ATP Rankings: ফেডেরার পড়লেন ৩০-এ, জোকার থাকলেন একেই

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 31, 2022 | 6:30 PM

করোনা-কাণ্ডে অস্ট্রেলিয়ান ওপেনে নামতে না পারার কারণে নোভাক জকোভিচ এক নম্বর জায়গাটা খোয়াতে পারেন, এমনই মনে করা হয়েছিল। কিন্তু ঘটনাচক্রে দেখা গেল এক নম্বরেই রয়েছেন জোকার। টানা ৩৫৮ বছর এক নম্বর থাকার রেকর্ড করলেন সার্বিয়ান।

ATP Rankings: ফেডেরার পড়লেন ৩০-এ, জোকার থাকলেন একেই
ATP Rankings: ফেডেরার পড়লেন ৩০-এ, জোকার থাকলেন একেই

Follow Us

লন্ডন: ২১তম গ্র্যান্ড স্লাম জিতে রেকর্ড করলেন রাফায়েল নাদাল (Rafael Nadal)। তখন তাঁর অন্যতম প্রতিদ্বন্দ্বী রজার ফেডেরারের (Roger Federar) টেনিস কেরিয়ারেও ২১-এর ছায়া। তবে গ্র্যান্ড স্লাম জয়ের হিসেবে নয়, একুশ বছর আগের এটিপি র‍্যাঙ্কিংয়ে (ATP Rankings) ফিরে গেলেন সুইশ তারকা। করোনা-কাণ্ডে অস্ট্রেলিয়ান ওপেনে নামতে না পারার কারণে নোভাক জকোভিচ এক নম্বর জায়গাটা খোয়াতে পারেন, এমনই মনে করা হয়েছিল। কিন্তু ঘটনাচক্রে দেখা গেল এক নম্বরেই রয়েছেন জোকার। টানা ৩৫৮ বছর এক নম্বর থাকার রেকর্ড করলেন সার্বিয়ান।

২০০১ সালে মাত্র ১৯ বছর বয়স ছিল ফেডেরারের। তখনও তিনি একটাও এটিপি খেতাব জেতেননি। সে বার যত পয়েন্ট পেয়েছিলেন, এ বারও তাই পেলেন। এটিপি র‍্যাঙ্কিংয়ে ৩০-এ নেমে গেলেন ফেডেরার। ১৩ ধাপ নেমে যেতে হল। ১৬৬৫ পয়েন্ট প্রাপ্তি। ঘটনা হল, গত বছর থেকেই পর পর চোটের জেরে কোর্ট নামতে পারেননি তিনি। ২০২০ সালে আবার হাঁটুতে দুটো বড় অস্ত্রোপচার হয়েছিল তাঁর। গত মরসুমে উইম্বলডনে নেমেছিলেন শুধু। গত আগস্টে ইন্সটাগ্রামে জানিয়েছিলেন, তাঁকে আপাতত কোর্ট থেকে দূরে থাকতে হবে। ফেডেরার অবশ্য নতুন করে কোর্টে ফেরার চেষ্টা করছেন। অন্তত অবসর নেওয়ার আগে শেষ ঝলক দেখাতে চান সুইশ তারকা।

অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিন হয়ে ২১টা গ্র্যান্ড স্লাম জেতার অবিস্মরণীয় রেকর্ড করে ফেলেছেন নাদাল। তিনি থেকে গেলেন পাঁচেই। তবে প্রথম তিনে ফিরতে হলে যথেষ্ট লড়াই করতে হবে স্প্যানিশ তারকাকে। ৯১০ পয়েন্ট পিছনে রয়েছেন তিনি। যদি পরের টুর্নামেন্টগুলোয় এমনই ছন্দে থাকেন, তা হলে সে স্বপ্ন অচিরেই পূরণ করতে পারবেন।

এটিপি র‍্যাঙ্কিংয়ের দুইয়ে থাকলেন দানিল মেদভেদেভই। তিনি যদি জিততে পারতেন অস্ট্রেলিয়ান ওপেনে, তা হলে টপকে যেতেন জোকারকে। তিনে আলেসান্দার জেরেভ। চারে রয়েছেন স্তেফানোস সিসিপাস। ছয় থেকে দশে রয়েছেন যথাক্রমে মাত্তেও বারেত্তিনি, আন্দ্রে রুবলেভ, ক্যাস্পার রুড, ফেলিক্স ওজের-অ্যালিসমে, জানিক সিনার।

Next Article