Russia-Ukraine Conflict: পুতিনকে বড়সড় শাস্তি জুডো ফেডারেশনের

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Mar 07, 2022 | 4:30 PM

ফুটবল এবং অন্যান্য ক্ষেত্রের পাশাপাশি রাশিয়াকে একঘরে করতে আসরে নেমেছে আন্তর্জাতিক জুডো ফেডারেশনও। কয়েকদিন আগেই পুতিনের ব্ল্যাক বেল্ট কেড়ে নেওয়া হয়। রাশিয়ার বিজনেস টাইকুন আর্কাডি রটেনবার্গ ২০১৩ সাল থেকে জুডো ফেডারেশনের কার্যকরী কমিটিতে আছেন। তখনই তাইকোন্ডোর ব্ল্যাক বেল্টে সম্মানিত করা হয়েছিল পুতিনকে। ২০১৪ সালে সাঁতারের গভর্নিং বডিও সম্মানিত করেছিল রুশ প্রেসিডেন্টকে।

Russia-Ukraine Conflict: পুতিনকে বড়সড় শাস্তি জুডো ফেডারেশনের
কেড়ে নেওয়া হল পুতিনের সমস্ত পদ। ছবি: টুইটার

Follow Us

বুদাপেস্ট: আগেই শাস্তি দেওয়া হয়েছিল। গত ২৭ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্টের সাম্মানিক পদ কেড়ে নিয়েছিল আন্তর্জাতিক জুডো ফেডারেশন (International Judo Federation)। এ বার আরও বড় শাস্তি দিল জুডো ফেডারেশন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) সমস্ত পদ কেড়ে নেওয়া হল। রাশিয়ার ব্যবসায়ী আর্কাডি রটেনবার্গেরও সমস্ত পদ কেড়ে নিয়েছে আন্তর্জাতিক জুডো ফেডারেশন। ক্রীড়া ক্ষেত্রে ক্রমশ কোণঠাসা হতে শুরু করেছে রাশিয়া। ইউক্রেনে হামলা চালিয়ে বিশ্ব জুড়ে শত্রুর সংখ্যা বাড়িয়েছে রাশিয়া। বিভিন্ন ক্ষেত্র থেকে রুশদের বরখাস্ত করা হচ্ছে। ফিফা (FIFA) বিশ্বকাপ থেকেও নির্বাসিত করা হয়েছে রাশিয়া। এমনকি উয়েফাও শাস্তি দিয়েছে পুতিনের দেশকে। ক্লাব পর্যায়েও উয়েফার কোনও ম্যাচ খেলতে পারবে না রাশিয়ার ক্লাব। যে সিদ্ধান্তে বড়সড় চাপে পড়ে গিয়েছে রাশিয়া। ফিফার বিরুদ্ধে পাল্টা মামলা করতে ক্রীড়া আদালতের দ্বারস্থ হয়েছে রাশিয়ার ফুটবল ফেডারেশন।

 

ফুটবল এবং অন্যান্য ক্ষেত্রের পাশাপাশি রাশিয়াকে একঘরে করতে আসরে নেমেছে আন্তর্জাতিক জুডো ফেডারেশনও। কয়েকদিন আগেই পুতিনের ব্ল্যাক বেল্ট কেড়ে নেওয়া হয়। রাশিয়ার বিজনেস টাইকুন আর্কাডি রটেনবার্গ ২০১৩ সাল থেকে জুডো ফেডারেশনের কার্যকরী কমিটিতে আছেন। তখনই তাইকোন্ডোর ব্ল্যাক বেল্টে সম্মানিত করা হয়েছিল পুতিনকে। ২০১৪ সালে সাঁতারের গভর্নিং বডিও সম্মানিত করেছিল রুশ প্রেসিডেন্টকে।

 

মে-র ২০ তারিখ থেকে কাজানে গ্র্যান্ড স্ল্যাম ইভেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ইউক্রেনে হামলা চালানোয় সেই ইভেন্টও রাশিয়া থেকে সরিয়ে নেওয়া হয়েছে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল রাশিয়ার শহর সেন্ট পিটার্সবার্গ থেকে সরিয়ে প্যারিসে নিয়ে যাওয়া হয়েছে। একের পর এক বেকায়দায় পড়ছে রাশিয়া। বিশেষত ক্রীড়াক্ষেত্রে ক্রমশ বিপাকে পড়ছেন রুশ অ্যাথলিটরা। এ সব দেখেও হেলদোল নেই রুশ প্রেসিডেন্ট পুতিনের।

 

 

আরও পড়ুন: Indian Football Team: বাহরিন সফর থেকে ছিটকে গেলেন সুনীল

Next Article