Asian Games 2023, Shooting: এশিয়াডে গুলির কামাল! হানঝাউতে ভারতের শুটারদের জয়জয়কার

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 02, 2023 | 12:02 AM

অবশেষে চলতি এশিয়ান গেমসে (Asian Games 2023) রেকর্ড সাফল্য অর্জন করে থামলেন ভারতের শুটাররা। হানঝাউ এশিয়ান গেমসে ৭টি সোনা, ৯টি রুপো এবং ৬টি ব্রোঞ্জ মিলিয়ে মোট ২২টি পদক পেয়েছেন ভারতের শুটাররা।

Asian Games 2023, Shooting: এশিয়াডে গুলির কামাল! হানঝাউতে ভারতের শুটারদের জয়জয়কার
এশিয়াডে গুলির কামাল! হানঝাউতে ভারতের শুটারদের জয়জয়কার
Image Credit source: Twitter

Follow Us

হানঝাউ: একের পর এক পদক ছিল ভারতীয় শুটারদের নিশানায়। অবশেষে চলতি এশিয়ান গেমসে (Asian Games 2023) রেকর্ড সাফল্য অর্জন করে থামলেন ভারতের শুটাররা। হানঝাউ এশিয়ান গেমসে ৭টি সোনা, ৯টি রুপো এবং ৬টি ব্রোঞ্জ মিলিয়ে মোট ২২টি পদক পেয়েছেন ভারতের শুটাররা। ১ অক্টোবর এশিয়াডে ভারতের মোট পদক সংখ্যা দাঁড়ায় ৫১টি। ২০১৮ সালে জাকার্তা এশিয়ান গেমসে ভারতীয় শুটাররা ২টি সোনা, ৪টি রুপো ও ৩টি ব্রোঞ্জ-সহ মোট ৯টি পদক পেয়েছিলেন। যদিও জাকার্তা গেমসে শুটিংয়ের (Shooting) টিম ইভেন্ট ছিল না। এ বার সেই রেকর্ড ছাপিয়ে গিয়েছেন পলক-দিব্যাংশ-ঐশ্বর্যরা। শুটিংয়ে কোন ইভেন্ট থেকে কোন পদক এল ভারতে, বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের সোনাজয়ীরা –

১) পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল (দলগত) – অর্জুন সিং চিমা, শিবা নারওয়াল, সরবজোৎ সিং।

২) পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল (দলগত) – দিব্যাংশ সিং পানওয়ার, রুদ্রাংশ পাটিল, ঐশ্বর্য প্রতাপ সিং টোমার।

৩) পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন (দলগত) – সুরেশ স্বপ্নিল কুসালে, অখিল, ঐশ্বর্য প্রতাপ সিং টোমার।

৪) মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল (ব্যক্তিগত) – পলক গুলিয়া।

৫) মহিলাদের ২৫ মিটার পিস্তল (দলগত) – মানু ভাকের, রিদম সাংওয়ান, এষা সিং।

৬) ট্র্যাপ পুরুষদের টিম – কেনান চেনাই, জোরাবর সিং, পৃথ্বীরাজ তোন্ডিয়ামান।

৭) মহিলাদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন (ব্যক্তিগত) – সিফট কৌর সাম্রা

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের রুপো পাওয়া শুটাররা –

১) ৫০ মিটার রাইফেল ৩ পজিশন পুরুষ (ব্যক্তিগত) – ঐশ্বর্য প্রতাপ সিং টোমার।

২) স্কিট পুরুষ (ব্যক্তিগত) – অনন্তজিৎ সিং।

৩) ১০ মিটার এয়ার পিস্তল মহিলা (ব্যক্তিগত) – এষা সিং।

৪) ১০ মিটার এয়ার পিস্তল (দলগত) – দিব্যা টিএস, এষা সিং, পলক গুলিয়া।

৫) ১০ মিটার এয়ার রাইফেল মহিলা (দলগত) – রমিতা, মেহুলি ঘোষ, আসি চৌকসে।

৬) ২৫ মিটার পিস্তল মহিলা (ব্যক্তিগত) – এষা সিং

৭) ৫০ মিটার রাইফেল ৩ পজিশনের দল মহিলা – সিফট কৌর সাম্রা, আসি চৌকসে, মানিনী কৌশিক।

৮) ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড দল – সরবজোৎ সিং, দিব্যা টিএস।

৯) ট্র্যাপ মহিলা দল – রাজেশ্বরী কুমারী, মনীষা খের, প্রীতি রজাক।

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের ব্রোঞ্জ পাওয়া শুটাররা –

১) ১০ মিটার এয়ার রাইফেল পুরুষ -ঐশ্বর্য প্রতাপ সিং টোমার।

২) ২৫ মিটার ব়্যাপিড ফায়ার পিস্তল পুরুষ (দলগত) – আদর্শ সিং, অনিশ, বিজয়বীর সিধু।

৩) স্কিট পুরুষদের দল – অঙ্গদ বীর সিং বাজওয়া, অনন্তজিৎ সিং নারুকা, গুরজোৎ সিং খাঙ্গুরা।

৪) ১০ মিটার এয়ার রাইফেল মহিলা – রমিতা জিন্দাল।

৫) ৫০ মিটার রাইফেল ৩ পজিশন – আসি চৌকসে।

৬) ট্র্যাপ পুরুষদের ফাইনাল (ব্যক্তিগত) – কিনান চেনাই।

Next Article