India vs Malaysia Hockey: চেন্নাইয়ে চার নম্বর ট্রফির লক্ষ্যে ‘চক দে ইন্ডিয়া’
IND vs MAS, Asian Champions Trophy 2023 FINAL Preview: সেমিফাইনালে জাপানকে পাঁচ গোলে উড়িয়ে দিয়েছে ভারত। এর মধ্যে বাড়তি প্রাপ্তি, চারটিই ফিল্ড গোল। টিম গেমের অনন্য নিদর্শন। আলাদা করে বলতে হয় জাপানের বিরুদ্ধে সুমিতের গোলটির কথা। টুর্নামেন্টের সেরা গোলও বলা হচ্ছে।
একটা করে ম্যাচ এগিয়েছে প্রত্যাশা বেড়েছে। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির ফাইনালে ভারত। চেন্নাইয়ে গ্রুপ পর্বে অপরাজিত। শুধু তাই নয়, জাপান ম্যাচ ছাড়া গ্রুপে সব ম্যাচেই ভারতীয় দল জিতেছিল। ভারতীয় দলকে বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছিল গ্রুপের শেষ ম্যাচে পাকিস্তানকে বিশাল ব্যবধানে হারানো। এই ম্যাচটা হাইভোল্টেজ, চিরপ্রতিদ্বন্দ্বীকে হারাতে কার না ভালো লাগে। ভারতীয় দল উচ্ছ্বসিত হলেও আবেগে ভেসে যায়নি। লক্ষ্য ছিল দাপুটে পারফর্ম করে সেমিফাইনাল। সেই বাধাও পেরিয়েছে ভারত। গ্রুপে যে জাপানের সঙ্গে ১-১ ফল হয়েছিল, শেষ চারে তাদেরই পাঁচ গোলে উড়িয়ে ফাইনালে ভারতীয় দল। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চতুর্থ বার চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য। সেই লক্ষ্যে শেষ বাধা মালয়েশিয়া। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির ফাইনালে ভারত বনাম মালয়েশিয়া ম্যাচ প্রিভিউ, বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
রাউন্ড রবিন পর্বে ছ’টি দলের মধ্যে শীর্ষে ছিল ভারত। জাপান ছাড়া বাকি ম্যাচগুলিতে বিশাল ব্যবধানে জয়। ফাইনালে ভারতের প্রতিপক্ষ মালয়েশিয়া। রাউন্ড রবিন পর্বে এই দলকে ৫-০ ব্যবধানে হারিয়েছিল ভারত। তবে ফাইনাল ম্যাচ আলাদা। আর প্রতিপক্ষ দলের শেষ ম্যাচের পারফরম্যান্স সমীহ জাগানোর মতোই। প্রথম সেমিফাইনালে কোরিয়াকে হারিয়েছে মালয়েশিয়া। কোরিয়া গত বারের চ্যাম্পিয়ন। তাদের ৬-২ ব্যবধানে হারিয়ে মালয়েশিয়া ফাইনালে উঠেছে। এই দলকে সমীহ করার মতোই। ভারতও অনবদ্য ছন্দে। গ্রুপে চিন এবং জাপান ম্যাচ বাদ দিলে বাকি ম্যাচে ক্লিনশিট রেখেছিল ভারত। এটাই যেন বাড়তি আত্মবিশ্বাস জোগাবে।
সেমিফাইনালে জাপানকে পাঁচ গোলে উড়িয়ে দিয়েছে ভারত। এর মধ্যে বাড়তি প্রাপ্তি, চারটিই ফিল্ড গোল। টিম গেমের অনন্য নিদর্শন। আলাদা করে বলতে হয় জাপানের বিরুদ্ধে সুমিতের গোলটির কথা। টুর্নামেন্টের সেরা গোলও বলা হচ্ছে। এত সুন্দর মুভ থেকে গোল, চোখে না দেখলে বিশ্বাসই করা কঠিন।
We leave you with “possibly the goal of the tournament” as India demolish Japan 5-0 to storm into the final 🔥 #HACT2023 #INDvJPN pic.twitter.com/6jlAOuG9hF
— FanCode (@FanCode) August 11, 2023
সেমিফাইনালের নায়ক মনপ্রীত সিং বলছেন, ‘পুরো টিমই একশো শতাংশের বেশি দিয়েছে। প্রত্যেকেই জানত, এই ম্যাচ আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তবে কাজ এখনও শেষ হয়নি। ফাইনালে আমাদের সামনে মালয়েশিয়া। আমাদের আরও ভালো খেলতে হবে। মালয়েশিয়াকে কোনও ভাবেই হালকা নেওয়া যাবে না। ওদের বিরুদ্ধে গত ম্যাচটা জিতেছি মানেই সহজ প্রতিপক্ষ, তা নয়। লাগাতার চাপ তৈরি করতে হবে। ফাইনালে আমরা যদি প্রাথমিক বিষয়গুলো ঠিক করতে পারি, সাফল্য আসবেই।’
ভারত বনাম মালয়েশিয়া, রাত ৮.৩০, স্টার স্পোর্টস এবং ফ্যানকোডে সরাসরি