দুটি পদক জিতেছেন মনজিৎ। ৪x৪০০0 মিটার রিলেতে, তিনি ২০০৬ সালে রুপো এবং ২০১০ সালে সোনা জিতেছিলেন।