Manika Batra: তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিল্লি আদালতের

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Sep 23, 2021 | 6:10 PM

নয়াদিল্লি: মণিকা বাত্রার (Manika Batra) আবেদনে আগেই সাড়া দিয়েছিল দিল্লি আদালত। বিষয়টিতে হস্তক্ষেপ করার জন্য কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রককে তদন্ত কমিটি গঠন করতে বলল দিল্লি আদালত (Delhi High Court)। শুক্রবারের শুনানিতে এমনই নির্দেশ দিলেন বিচারক রেখা পাটিল (Rekha Patil)। জাতীয় কোচিং ক্যাম্পের শিবিরে অংশ না নেওয়ায় মণিকা বাত্রাকে আসন্ন এশিয়ান চ্যাম্পিয়নশিপ (Asian Championship) থেকে বাদ দেয় ভারতের […]

Manika Batra: তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিল্লি আদালতের
মণিকা বাত্রা। ছবি: টুইটার

Follow Us

নয়াদিল্লি: মণিকা বাত্রার (Manika Batra) আবেদনে আগেই সাড়া দিয়েছিল দিল্লি আদালত। বিষয়টিতে হস্তক্ষেপ করার জন্য কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রককে তদন্ত কমিটি গঠন করতে বলল দিল্লি আদালত (Delhi High Court)। শুক্রবারের শুনানিতে এমনই নির্দেশ দিলেন বিচারক রেখা পাটিল (Rekha Patil)।

জাতীয় কোচিং ক্যাম্পের শিবিরে অংশ না নেওয়ায় মণিকা বাত্রাকে আসন্ন এশিয়ান চ্যাম্পিয়নশিপ (Asian Championship) থেকে বাদ দেয় ভারতের টেবিল টেনিস ফেডারেশন। টিটিএফআইয়ের (TTFI) কাছে আবেদনেও সাড়া পাননি মণিকা। এরপরই তিনি আদালতের দ্বারস্থ হন। টিটিএফআইয়ের বিরুদ্ধে আদালতে মামলা করেন। দিন চারেক আগেই মণিকার আবেদনে সাড়া দিয়েছিল দিল্লি আদালত। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রককে এই বিষয়টিতে হস্তক্ষেপ করার কথাও বলে আদালত। এ দিনের শুনানিতে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রককে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিলেন বিচারক রেখা পাটিল। বিচারক বলেন, ‘এই ঘটনা সত্যিই অবাক করার মতো। এই অভিযোগ খতিয়ে দেখতে কেন্দ্রকে তদন্ত কমিটি গঠনের প্রস্তাব দিচ্ছি। সেই কমিটির উত্তর পাওয়ার পরই পরবর্তী শুনানি হবে।’

মণিকা বাত্রা কয়েক দিন আগেই জাতীয় কোচ সৌম্যদীপ রায়ের (Soumyadip Roy) বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ এনেছিলেন। অলিম্পিকে সুতীর্থা মুখোপাধ্যায়কে সুযোগ করে দেওয়ার জন্য মণিকাকে ম্যাচ ছাড়তে বলেছিলেন সৌম্যদীপ। এই অভিযোগের পরই তোলপাড় হয়ে যায় ভারতীয় টেবিল টেনিস মহল। আসরে নামে টিটিএফআইও। কিন্তু তাতে লাভের লাভ কিছু হয়নি। ২৮ সেপ্টেম্বর থেকে শুরু এশিয়ান চ্যাম্পিয়নশিপ। এরপর রয়েছে আন্তর্জাতিক স্তরের আরও অনেক টুর্নামেন্ট। মণিকাকে কেন এশিয়ান চ্যাম্পিয়নশিপ থেকে বাদ দেওয়া হয়েছে তা জানতে চেয়েছে আদালতও। এখন দেখার এই ঘটনার জল কোথায় গিয়ে দাঁড়ায়!

 

আরও পড়ুন: Serie-A: প্রথম জয়ের দেখা পেল জুভেন্টাস

Next Article