Ind vs Pak : ভুল শুধরে পাক-বধের পরিকল্পনা করছেন ভারতের ক্যাপ্টেন হরমনপ্রীত

পাকিস্তান ম্যাচের আগে খানিকটা হলেও দুচিন্তায় রয়েছে হরমনপ্রীত সিংয়ের টিম। বুধবার পাকিস্তানের বিরুদ্ধে ম্য়াচ (India vs Pakistan)। এই ম্যাচ ঘিরেই যত আগ্রহ হকি প্রেমীদের।

Ind vs Pak : ভুল শুধরে পাক-বধের পরিকল্পনা করছেন ভারতের ক্যাপ্টেন হরমনপ্রীত
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 09, 2023 | 7:00 AM

চেন্নাই: পেনাল্টি কর্নার এখন সবচেয়ে চিন্তার বিষয় ভারতীয় হকি টিমের। প্রতি ম্যাচে প্রচুর পি-সি পাওয়া সত্ত্বেও কাজে লাগাতে পারছেন না ভারতীয় প্লেয়াররা। যা কোচকেও চিন্তায় ফেলে দিয়েছে। যদিও গত বারের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি (Asian Champions Trophy 2023) চ্যাম্পিয়ন কোরিয়ার বিরুদ্ধে অনেকটাই ত্রুটিমুক্ত হয়েছে ভারত। তবু পাকিস্তান ম্যাচের আগে খানিকটা হলেও দুচিন্তায় রয়েছে হরমনপ্রীত সিংয়ের টিম। বুধবার পাকিস্তানের বিরুদ্ধে ম্য়াচ (India vs Pakistan)। এই ম্যাচ ঘিরেই যত আগ্রহ হকি প্রেমীদের। প্রায় ১১ বছর পর আবার ভারতের মাটিতে মুখোমুখি হতে চলেছে দুই টিম। উত্তাপ এখন থেকে বাড়তে শুরু করেছে। সেমিফাইনাল নিশ্চিত করে ফেললেও পাকিস্তান ম্য়াচে হারলে প্রবল সমালোচনার মুখে পড়তে হতে পারে, তা ভালো করেই জানেন হরমনপ্রীতরা। তাই এই ম্যাচের আগে নিজের টিমকে সতর্ক করছেন ভারতের নেতা। কী বলছেন তিনি, TV9 Bangla Sports তুলে ধরল এই প্রতিবেদনে।

হরমনপ্রীতের কথায়, ‘পাকিস্তান ম্যাচ নিশ্চিত ভাবেই একটা রোমাঞ্চকর ম্য়াচ হবে। আমাদের স্মার্ট হকি খেলতে হবে। সেই সঙ্গে ফোকাসড থাকতে হবে। যে গেমপ্ল্যান নিয়ে নামব, সেটা দায়িত্বের সঙ্গে পূরণ করতে হবে। যে ছন্দে আমরা খেলছি, সেটাই ধরে রাখব। নিজেদের নিয়ন্ত্রণে রেখে শেষ করব ম্যাচটা।’ দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ৩-২ জিতেছে ভারত। প্রতি ম্যাচেই হরমনপ্রীতরা উন্নতি করছেন। এশিয়ান গেমসের আগে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারলে মনোবল তুঙ্গে থাকবে। ভারতের ক্যাপ্টেন বলছেন, ‘আমাদের প্রতিটা ম্যাচে গ্যালারি ভরে থাকছে। ভারতীয় হকির পক্ষে এটা একটা ভালো দিক। পাকিস্তান ম্যাচেও এটা হবে, ভালো করেই জানি। সেই কারণেই আমাদের সেরাটা দিতে হবে।’

কোরিয়ানদের বিরুদ্ধে যেমন ফিল্ড গোল এসেছে, তেমনই এসেছে পেনাল্টি কর্নার থেকে গোল। যা খানিকটা হলেও চাপমুক্ত করছে হরমনপ্রীতকে। তাঁর কথায়, ‘পি-সি আর ফিল্ড গোল, দুটো থেকেই স্কোরলাইনে অবদান রাখতে পেরেছি আমরা। বল পজ়েশন ভালো ছিল। বিশেষ করে খেলার শেষ দিকটাতে আমরা নিয়ন্ত্রণ অনেক বেশি রাখতে পেরেছিলাম। তবে আমাদের রক্ষণ নিয়ে আরও কাজ করতে হবে। যাতে পি-সি থেকে গোল না খাই, সেটাও দেখতে হবে। বক্সের ভিতরে ট্যাকল ঠিকঠাক হওয়া দরকার। বক্সের বাইরেই প্রতিপক্ষকে থামিয়ে দিতে হবে।’

পেনাল্টি কর্নার থেকে কেন বেশি গোল পাচ্ছে না ভারত? হরমনপ্রীতের মন্তব্য, ‘এর একটাই কারণ, বিপক্ষ টিম ডিফেন্সটা ভালো সামলাচ্ছে। যদি আমাদের ডিফেন্সের দিকে তাকানো যায়, অমিত রোহিদাস, জার্মানপ্রীত সিংরা কিন্তু নিজের দায়িত্ব ঠিকঠাক পালন করছে। তবে পাকিস্তানের বিরুদ্ধে আমাদের আরও ভালো পারফর্ম করতে হবে।’