Russia-Ukraine Conflict: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পাশে দাঁড়ালেন মানবিক জোকার

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Mar 07, 2022 | 7:00 PM

সর্গেই স্তাখোভস্কিকে হয়তো অনেকেই ভুলে গিয়েছে। বিশ্বের প্রাক্তন ৩১ নম্বর তারকা ৪টে এটিপি ট্য়ুর জিতেছেন। ২০১৩ সালের উইম্বলডনে রজার ফেডেরারকে আচমকা হারিয়ে চমকে দিয়েছিলেন তিনি। সেই তিনি মাসখানেক আগে ইউক্রেনের সেনাবাহিনীতে নাম লিখিয়েছেন। সেনা অভিজ্ঞতা না থাকলেও দেশের জরুরিকালীন পরিস্থিতিতে তিনিও সামনে থেকে লড়াই করতে চেয়েছিলেন।

Russia-Ukraine Conflict: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পাশে দাঁড়ালেন মানবিক জোকার
Russia-Ukraine Conflict: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পাশে দাঁড়ালেন মানবিক জোকার

Follow Us

কিয়েভ: এ বার ইউক্রেনের (Russia-Ukraine Conflict) পাশে দাঁড়ালেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। যে কোনও ধরনের সাহায্য করার জন্য তৈরি তিনি। তবে এই ঘোষণা প্রকাশ্যে করেননি। টেনিস কোর্টে অনেক দিনের পুরনো এক বন্ধু সর্গেই স্তাখোভস্কিকে (Sergiy Stakhovsky) হোয়্যাটস অ্যাপ মেসেজ করে জিজ্ঞেস করেছেন, তিনি কেমন আছেন। যদি কোনও রকম সাহায্য দরকার পড়ে, তিনি করার জন্য তৈরি। জোকারের এই মানবিক দিক প্রশংসা পাচ্ছে সব মহলেই। রাশিয়ান সেনাদের হামলার পর ইউক্রেনের হাল অত্যন্ত খারাপ। বহু মানুষ মারা গিয়েছেন। বিপুল ক্ষতি হয়েছে অনেকের। রাশিয়ার যুদ্ধ মানসিকতা একদিকে যেমন তীব্র নিন্দার শিকার হয়েছে, তেমনই ইউক্রেনের মতো ছোট দেশের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন অনেকেই। তাঁদের তালিকায় বিশ্বের এক নম্বর টেনিস তারকা জকোভিচও।

সর্গেই স্তাখোভস্কিকে হয়তো অনেকেই ভুলে গিয়েছে। বিশ্বের প্রাক্তন ৩১ নম্বর তারকা ৪টে এটিপি ট্য়ুর জিতেছেন। ২০১৩ সালের উইম্বলডনে রজার ফেডেরারকে আচমকা হারিয়ে চমকে দিয়েছিলেন তিনি। সেই তিনি মাসখানেক আগে ইউক্রেনের সেনাবাহিনীতে নাম লিখিয়েছেন। সেনা অভিজ্ঞতা না থাকলেও দেশের জরুরিকালীন পরিস্থিতিতে তিনিও সামনে থেকে লড়াই করতে চেয়েছিলেন। ইউক্রেনের রিসার্ভ আর্মিতে রয়েছেন স্তাখোভস্কি। সেই তিনিই জোকারের হোয়্য়াটস অ্য়াপ বার্তার স্ক্রিনশট তুলে পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।

বন্ধুর স্তাখোভস্কির কুশল জিজ্ঞেস করে জোকার লিখেছেন, ‘কোনও সাহায্য় যদি পাঠাতে চাই, কোথায় পাঠাব, ঠিকানা জানিও। আর্থিক বা যে কোনও ধরনের সাহায্য় করার জন্য় তৈরি। তুমি আমাকে জানিও কী ভাবে করব।’ ইনস্টাতে পোস্ট করে স্তাখোভস্কি লিখেছেন, ‘তোমার সাপোর্টের জন্য অনেক ধন্য়বাদ। তোমার কাছে ইউক্রেন কৃতজ্ঞ।’

আরও পড়ুন: Russia-Ukraine Conflict: পুতিনকে বড়সড় শাস্তি জুডো ফেডারেশনের

Next Article