Asian Games 2023, Hockey: এশিয়া সেরা, সোনাজয়ী হরমনপ্রীত-অভিষেকদের ৫ লক্ষ করে টাকা দিচ্ছে FIH

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 06, 2023 | 11:27 PM

Hockey: এক-দুই কিংবা ১০-২০ নয় এ বারের হানঝাউ গেমসে মোট ৬৮টি গোল করেছে হরমনপ্রীত সিংয়ের নেতৃত্বাধীন ভারত। এই নিয়ে চতুর্থবার এশিয়ান গেমস জিতল ভারত। জাপানকে আজ ৫-১ গোলে হারিয়ে এশিয়ান গেমসে সোনা জিতেছে ভারতীয় পুরুষ টিম।

Asian Games 2023, Hockey: এশিয়া সেরা, সোনাজয়ী হরমনপ্রীত-অভিষেকদের ৫ লক্ষ করে টাকা দিচ্ছে FIH
Asian Games 2023, Hockey: এশিয়া সেরা, সোনাজয়ী হরমনপ্রীত-অভিষেকদের ৫ লক্ষ করে টাকা দিচ্ছে FIH
Image Credit source: Hockey India Twitter

Follow Us

হানঝাউ: ভারতীয় পুরুষ হকি দল (India Men’s Hockey Team) ফের এক বার এশিয়ার সেরা। হানঝাউ গেমসে সোনায় মোড়ানো পারফরম্যান্সের সুবাদে চতুর্থ বার এশিয়াড খেতাব জিতল ভারতের পুরুষ হকি (Hockey) টিম। ১৯তম এশিয়ান গেমসে পুরুষদের হকির ফাইনালে জাপানকে ৫-১ গোলে হারিয়ে সোনা জিতেছেন হরমনপ্রীত সিং, ললিত উপাধ্যায়রা। এ বারের এশিয়ান গেমসে (Asian Games 2023) এক-দুই কিংবা ১০-২০ নয়, মোট ৬৮টি গোল করেছে হরমনপ্রীত সিংয়ের নেতৃত্বাধীন ভারত। এশিয়া সেরা হওয়ার সুবাদে ভারতীয় পুরুষ হকি দলকে এ বার বিরাট আর্থিক পুরস্কার দিতে চলেছে ভারতীয় হকি ফেডারেশন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

এশিয়া সেরা হওয়ার সুবাদে ভারতীয় পুরুষ হকি দলের সকল সদস্যকে ৫ লক্ষ টাকা করে আর্থির পুরস্কার দেওয়ার কথা জানিয়েছে ভারতীয় হকি ফেডারেশন। অবশ্য শুধু ভারতীয় টিমের হকি প্লেয়ারদেরই আর্থিক পুরস্কার দিচ্ছে না FIH, দলের প্রত্যেক সাপোর্ট স্টাফদেরও ২.৫ লক্ষ টাকা করে দেওয়া হবে। জাপানকে হারিয়ে চতুর্থ বার এশিয়ান গেমস খেতাব জয়ের দিনই ভারতীয় হকি ফেডারেশনের পক্ষ থেকে এই আর্থিক পুরস্কারের কথা ঘোষণা করা হয়েছে।

এশিয়ান গেমসের ফাইনালে ভারতীয় পুরুষ হকি টিম এক ঢিলে দুই পাখি মেরেছে। কারণ, একদিকে জাপানকে হারিয়ে সোনা জিতেছেন হরমনপ্রীত-অভিষেকরা। পাশাপাশি এই সোনা জয়ের ফলে প্যারিস অলিম্পিকে খেলার টিকিট পেয়ে গিয়েছে ভারতীয় পুরুষ হকি টিম।

উল্লেখ্য, ১৯৬৬, ১৯৯৮ ও ২০১৪ সালের এশিয়ান গেমসে এর আগে সোনা জিতেছিল ভারতীয় পুরুষ হকি দল। এ ছাড়া ৯ বার এশিয়াডে রানার্স হয়েছিল ভারতীয় হকি টিম। ২০১৮ জাকার্তা গেমসে ব্রোঞ্জ পেয়েছিল ভারত।

Next Article