National Sports Day 2022: অলিম্পিকে হল্যান্ডের বিরুদ্ধে সোনার ম্যাচ, ধুম জ্বর নিয়ে মাঠে নামলেন ধ্যানচাঁদ!

Major Dhyan Chand Birth Anniversary: হকির জাদুকর মেজর ধ্যানচাঁদ সিংয়ের ১১৮তম জন্মজয়ন্তী আজ। দিনটি জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালিত হয়।

National Sports Day 2022: অলিম্পিকে হল্যান্ডের বিরুদ্ধে সোনার ম্যাচ, ধুম জ্বর নিয়ে মাঠে নামলেন ধ্যানচাঁদ!
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 29, 2022 | 4:25 PM

কলকাতা: ঘটনাটি ১৯২৮ সালের অলিম্পিকের। ব্রিটিশ শাসিত ভারতবাসীকে আচ্ছন্ন করে রেখেছিলেন একটাই মানুষ। মেজর ধ্যানচাঁদ (Major Dhyan Chand)। সেবার ভারত-সহ মোট দশটি দেশ অলিম্পিকে অংশ নিতে আমস্টরডাম পৌঁছায়। হকির (Hockey) পুল-এর ম্যাচে ভারতীয় দল সবকটি ম্যাচে বিপক্ষ টিমগুলিকে হারিয়ে দেয়। গ্রুপ পর্বের ম্যাচে একটি গোলও খায়নি ভারত। ধ্যানচাঁদের জাদু ভারত ছাড়িয়ে ইউরোপের দেশগুলিতেও ছড়িয়ে পড়েছিল সেবার। ইউরোপের সংবাদমাধ্যমগুলিতে ধ্যানচাঁদের প্রশংসায় খবর ছাপা শুরু হল। হকি অলিম্পিকে সোনা জিততে চলেছে ভারত, এমন ভবিষ্যদ্বাণী শুরু হয়ে যায়। ফাইনাল ম্যাচের আগে দেশবাসী তাকিয়ে হকির জাদুকরের দিকে।

প্রত্যাশা থাকলেও পরিস্থিতি অনুকূলে ছিল না সেবার। সোনার ম্যাচের আগে সব পরিকল্পনায় জল ঢেলে দিয়ে টিমের কয়েকজন সদস্য অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের মধ্যে ধ্যানচাঁদ-সহ ছিলেন মোট চারজন। ধুম জ্বর, শরীর বেজায় দুর্বল। মাঠে নেমে খেলার মতো পরিস্থিতি নেই। ম্যাচ জেতা তো দূরের কথা। হল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগের দিন দলের ম্যানেজার হতাশ হয়ে ধ্যানচাঁদকে বলেন, “জীবন বাঁচলে সব বাঁচবে। কাল তোমার ম্যাচ খেলা হচ্ছে না। জ্বর এবং দুর্বলতা নিয়ে খেলতে নামাটা ঠিক হবে না।” উত্তরে ধ্যানচাঁদ বলেন, “আমি একজন সৈনিক। দেশের জন্য জীবন দিতেও প্রস্তুত। দেশের গৌরব বাড়ানোর এর থেকে ভালো সুযোগ পাব না।”

ম্যানেজার প্রথমদিকে আপত্তি জানালেও পরে সম্মতি দেন। মেজর ধ্যানচাঁদও তাঁর অস্ত্র (পড়ুন হকির স্টিক) নিয়ে মাঠে নামার প্রস্তুতি শুরু করেন। অসুস্থতার কারণে দলের কয়েকজন সেরা খেলোয়াড় সোনার পদকের ম্যাচে খেলতে পারেননি। তাতে দমে যাননি, নেতিবাচক মনোভাবকে পাশে সরিয়ে রেখে দারুণ পারফরম্যান্সে হল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে সোনার পদক জিতে নেন ধ্যানচাঁদরা। দেশে ফেরার পর বম্বে বন্দরগাহে ধ্যানচাঁদদের স্বাগত জানাচ্ছে কাতারে কাতারে মানুষ ভিড় জমিয়েছিলেন সেদিন। ১৯৩২ ও ১৯৩৬ – এই দুটি অলিম্পিকেও ভারতীয় হকি দলের সোনা জয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ধ্যানচাঁদের। ১৯০৫ সালের ২৯ অগস্ট জন্ম হকির জাদুকরের। দিনটি জাতীয় ক্রীড়া দিবস হিসাবে পালিত হয়। হকির জাদুকরের কয়েকটি ছবি ও ভিডিওর কোলাজ শেয়ার করে দিনটির শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।