AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nikhat Zareen: নিখাতের নিখুঁত পাঞ্চ, টানা দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন দেশের ‘বক্সিং কুইন’

World Women's Boxing Championships : এই নিয়ে চলতি বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে তিনটে সোনা এল ভারতের ঘরে। এখনও অলিম্পিক মেডেলিস্ট লভলিনা বরগোহাইনের বাউট বাকি।

Nikhat Zareen: নিখাতের নিখুঁত পাঞ্চ, টানা দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন দেশের 'বক্সিং কুইন'
Image Credit: Twitter
| Edited By: | Updated on: Mar 26, 2023 | 7:55 PM
Share

নয়াদিল্লি: মেরি কমের যোগ্য উত্তরসূরী হিসেবে ধরা হচ্ছে তাঁকে। মেরির দেখানো পথেই এগিয়ে চলেছেন নিখাত জারিন (Nikhat Zareen)। গতবার বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ (World Women’s Boxing Championships) জিতে নিজেকে প্রমাণ করেছিলেন। ফের বিশ্ব মিটে কামাল ভারতের ‘বক্সিং কুইন’ নিখাত জারিনের। ৫০ কেজি বিভাগের ফাইনালে প্রতিপক্ষকে উড়িয়ে টানা দ্বিতীয়বারের জন্য চ্যাম্পিয়নের মুকুট উঠল নিখাতের মাথায়। রবিবার নয়াদিল্লির ইন্দিরা গান্ধি স্পোর্টস কমপ্লেক্সে ৫-০ ব্যবধানে জিতলেন ভিয়েতনামের গুয়েন থি তামের বিরুদ্ধে। মেরি কমের পর দেশের দ্বিতীয় মহিলা বক্সার হিসেবে টানা দু’বার বিশ্ব মঞ্চে খেতাব জিতলেন নিখাত। এ বার বিশ্ব মিটে ক্যাটাগরি বদলে নেমেছিলেন নিখাত। তাতেও চূড়ান্ত সফল তিনি। শনিবার, নিজ নিজ বিভাগে সোনা জেতেন নীতু গংঘাস (৪৮ কেজি) এবং সুইটি বুরা (৮১ কেজি)। এই নিয়ে চলতি বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে তিনটে সোনা এল ভারতের ঘরে। এখনও অলিম্পিক মেডেলিস্ট লভলিনা বরগোহাইনের বাউট বাকি। তিন কন্যের পর লভলিনার ম্যাচের দিকে থাকবে চোখ।

থি তামের বিরুদ্ধে ২৬ বছরের নিখাত জিতেছেন ২৮-২৭, ২৮-২৭, ২৮-২৭, ২৯-২৬, ২৮-২৭ ব্যবধানে। নিখাত শিরোনামে এসেছিলেন মেরি কমের সঙ্গে সমস্যার কারণে। মেরি বলেছিলেন, “কে নিখাত?” তেলেঙ্গনার বক্সার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর নিখাত ও মেরির মধ্যে সমস্যা মিটেছে। মেরি কমকে নিজের আদর্শ বলে বর্ণনা করেছিলেন নিখাত। গতবছর কমনওয়েলথ গেমসে সোনা জয়ের পর টানা দু’বার বিশ্ব চ্যাম্পিয়নশিপ জয়। সাফল্যের উড়ানে ভর করে এগিয়ে চলেছেন নিখাত।

গতকালই বিশ্ব বক্সিং থেকে জোড়া সোনা এসেছিল ভারতের ঝুলিতে। ৪৮ কেজি বিভাগের ফাইনালে সোনা জেতেন ২২ বছরের নীতু গংঘাস। কয়েক ঘণ্টার ফারাকে ৮১ কেজি বিভাগে ফাইনাল জিতে বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব জেতেন সুইটি বুরা। দু’জনই হরিয়ানার বক্সার। ৩০ বছরের সুইটির এটি দ্বিতীয় বিশ্ব চ্যাম্পিয়নশিপ মেডেল। ২০১৪ সালে রুপোর পদক জিতেছিলেন তিনি। মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের এটি ১৩তম সোনা। তাঁর আগে বিশ্ব মিটে ছ’বার সোনা জিতেছেন ভারতের কিংবদন্তি বক্সার মেরি কম। এ ছাড়া এই টুর্নামেন্ট থেকে ভারতকে সোনা এনে দিয়েছেন সরিতা দেবী (২০০৬), জেনি আরএল (২০০৬), লেখা কেসি (২০০৬) এবং নিখাত জারিন (২০২২, ২০২৩)।