নয়াদিল্লি: আসন্ন এশিয়ান গেমসে (Asian Games) ভারত ১০০ পদকের প্রত্যাশা করছে। হানঝাউতে হতে চলা এশিয়াডে একাধিক ভারতীয় তারকাদের মধ্যে শুটার মনু ভাকেরের (Manu Bhaker) দিকে বিশেষ নজর থাকবে। ন’বারের আইএসএসএফ বিশ্বকাপে সোনাজয়ী মনু সম্প্রতি জানিয়েছেন, কখন তিনি কোনও টুর্নামেন্টে সেরা পারফরম্যান্স দিতে পারেন? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
ভারতীয় শুটার মনু ভাকের জানিয়েছেন, বড় আন্তর্জাতিক প্রতিযোগিতায় তিনি তাঁর ব্যক্তিগত কোচ জসপাল রানাকে নিয়ে যেতে চান। মনুর দাবি, আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় ব্যক্তিগত কোচ রানাকে পাশে না পাওয়ায় তাঁর পারফরম্যান্সে প্রভাব পড়ছে। মনু নিজের কোচ রানাকে তাঁর সঙ্গে অন্যান্য আন্তর্জাতিক টুর্নামেন্টে নিয়ে যাওয়ার জন্য ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার কাছে আবেদন করেছেন।
মনু ভাকেরের পাখির চোখ ২০২৪ এর প্যারিস অলিম্পিক। অবশ্য সামনের এশিয়ান গেমসেও সোনাতেই নজর তাঁর। চিনের হানঝাউতে যাতে ব্যক্তিগত কোচকে নিয়ে যেতে পারেন, তার জন্য NRAI এর কাছে অনুরোধ করেছেন মনু। তিনি বলেন, ‘আমি আশাবাদী শীঘ্রই সমস্যার সমাধান হবে। আমি রানা স্যারকে আমার সঙ্গে গুরুত্বপূর্ণ টুর্মামেন্টগুলো নিয়ে যাওয়ার জন্য অনুমতি চেয়েছি। যেমন যে প্রতিযোগিতাগুলোতে কোটা পাওয়ার ব্যাপার থাকে।’
২৩ সেপ্টেম্বর থেকে চিনের হানঝাউতে বসবে এশিয়াডের আসর। এ বার দেখার সেখানে মনু তাঁর ব্যক্তিগত কোচ জসপাল রানাকে সঙ্গে নিয়ে যেতে পারেন কিনা। সম্প্রতি মনু বাকুতে হওয়া বিশ্ব চ্যাম্পিয়নশিপে নিজের পার্সোনাল কোচ জসপাল রানাকে নিয়ে যাওয়ার অনুমতি পাননি। দীর্ঘদিন ধরে ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার এই নীতি (কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় শুটারের সঙ্গে ব্যক্তিগত কোচ না যাওয়া) চালু রয়েছে। যা একাধিক বার একাধিক অ্যাথলিটকে সমস্যায় ফেলেছে।
আসন্ন এশিয়ান গেমসে ২৫ মিটার ব়্যাপিড ফায়ার পিস্তলে অংশ নেবেন মনু। মেয়েদের ২৫ মিটার ব়্যাপিড ফায়ার পিস্তলে মনু ভাকের ছাড়াও রয়েছেন রিদম সাংওয়ান, এষা সিং।