FIH Hockey Pro League: ফ্রান্সকে ৫-০ হারিয়ে প্রো লিগ শুরু মনপ্রীতদের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Feb 09, 2022 | 4:16 PM

ফ্রান্সকে ৫-০ হারিয়ে হকি প্রো লিগে (FIH Hockey Pro League) যাত্রা শুরু করল মনপ্রীত সিংয়ের টিম। সবচেয়ে স্বস্তিদায়ক যেটা, পেনাল্টি কর্নার নষ্ট করার ধারাবাহিকতা দেখা যায়, সেখান থেকে কিছুটা হলেও বেরিয়ে এল ভারতীয় হকি টিম। প্রথম দুটো গোলই এল পি-সি থেকে।

Follow Us

সেঞ্চুরিয়ন: অলিম্পিকের (Olympics) ছন্দ কি ফিরে পাচ্ছে ভারতীয় টিম? তাই-ই মনে হচ্ছে। ফ্রান্সকে ৫-০ হারিয়ে হকি প্রো লিগে (FIH Hockey Pro League) যাত্রা শুরু করল মনপ্রীত সিংয়ের টিম। সবচেয়ে স্বস্তিদায়ক যেটা, পেনাল্টি কর্নার নষ্ট করার ধারাবাহিকতা দেখা যায়, সেখান থেকে কিছুটা হলেও বেরিয়ে এল ভারতীয় হকি টিম। প্রথম দুটো গোলই এল পি-সি থেকে। ভারতের পরের ম্যাচ আয়োজক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।

প্রথম কোয়ার্টারে কিছুটা হলেও লড়াই করেছিল ফ্রান্স। কিন্তু দ্বিতীয় কোয়ার্টার থেকে আর গ্রাহম রিডের ছেলেদের থামাতে পারেননি ফরাসি প্লেয়াররা। ২১ মিনিটে পি-সি থেকে প্রথম গোল হরমনপ্রীতের। ২৪ মিনিটে আবার পেনাল্টি কর্নার থেকে গোল করেন বরমণ কুমার। ২-০ করার পর ছন্দে পেয়ে যায় ভারত। মাঝমাঠ এ দিন খুব ভালো পারফর্ম করেছে। অভিষেকের পাস থেকে সামশের সিংয়ের তৃতীয় গোল। বিরতির পরই আবার মনদীপ সিংয়ের গোল থেকে ৪-০ করে ফেলে ভারত। ক্যাপ্টেন মনপ্রীত সিংয়ের পাস থেকে। দেশের হয়ে ২০০তম ম্যাচ খেলতে নামা আকাশদীপ সিং করেছেন পঞ্চম গোল। পুরো ম্যাচে ভারত বিধ্বংসী হকি খেলেছে।

সব দিক থেকে চলতি বছর হকির কাছে খুব গুরুত্বপূর্ণ। কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমসের মতো দুটো বড় ইভেন্ট রয়েছে। এশিয়ান গেমসে যদি ভারত সোনা জিততে পারে, তা হলে ২০২৪ সালের প্যারিস অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করে ফেলতে পারবেন মনপ্রীতরা। কোচ গ্রাহাম রিডও তাই চাইছেন। যাতে অনেক আগে থেকে অলিম্পিকের জন্য পরিকল্পনা তৈরি করতে পারেন।

ফ্রান্স ম্যাচে সব মিলিয়ে গোলমুখী ২২টা শট নিয়েছেন ভারতীয় হকি প্লেয়াররা। বিপক্ষের বক্সে ৩৪বার ঢুকেছেন মনপ্রীতরা। এই ছন্দটাই বাকি ম্যাচগুলোতেও ধরে রাখতে চাইছেন রিড।

আরও পড়ুন: India vs West Indies Live Score, 2nd ODI 2022: সূর্যকুমার যাদবের হাফসেঞ্চুরি, চার উইকেট হারিয়ে ফেলেছে টিম ইন্ডিয়া

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা

সেঞ্চুরিয়ন: অলিম্পিকের (Olympics) ছন্দ কি ফিরে পাচ্ছে ভারতীয় টিম? তাই-ই মনে হচ্ছে। ফ্রান্সকে ৫-০ হারিয়ে হকি প্রো লিগে (FIH Hockey Pro League) যাত্রা শুরু করল মনপ্রীত সিংয়ের টিম। সবচেয়ে স্বস্তিদায়ক যেটা, পেনাল্টি কর্নার নষ্ট করার ধারাবাহিকতা দেখা যায়, সেখান থেকে কিছুটা হলেও বেরিয়ে এল ভারতীয় হকি টিম। প্রথম দুটো গোলই এল পি-সি থেকে। ভারতের পরের ম্যাচ আয়োজক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।

প্রথম কোয়ার্টারে কিছুটা হলেও লড়াই করেছিল ফ্রান্স। কিন্তু দ্বিতীয় কোয়ার্টার থেকে আর গ্রাহম রিডের ছেলেদের থামাতে পারেননি ফরাসি প্লেয়াররা। ২১ মিনিটে পি-সি থেকে প্রথম গোল হরমনপ্রীতের। ২৪ মিনিটে আবার পেনাল্টি কর্নার থেকে গোল করেন বরমণ কুমার। ২-০ করার পর ছন্দে পেয়ে যায় ভারত। মাঝমাঠ এ দিন খুব ভালো পারফর্ম করেছে। অভিষেকের পাস থেকে সামশের সিংয়ের তৃতীয় গোল। বিরতির পরই আবার মনদীপ সিংয়ের গোল থেকে ৪-০ করে ফেলে ভারত। ক্যাপ্টেন মনপ্রীত সিংয়ের পাস থেকে। দেশের হয়ে ২০০তম ম্যাচ খেলতে নামা আকাশদীপ সিং করেছেন পঞ্চম গোল। পুরো ম্যাচে ভারত বিধ্বংসী হকি খেলেছে।

সব দিক থেকে চলতি বছর হকির কাছে খুব গুরুত্বপূর্ণ। কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমসের মতো দুটো বড় ইভেন্ট রয়েছে। এশিয়ান গেমসে যদি ভারত সোনা জিততে পারে, তা হলে ২০২৪ সালের প্যারিস অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করে ফেলতে পারবেন মনপ্রীতরা। কোচ গ্রাহাম রিডও তাই চাইছেন। যাতে অনেক আগে থেকে অলিম্পিকের জন্য পরিকল্পনা তৈরি করতে পারেন।

ফ্রান্স ম্যাচে সব মিলিয়ে গোলমুখী ২২টা শট নিয়েছেন ভারতীয় হকি প্লেয়াররা। বিপক্ষের বক্সে ৩৪বার ঢুকেছেন মনপ্রীতরা। এই ছন্দটাই বাকি ম্যাচগুলোতেও ধরে রাখতে চাইছেন রিড।

আরও পড়ুন: India vs West Indies Live Score, 2nd ODI 2022: সূর্যকুমার যাদবের হাফসেঞ্চুরি, চার উইকেট হারিয়ে ফেলেছে টিম ইন্ডিয়া

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা

Next Article