Australian Open 2022: নাভ্রাতিলোভার আপত্তিতে আবার ফিরলেন ‘পেং সুয়াই’

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 26, 2022 | 12:00 PM

চিনা তারকার সমর্থনে তাঁর নাম লেখা জার্সি পরেই গ্যালারিতে বসতে পারবেন টেনিস দর্শকরা।

Australian Open 2022: নাভ্রাতিলোভার আপত্তিতে আবার ফিরলেন পেং সুয়াই
Australian Open 2022: নাভ্রাতিলোভার আপত্তিতে আবার ফিরলেন 'পেং সুয়াই' (ছবি-টুইটার)

Follow Us

মেলবোর্ন: সমালোচনার মুখে পড়ে সিদ্ধান্ত বদলাতে বাধ্য হল অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open) আয়োজকরা। ‘পেং সুয়াই কোথায়’ লেখা জার্সি ব্যান করে দেওয়া হয়েছিল মেলবোর্ন পার্কে। কিন্তু টেনিস দুনিয়ার অধিকাংশ তারকা এ নিয়ে মুখ খুলতে শুরু করেন। যার পর তীব্র সমালোচনার মুখে পড়ে নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হল অস্ট্রেলিয়ান ওপেন। চিনা তারকার সমর্থনে তাঁর নাম লেখা জার্সি পরেই গ্যালারিতে বসতে পারবেন টেনিস দর্শকরা।

পেং সুয়াইকে (Peng Shuai) নিয়ে মাস খানেক আগে তোলপাড় হয়েছে বিশ্ব ক্রীড়া। চিনা টেনিস প্লেয়ার যৌন নিগ্রহের শিকার হয়েছিলেন। চিনের এক প্রভাবশালী নেতার বিরুদ্ধে অভিযোগও করেছিলেন মেয়েদের ডাবলসে দু’বার গ্র্যান্ড স্লামজয়ী তারকা। এর পরই আশ্চর্যজনক ভাবে ‘হারিয়ে’ যান তিনি। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলা হয়েছিল তাঁর অ্যাকাউন্ট। এ নিয়ে সোচ্চার হয়ে ওঠে সারা দুনিয়া। আন্তর্জাতিক রাজনীতির অংশ হয়ে গিয়েছিলেন পেং। আমেরিকা সহ পশ্চিমি অনেক দেশের সঙ্গে চিনের কূটনৈতিক সম্পর্কের অবনতি হতে শুরু করে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি প্রাথমিক ভাবে চিনের পাশে দাঁড়ালেও ডব্লিউটিএ-র মতো টেনিস সংস্থার মান্যতা পায়নি। ওই ঘটনার জেরে চিনে সব ধরনের টেনিস বন্ধ করে দেওয়া হয়।

মার্টিনা নাভ্রাতিলোভার (Martina Navratilova) মতো টেনিস কিংবদন্তি অস্ট্রেলিয়ান ওপেনের আয়োজকদের মনোভাবে অখুশি ছিলেন। তা তিনি গোপনও করেননি। বলেছিলেন, ‘খুব যন্ত্রণাদায়ক একটা সিদ্ধান্ত।’ তারই জেরে পেং সুয়াই আবার ফিরলেন অস্ট্রেলিয়ান ওপেন।

আরও পড়ুন: Australian Open: পেটে ব্যথা নিয়ে দুরন্ত প্রত্যাবর্তন, অস্ট্রেলিয়ান ওপেনের সেমিতে নাদাল, শেষ চারে বার্টিও

Next Article