প্যারিস: পুরুষদের টেনিসে নিঃসন্দেহে অন্যতম সেরা। টেনিস জগতে সর্বকালের সেরা হওয়ার পথেই যেন এগোচ্ছেন। হয়তো এ বছরই! মরসুমের প্রথম দুটি গ্র্যান্ড স্লাম জিতেছেন জোকার। এখনও দুটি বাকি। রজার ফেডেরার অবসর নিয়েছেন। কোর্টে নামতে পারছেন না তাঁর আর এক প্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালও। পুরুষ ও মহিলাদের টেনিসে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লামের নজির রয়েছে মার্গারেট কোর্টের। তিনি গ্র্যান্ড স্লাম জিতেছেন ২৪টি। তালিকায় এরপরই রয়েছেন সেরেনা উইলিয়ামস এবং নোভাক জকোভিচ। দু-জনেই ২৩টি করে গ্র্যান্ড স্লাম জিতেছেন। উইম্বলডন এবং এ বার যদি যুক্তরাষ্ট্র ওপেনে খেলার সুযোগ পান ও জেতেন, ছাপিয়ে যাবেন মার্গারেট কোর্টকেও। ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হতেই ক্রমতালিকায় আবার নিজের জায়গা ফিরে পেয়েছেন নোভাক জকোভিচ। স্প্যানিশ তরুণ কার্লোসা আলকারেজকে হারিয়ে টেনিস ক্রমতালিকায় ফের এক নম্বরে উঠে এসেছেন সার্বিয়ান টেনিস তারকা। ফরাসি ওপেনেই কেরিয়ারের ২৩ তম গ্র্যান্ড স্ল্যাম জেতেন তিনি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ক্লে-কোর্টের রাজা রাফায়েল নাদাল। গত বারও চ্যাম্পিয়ন হয়েছিলেন। কেরিয়ারের ২২টি গ্র্যান্ড স্লামের ১৪টিই ফরাসি ওপেনে। নাদাল এ বার চোটের কারণে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ান। মরসুমের প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনে চোটের কারণে মাঝপথেই সরে দাঁড়াতে হয়েছিল রাফাকে। জানুয়ারির পর আর টেনিস কোর্টেও নামেননি স্প্যানিশ টেনিস তারকা। তবে এখানেই শেষ নয়। জোকারের নিকটতম প্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদাল টেনিস ক্রমতালিকার প্রথম একশোতেও নেই। ১৫ ধাপ পিছিয়ে ১৩৬ নম্বরে ঠাঁই পেলেন নাদাল। গত ২০ বছরে এর আগে কখনও ১০০-র বাইরে থাকেননি স্প্যানিশ টেনিস তারকা। এই মাসের শুরুতেই অস্ত্রোপচার করান তিনি। আরও ৫ মাস কোর্টের বাইরে থাকবেন নাদাল। আগামী বছর অবসর নিতে পারেন
অন্য,দিকে মেয়েদের ক্রমতালিকায় এক নম্বরেই রয়েছে ইগা স্বোয়াতেক। ফরাসি ওপেন নিজের দখলেই রেখেছেন। গত বছর অ্যাশ বার্টির অবসরের পরই টেনিস ক্রমতালিকার এক নম্বরে উঠে আসেন ইগা। এরপর থেকে সেই জায়গাই ধরে রেখেছেন। দ্বিতীয় স্থানে আছেন আরিয়ানা সাবালেঙ্কা। ফরাসি ওপেনে সেমিফাইনালে হেরে বিদায় নেন তিনি। জানুয়ারিতেই অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন সাবালেঙ্কা।