FORMULA 4 INDIAN CHAMPIONSHIP: চারমিনার শহরে গতির লড়াই

TV9 Bangla Digital | Edited By: raktim ghosh

Aug 21, 2021 | 4:56 PM

কাল ফর্মুলা ফোর ইন্ডিয়ান চ্যাম্পিয়নশিপ। আবার ফেব্রুয়ারি-মার্চে বসবে রেসিংয়ের বড় আসর। তার মধ্যেই আরও একটি টুর্নামেন্টের পরিকল্পনা সারা হয়ে গিয়েছে আয়োজকদের।

FORMULA 4 INDIAN CHAMPIONSHIP: চারমিনার শহরে গতির লড়াই
গতির লড়াইয়ের অপেক্ষায় হায়দরাবাদ

Follow Us

হায়দরাবাদঃ নিজামের শহর। বিরিয়ানির শহর। চারমিনারের ইতিহাস মাখা একটা শহর। আর সেই শহর রবিবার হতে চলেছে গতির শহর। ফর্মূলা ফোর ইন্ডিয়ান চ্যাম্পিয়নশিপের আসর বসছে এবার হায়দরাবাদে। রবিবার হায়দরাবাদে হতে চলা ফর্মুলা ফোর ইন্ডিয়ান চ্যাম্পিয়নশিপ করেই শেষ হচ্ছেনা ভারতে মোটরস্পোর্টসের যাত্রা। ফেব্রুয়ারিতে ভারতের আরও ৪ শহরে হবে গতির প্রতিযোগিতা।

যে শহর জন্ম দিয়েছে ভিভিএস লক্ষ্ণণের মত ক্রিকেটার, পিভি সিন্ধুর মত শাটলার কিংবা সানিয়া মির্জার মত টেনিস তারকরার, সেই শহরে মোটরস্পোর্টসের জয়যাত্রার পরিকল্পনা কেন? রেসিং প্রমোশন সংস্থার চেয়ারম্যান  অখিলেশ রেড্ডি জানান, “মোনাকোর মত এক ছোট্ট জায়গা বিশ্বের তাবড় ফর্মুলা ওয়ান ড্রাইভারের জন্ম দিয়েছে।আর আমাদের দেশে একশো কোটিরও বেশি জনসংখ্যা। আমাদের লক্ষ্য হচ্ছে এই দেশ থেকে ভবিষ্যতের ফর্মুলা ওয়ান ড্রাইভার তুলে আনা। আর তুলে আনার জন্য এই সব প্রতিযোগিতার মাধ্যমে তাঁদের উৎসাহী করা। ফর্মুলা ওয়ান হল বিশ্বের ১ নম্বর রেস। আর তার জন্য ড্রাইভার তুলে আনার জন্য এই ধরনের প্রতিযোগিতা হল প্রথম পদক্ষেপ।”

রবিবার হায়দরাবাদের মাধাপুর থেকে এই ‘ফর্মুলা রিজিওনাল ইন্ডিয়ান চ্যাম্পিয়নশিপ ও ফর্মুলা ফোর ইন্ডিয়ান চ্যাম্পিয়নশিপের’ উদ্বোধন করবেন রাজ্যের তথ্যপ্রযুক্তি ও পুরবিষয়কমন্ত্রী কলভাকুন্তলা তারাকা রামা রাও ও দক্ষিণ ভারতীয় অভিনেতা বিশাল। আগামি বছর ফেব্রুয়ারিতে এখানেই বসবে বিশ্বমানের প্রতিযোগিতা ফিয়া গ্রেড স্ট্রিট সার্কিট। আর এই প্রতিযোগিতাকে বলা যেতে পারে তাঁর ড্রেস রিহার্সাল।

 

রবিবারের সূচি

এই  প্রতিযোগিতার অংশ হিসেবে এদিন ফর্মুলা থ্রি স্ট্রিট সার্কিট প্রতিযোগিতার সূচনা হল।শহরের কেবল ব্রিজ থেকে শুরু করে, সেখানেই শেষ হয় প্রতিযোগিতা। এদিন এই প্রতিযোগিতার ফ্ল্যাগ অফ করেন হায়দরাবাদ সিটি পুলিশের কমিশনার অঞ্জনি কুমার। চারমিনার শহরে মোোটরস্পোর্টস নিয়ে জাঁকজমক শুরু হল, তা একেবারে অন্য উচ্চতায় পৌঁছবে পরের বছর ফেব্রুয়ারি-মার্চ মাসে। রেসিং প্রমোশন সংস্থার চেয়ারম্যান  অখিলেশ রেড্ডি জানান, “আমরা এখানে এক বা দুদিনের জন্য নয়। দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এসেছি। সেই মত বিনিয়োগও করা হবে। আগামি বছর ফেব্রুয়ারি -মার্চ মাসে ভারতের ৪টি শহরে হবে প্রথম মরসুমের রেসিং। হায়দরাবাদ ছাড়া এই রেসিং হবে নয়াদিল্লি, চেন্নাই ও কোয়েম্বাটুরে।”

কাল ফর্মুলা ফোর ইন্ডিয়ান চ্যাম্পিয়নশিপ। আবার ফেব্রুয়ারি-মার্চে বসবে রেসিংয়ের বড় আসর। তার মধ্যেই আরও একটি টুর্নামেন্টের পরিকল্পনা সারা হয়ে গিয়েছে আয়োজকদের। ২০২২ সালের শুরুর দিকেই হবে ইন্ডিয়ান রেসিং লিগ।

আয়োজকদের দাবি, ভারতের মাটিতে বিশ্বের সেরা রেসিং ড্রাইভাররা আসবেন। আধুনিক গাড়িও দেখতে পাবে ক্রীড়প্রেমী ভারতীয়রা। বিদেশের মাটিতে যেরকম ফর্মুলা কার রেসিং দেখেছে ভারতের ক্রীড়মোদীরা। আর এবার খোদ দেশের মাটিতে। বছর দশেক আগে নয়ডার বুদ্ধ সার্কিটে জাঁকজমকভাবে শুরু হয়েছিল ভারতের মাটিতে নজরকাড়া মোটরস্পোর্টস প্রতিযোগিতা। তবে ২ বছর পর তা বন্ধও হয়ে যায়। তবে এখানকার উদ্যোগীরা যে ভাবনায় ফের শুরু করতে চলেছেনে ভারতের মোটরস্পোর্টস,তাতে আশার আলো দেখছে এখানকার রেসিং ড্রাইভাররা।

Next Article