নয়াদিল্লি: আগামী মাসে ২৮ তারিখ থেকে অনুষ্ঠিত হতে চলেছে এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ (Asian Wrestling Championship)। এই টুর্নামেন্টের আয়োজক ভারতীয় কুস্তি সংস্থা (IOA)। কিন্তু পরিবর্তিতি পরিস্থিতিতে, ভারত আর সেই টুর্নামেন্ট পরিচালনা করতে পারবে না। এমন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব রেসলিং ফেডারেশন (United World Wrestling)। কী এমন হলো যার ফলে ভারতের থেকে পরিচালনা স্বত্ত্ব কেড়ে নেওয়া হল? এর পিছনে কি কুস্তিগিরদের গণবিক্ষোভ ও গণঅবস্থানই কারণ? ভারতীয় কুস্তির পরিকাঠামো যতই উন্নত হোক না কেন, মানসিকতা বদলায়নি। অলিম্পিকে অন্যতম সফল এই খেলাটা ঘিরে খোদ অ্যাথলিটদের উষ্মা বাড়ছে। সরকারি হস্তক্ষেপে তা সাময়িক ধাপাচাপা দেওয়া গেলেও পরিস্থিতি যে ঠান্ডা হয়নি, এশিয়ান কুস্তি ভারত থেকে সরিয়ে নেওয়া তার অন্যতম কারণ বলা যেতে পারে।
টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত খবর অনুযায়ী, ভারতের রেসলিং ফেডারেশনের প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন কুস্তিগিররাই। যে কারণে ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং সংস্থা এই সিদ্ধান্ত নিয়েছে। তাদের পক্ষ থেকে ভারতীয় ক্রীড়ামন্ত্রককে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। যদিও ভারতীয় রেসলিং সংস্থা বা ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিংয়ের পক্ষ থেকে কোনও সরকারি বিবৃতি জারি করা হয়নি।
কিছুদিনের মধ্যেই বিশ্ব রেসলিং সংস্থাটি একটি নতুন শহরের নাম ঘোষণা করা হবে। যারা এই এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ পরিচালনা করবে। ভারতের পক্ষ থেকে ৬ সদস্যের একটি কমিটি বিশ্ব রেসলিং সংস্থাকে অনুরোধ করে এই সিদ্ধান্ত বদলানোর জন্য। পরিবর্তে অনুরোধ করা হয়েছিল, তারা যেন এশিয়ান চ্যাম্পিয়নশিপ পিছিয়ে দেয়। কিন্তু নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং। রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রধান ব্রিজভূষণ সিংহের বিরুদ্ধে অভিযোগও বেশ তীব্র। একজন জাতীয় মহিলা কুস্তিগির তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন। সেই অভিযোগ ছাড়াও অন্যান্য প্রশাসনিক ও আর্থিক সমস্যার কারণেও ভারতীয় রেসলিং ফেডারেশনে এখন চরম ডামাডোল চলছে। বিশিষ্ট কুস্তিগির বজরং পুনিয়া, ভিনেশ ফোগাট, সাক্ষী মালিক, সারিতা মোর, অংশু মালিক এবং সঙ্গীতা ফোগাট মিলে ৩ দিন ধরে ব্রিজ ভূষণের বিরুদ্ধে আন্দোলনও করেছেন দিল্লির জন্তর মন্তরে। তারই জেরে এশিয়ান চ্যাম্পিয়নশিপ সরিয়ে দেওয়া হচ্ছে ভারত থেকে।