মেলবোর্ন: বছরখানেক আগে পরিস্থিতিটা ছিল পুরো উল্টো। কোভিড ভ্যাকসিন না নেওয়ায় অস্ট্রেলিয়ায় খেলতে দেওয়া হয়নি নোভাক জকোভিচকে। টেনিস কোর্টের বাইরের সেই লড়াইয়ে শেষ পর্যন্ত হেরে যান নোভাক (Novak Djokovic)। মাথা নিচু করে গ্র্যান্ড স্লাম না খেলেই বিদায় নেন। যার প্রভাব পড়েছিল ব়্যাঙ্কিংয়ে। বছরখানেকের মধ্যে পরিস্থিতি পাল্টে গিয়েছে। প্রাক্তন ১ নম্বর টেনিস তারকা স্বমহিমায় ফিরলেন অস্ট্রেলিয়ান ওপেন (Australian Open 2023) গ্র্যান্ড স্লামে। মঙ্গলবার প্রথম রাউন্ডের ম্যাচে নোভাকের প্রতিপক্ষ ছিলেন স্প্যানিশ টেনিস তারকা রবার্তো কারবেলাস বেইনা। ২৯ বছরের বেইনাকে স্ট্রেট সেটে হারালেন জকোভিচ। তিন সেটে তাঁর পক্ষে ম্যাচের ফলাফল ৬-৩, ৬-৪, ৬-০ সেটে। বিস্তারিত TV9 Bangla-র এই প্রতিবেদনে।
কেরিয়ারে সবচেয়ে বেশি নয়বার অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেছেন নোভাক। ২০২১ সালে চ্যাম্পিয়ন হয়েছিলেন। কিন্তু শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামতে পারেননি। এক লহমায় সেই খারাপ অভিজ্ঞতা ভুলিয়ে দিল রড লেভার এরিনার দর্শকরা। চ্যাম্পিয়নকে বরণ করে নিলেন টেনিস প্রেমীরা। অস্ট্রেলিয়া ওপেনে নোভাক জকোভিচ তাঁর প্রত্যাবর্তনের ম্যাচে নামার আগে দর্শকদের অভিবাদন, ভালোবাসা কুড়োলেন। গ্যালারির দর্শকদের মধ্যে অনেককেই দেখা গেল জকোভিচের পোস্টার, সার্বিয়ার পতাকা হাতে। অস্ট্রেলিয়া ওপেন শুরুর ঠিক আগে পায়ের চোট ভোগাচ্ছিল তাঁকে। যদিও চোট আতঙ্ক সামলে মঙ্গলবার ম্যাচে নামলেন এবং কেরিয়ারের ২২তম গ্র্যান্ড স্লামের লক্ষ্যে এগোলেন প্রথম ধাপ। অভিজ্ঞতায় ভরপুর জোকার অনামী প্রতিপক্ষের বিরুদ্ধে জয় পেলেন সহজেই।