মেক্সিকো: কেরিয়ারের তো বটেই, প্রথম কোনও স্প্যানিশ টেনিস তারকা হিসেবে ডব্লিউটিএ ফাইনালস (WTA Finals) খেতাব জিতলেন গার্বিন মুগুরুজা (Garbine Muguruza)। ২৮ বছরের প্লেয়ার ৬-৩, ৭-৫ হারালেন অ্যানেত কোন্তাভিয়েতকে (Anett Kontaveit)। মেক্সিকোতে মুগুরুজার ট্র্যাকরেকর্ড বরাবরই ভালো। মন্টেরেরি ওপেন জিতেছেন পর পর দু’বার। তিনি নিজেও যে কারণে মেক্সিকো পছন্দ করেন। সেখানেই সাফল্য ডব্লিউটিএ ফাইনালসের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন।
The first Spaniard to win the @WTAFinals ?
?? @GarbiMuguruza cruises to victory in straight-sets over Kontaveit to claim the #AKRONWTAFinals trophy ? pic.twitter.com/0VNofMRosv
— wta (@WTA) November 18, 2021
টুর্নামেন্ট শুরু আগে মেক্সিকো থেকে ৬০ কিমি দূরের ছোট্ট শহর টাকিলাতে বেড়াতে গিয়েছিলেন। যাতে ডব্লিউটিএ ফাইনালসে নামার আগে এনার্জি পেয়ে যান। তাই যে হয়েছে, কোনও সন্দেহ নেই। যা নিয়ে বলেওছেন, ‘আমি টাকিলা গিয়েছিলাম। ওখানে গিয়ে বিখ্যাত পানীয় টেস্টও করেছিলাম। যাতে সব টেনশন থেকে বেরিয়ে আসতে পারি।’
বিশ্বের প্রাক্তন এক নম্বর টেনিস তারকা ২০১৫ সালে ডব্লিউটিএ ফাইনালসের সেমিতে উঠেছিলেন। সেরেনা উইলিয়ামসের (Serena Williams) পরই সবচেয়ে বেশি বয়সে এই টুর্নামেন্ট জিতলেন। মরসুমে শেষ টুর্নামেন্টে জেতার জন্য তিন নম্বরে শেষ করলেন মুগুরুজা। ২০১৭ সালের পর এত ভালো পারফর্ম করলেন তিনি। মুগুরুজা বলেছেন, ‘আমি আমার টিমকে বলেছিলাম, এটা মেক্সিকো। এর থেকে বড় মোটিভেশন আর কী হতে পারে! আমাদের যে হোক চ্যাম্পিয়ন হতেই হবে।’
মেক্সিকোতে খেলার কারণেই শুরু থেকে সমর্থকদের পাশে পেয়েছিলেন মুগুরুজা। তাঁর কথায়, ‘আমার ম্যানেজার অলিভার বলেছিল, মুগুরুজা তুমি দারুণ ভাবে জনসমর্থন পাচ্ছো। সমর্থকরাই তোমার মধ্যে এনার্জি ভরে দিচ্ছে। এটাকে আরও বেশি করে কাজে লাগাও। আমার কাছে এটা একটা বড় শিক্ষা ছিল। গ্যালারির কাছ থেকে পাওয়া এনার্জি নিজের খেলায় আরও বেশি করে ব্যবহার করা।’
আরও পড়ুন: India vs New Zealand: ক্যাচ ফেলে স্ত্রীর জন্মদিনের উপহার দিল বোল্ট: সূর্যকুমার