ভারত-৩ : পাকিস্তান-১
(হরমনপ্রীত ৮ ও ৫৩, আকাশদীপ ৪২) (জুনেইদ ৪৫)
ঢাকা: সেই হকি ঐতিহ্য অনেক আগেই হারিয়ে ফেলেছে পাকিস্তান (Pakistan)। মনপ্রীত সিং, হরমনপ্রীত সিংদের ভারতীয় টিম যে গ্রিন আর্মির থেকে অনেক শক্তিশালী, তা প্রমাণও হয়ে গেল এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Men’s Asian Champions Trophy)। জুনেইদ মঞ্জুরদের পাকিস্তানকে ৩-১ উড়িয়ে দিল ভারত (India)। জোড়া গোল সহ অধিনায়ক হরমনপ্রীত সিংয়ের। অন্য গোল আকাশদীপ সিংয়ের। পাকিস্তানকে হারানোয় কার্যত সেমিফাইনালে চলে গেল ভারত।
A phenomenal all-round performance earns India the BIG ? over Pakistan ?#IndiaKaGame #HeroACT2021 pic.twitter.com/uxwWQ7Pm9A
— Hockey India (@TheHockeyIndia) December 17, 2021
একঝাঁক সিনিয়র টোকিও অলিম্পিকের পর অবসর নিয়ে নিয়েছেন। বেশ কিছু তরুণ মুখ সুযোগ পেয়েছেন সিনিয়র টিমে। তাঁরাও যে স্বপ্ন দেখাতে পারেন, সেই তাগিদ নিয়েই নামছেন প্রতি ম্যাচে। দক্ষিণ কোরিয়ার কাছে আটকে গেলেও বাংলাদেশকে ৯-০ উড়িয়ে দিয়েছিল ভারত। এ বার পাকিস্তানকেও প্রত্যাশা মতো হারাল গ্রাহাম রিডের টিম।
শুরু থেকেই খেলা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছিল ভারত। অভিজ্ঞতার পাশাপাশি তারুণ্য যে চমত্কার ভারসাম্য এনে দিয়েছে টিমে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। তাই পাকিস্তানকে চাপেই রেখেছিলেন মনপ্রীতরা। ৮ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থেকে ১-০ হরমনপ্রীতের। কোরিয়া ম্যাচে পেনাল্টি নষ্ট করার খেসারত দিতে হয়েছিল। সেই ম্যাচ থেকে যে শিক্ষা নিয়েছেন ভারতীয় হকি প্লেয়াররা, পাক ম্যাচে তাও বোঝা গেল। ৪২ মিনিটে আবার ভারতীয় টিমে ফেরা আকাশদীপ সিং ২-০ করেন। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে এটা তাঁর দ্বিতীয় গোল। ধীরে ধীরে তিনি ছন্দে ফিরছেন।
গত এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছিল ভারত ও পাকিস্তান। কিন্তু তারপর অনেক কিছুই পাল্টে গিয়েছে। পাক হকি টিম অনেকটা পিছিয়েও পড়েছে। ২-০ করার কিছুক্ষণের মধ্যেই অবশ্য লড়াইয়ে ফেরার চেষ্টা করেছিল পাকিস্তান টিম। আব্দুল রানার পাস থেকে জুনেইদ মঞ্জরের গোলে ১-২ করে। কিন্তু চাপ কখনও কমায়নি ভারত। শেষ কোয়ার্টারে আবার পেনাল্টি কর্নার থেকে ৩-১ হরমনপ্রীতের।
আরও পড়ুন: Men’s Asian Champions Trophy 2021: বাংলাদেশ ৯ গোল দিয়ে পাক ম্যাচের প্রস্তুতি মনপ্রীতদের