Indian Open: ইন্ডিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হওয়াই স্বপ্ন লক্ষ্য সেনের

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Jan 09, 2022 | 8:00 PM

গত মরসুমটা দারুণ গিয়েছে লক্ষ্যর। প্রকাশ পাড়ুকোনের (Prakash Padukone) ছাত্র বলছেন, 'আগের দু'বার করোনার কারণে টুর্নামেন্ট হয়নি। সে দিক থেকে দেখলে প্রথম বার আমি ইন্ডিয়ান ওপেনে নামব। সেই কারণেই খেতাব জেতাটাই আমার স্বপ্ন। বিশ্ব মিট থেকে ফিরে দশ দিনের বিরতি নিয়েছিলাম। জানুয়ারির ১ তারিখ থেকে আবার কোর্টে ফিরেছি। সামান্য চোট ছিল ঠিকই, সে সব কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়ে নামব খেলতে।'

Indian Open: ইন্ডিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হওয়াই স্বপ্ন লক্ষ্য সেনের
লক্ষ্য সেন। ছবি: টুইটার

Follow Us

নয়াদিল্লি: মরসুমের শুরুটা ঘরের মাঠে সাফল্য দিয়ে মুড়ে রাখতে চান লক্ষ্য সেন (Lakshya Sen)। গত মাসে বিশ্ব চ্যাম্পিয়নশিপে (World Championship) ব্রোঞ্জ পেয়েছেন ২০ বছরের শাটলার। তাঁর দুরন্ত পারফরম্যান্স প্রত্যাশা পারদ চড়িয়ে দিয়েছে অনেকটা। তা খুব ভালো করেই জানেন লক্ষ্য। আর তাই চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়েই ইন্ডিয়ান ওপেন সুপার ৫০০তে (Indian Open) নামছেন উত্তরাখণ্ডের আলমোরার ছেলে।

 

তারই মধ্যে খারাপ খবর। করোনার কারণে ইংল্যান্ডের (England) শাটলাররা নামতে পারছেন না ইন্ডিয়ান ওপেনে। ওই দেশের এক ডাবলস প্লেয়ার শন ভেন্ডি ও কোচ নাথন রবার্টসনের কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ। সেই কারণেই পুরো টিমই নাম তুলে নিয়েছে ভারতের টুর্নামেন্ট থেকে।

 

গত মরসুমটা দারুণ গিয়েছে লক্ষ্যর। প্রকাশ পাড়ুকোনের (Prakash Padukone) ছাত্র বলছেন, ‘আগের দু’বার করোনার কারণে টুর্নামেন্ট হয়নি। সে দিক থেকে দেখলে প্রথম বার আমি ইন্ডিয়ান ওপেনে নামব। সেই কারণেই খেতাব জেতাটাই আমার স্বপ্ন। বিশ্ব মিট থেকে ফিরে দশ দিনের বিরতি নিয়েছিলাম। জানুয়ারির ১ তারিখ থেকে আবার কোর্টে ফিরেছি। সামান্য চোট ছিল ঠিকই, সে সব কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়ে নামব খেলতে।’

 

ইন্ডিয়ান ওপেনে এক সময় লিন ড্যান, তৌফিক হিদায়ত্‍রা নামতেন। ছেলেবেলা থেকে তাঁদের দেখেই বড় হয়েছেন লক্ষ্য। ‘আমার তখন ১০ বছর বয়স। ইন্ডিয়ান ওপেনে লিন ড্যান, তৌফিক হিদায়ত্‍ খেলত। তৌফিকের খেলা আমার খুব ভালো লাগল। ওকে দেখে অনুপ্রাণিত হতাম।’

 

প্রথম ম্যাচে ইজিপ্টের আধান হাতেমের বিরুদ্ধে খেলবেন। জিতলে তাঁর প্রতিপক্ষ হতে পারেন সুইডেনের ফ্লেক্সি বুরেস্টেড। লক্ষ্যর মন্তব্য, ‘ভালোই ড্র পেয়েছি। ইজিপ্টের প্রতিপক্ষের বিরুদ্ধে প্রথম রাউন্ডে জেতার পর ফ্লেক্সির বিরুদ্ধে খেলব। ওকে আমি খুব ভালো করে চিনি। দুবাইয়ে ওর ট্রেনিং করতাম। আমি অবশ্য এক-একটা ম্যাচ ধরে এগোই। আমার বিশ্বাস, চ্যাম্পিয়ন হতে পারব।’

 

ইন্ডিয়ান ওপেন থেকেই নিজেকে ফোকাসড রাখতে চান লক্ষ্য। যাতে চোটহীন থাকার পাশাপাশি বাকি মরসুমে ভালো খেলার রসদ পেয়ে যান।

 

আরও পড়ুন: ASHES : অবশেষে অ্যাসেজে ড্রয়ের মুখ দেখল ইংল্যান্ড, সিরিজ এখন ৩-০

Next Article