Indonesia Open: ৪০ মিনিটেই চিনা শাটলারের কাছে আটকে গেলেন প্রণয়

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jun 18, 2022 | 10:17 PM

এ বারের মতো ইন্দোনেশিয়া ওপেন (Indonesia Open) সফর শেষ হয়ে গেল ভারতীয় তারকা শাটলার এইচ এস প্রণয়ের (HS Prannoy)।

Indonesia Open: ৪০ মিনিটেই চিনা শাটলারের কাছে আটকে গেলেন প্রণয়
৪০ মিনিটেই চিনা শাটলারের কাছে আটকে গেলেন প্রণয়
Image Credit source: Twitter

Follow Us

জাকার্তা: এ বারের মতো ইন্দোনেশিয়া ওপেন (Indonesia Open) সফর শেষ হয়ে গেল ভারতীয় তারকা শাটলার এইচ এস প্রণয়ের (HS Prannoy)। আজ, শনিবার সেমিফাইনালে চিনা প্রতিপক্ষ ঝাও জুন পেংয়ের (Zhao Jun Peng) মুখে নেমেছিলেন প্রণয়। পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনাল (Semi Final) থেকে বিদায় নিতে হল প্রণয়কে। এ দিন স্ট্রেট গেমে প্রণয়কে হারিয়ে দিলেন ঝাও জুন পেং।

অভিজ্ঞ ভারতীয় শাটলার প্রণয় ম্যাচের শুরু থেকেই ঝাও জুন পেংয়ের বিরুদ্ধে অস্বস্তিতে ছিলেন। প্রথম গেমটা ঝাও জেতেন ২১-১৬ পয়েন্টে। দ্বিতীয় গেমের শুরুতে ফের পিছিয়ে পড়েন প্রণয়। তবে ম্যাচে ফেরার চেষ্টা করেছিলেন। কিন্তু ঝাও প্রণয়কে কোনও সুযোগই দেননি। যার ফলে দ্বিতীয় গেমটাও ২১-১৫ ব্যবধানে জেতেন চিনা শাটলার ঝাও।

ব়্যাঙ্কিংয়ে ২৩ নম্বরে থাকা প্রণয় ইন্দোনেশিয়া ওপেনের সেমিফাইনালে হেরে গেলেন তাঁর থেকে ব়্যাঙ্কিংয়ে অনেকটা পিছিয়ে থাকা (৩৫ নম্বরে) ঝাও জুন পেংয়ের কাছে। তবে প্রণয় এর আগে কোয়ার্টার ফাইনালে ডেনমার্কের রাসমুস গেমকেকে স্ট্রেট গেমে হারিয়ে সেমিতে পৌঁছেছিলেন। তবে শেষ চারের লড়াইটা মধুর হল না প্রণয়ের জন্য। ঝাওয়ের সঙ্গে এটাই ছিল তাঁর প্রথম সাক্ষাৎ।

অপর সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল বিশ্বের এক নম্বর তারকা ভিক্টর অ্যাক্সেলসন ও মালেশিয়ার লি জি জিয়া। সেই ম্যাচে ১৯-২১, ২১-১১, ২৩-২১ ব্যবধানে জেতেন ভিক্টর। ১ ঘণ্টা ১০ মিনিট ধরে চলে ভিক্টর ও লি জি জিয়ার লড়াই। এ বার ইন্দোনেশিয়া ওপেনের ফাইনালে বিশ্বের এক নম্বর শাটলার ভিক্টরের মুখোমুখি হবেন প্রণয়কে সেমিতে আটকে দেওয়া চিনা শাটলার ঝাও জুন পেং।

এ বারের ইন্দোনেশিয়া ওপেনে ভারতের সেরা তারকাদের প্রায় সকলেই ব্যর্থ হলেন। পিভি সিন্ধু, কিদাম্বি শ্রীকান্ত, লক্ষ্য সেন প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছিলেন। সব আশা ছিল চলতি বছরের থমাস কাপে ভারতকে জেতানো এইচ এস প্রণয়ের দিকে। কিন্তু সেমিফাইনালের কাঁটা টপকে ফাইনালের মঞ্চে পৌঁছনো হল না প্রণয়ের।

Next Article