Boxer Vijender Singh: ভাইজানের মুখে অলিম্পিক জয়ী বক্সারের পাঞ্চ! সলমনের ছবিতে নয়া চমক

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Apr 11, 2023 | 5:30 PM

Kisi Ka Bhai Kisi Ki Jaan: রোম্যান্স থেকে ট্রেলার যেই অ্যাকশনের ঢুকে পড়ল, তখনই চোখে পড়েছে এক পরিচিত মুখের। তিনি অভিনয় জগতের পরিচিত কোনও মুখ নন। বরং দেশের ক্রীড়া জগতের এক নামী ব্যক্তিত্ব।

Follow Us

কলকাতা: আসছে খুশির ঈদ। আর ঈদ মানেই অনুরাগীদের জন্য বলিউডের ভাইজান সলমন খানের (Salman Khan) বাঁধা ধরা উপহার। ‘কিসি কে ভাই কিসি কি জান’ (Kisi Ka Bhai Kisi Ki Jaan) ছবির মাধ্যমে ফের একবার বক্স অফিস কাঁপাতে তৈরি বলিউড সুপারস্টার। তার আগে সোমবার সন্ধ্যায় মুক্তি পেয়েছে অ্যাকশন ভরপুর ছবির ট্রেলার। ৩ মিনিট ২৫ সেকেন্ডের ওই ট্রেলার জুড়ে সলমন ছাড়া অন্য কারও দিকে চোখ যাওয়ার কথাই নয়। তবুও গেল। রোম্যান্স থেকে ট্রেলার যেই অ্যাকশনের ঢুকে পড়ল, তখনই চোখে পড়েছে এক পরিচিত মুখের। তিনি অভিনয় জগতের পরিচিত কোনও মুখ নন। বরং দেশের ক্রীড়া জগতের এক নামী ব্যক্তিত্ব। অলিম্পিকের মঞ্চে তেরঙা ওড়নো ওই বক্সারকে (Boxer) ট্রেলারে দেখা গিয়েছে কয়েক সেকেন্ডের জন্য। তাতেই বাজিমাত। কে তিনি? বিস্তারিত রইল TV9 Bangla-য়।

বক্সার বিজেন্দর সিংয়ের কেরিয়ারে সাফল্য ও বিতর্কের পাশাপাশি বাস। লন্ডনে ২০১২ সামার অলিম্পিকের ব্রোঞ্জ মেডেলিস্ট বিজেন্দর সিং হইচই ফেলে দিয়েছিলেন ভারতীয় ক্রীড়া জগতে। এক যুগ আগের ওই সাফল্য ছিল ভারতীয় বক্সিংয়ে প্রথম অলিম্পিক মেডেল। পদক জিতে ভারতীয় বক্সিংয়ের ঘুম ভাঙিয়ে দিয়েছিলেন বিজেন্দর। বক্সিং রিং তাঁর ঝুলি ভর্তি করে দিয়েছেন। মাঝে ড্রাগ ডিলারের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার অভিযোগ উঠে এসেছিল। বক্সিং রিং ও বিতর্ক থেকে দূরে গিয়ে অভিনয়ের আঙিনায় জোরদার উপস্থিতি বিজেন্দর সিংয়ের। সুদর্শন বিজেন্দর আগেও সিনেমায় অভিনয় করেছেন। কিন্তু সলমন খানের মতো সুপারস্টারের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় এই প্রথম। ‘কিসি কে ভাই কিসি কি জান’ছবির ট্রেলারে বিজেন্দরের কয়েক সেকেন্ডের ঝলকে বোঝা গিয়েছে তাঁর চরিত্রটি ধূসর। অ্যাকশন দৃশ্যে দেখা গিয়েছে ভারতীয় বক্সারকে।

ছবির দৃশ্যে বিজেন্দর

৬ ফুট লম্বা, ৩৭ বছরের এই বক্সার বর্তমানে দেশের হয়ে আর রিংয়ে নামেন না। পেশাদার বক্সিং বাউট লড়েন। এর পাশাপাশি মডেলিং ও সিনেমায় নিজের ভাগ্য পরীক্ষা করতে নেমে পড়েছেন। দেখে নিন ছবির ট্রেলার-

কলকাতা: আসছে খুশির ঈদ। আর ঈদ মানেই অনুরাগীদের জন্য বলিউডের ভাইজান সলমন খানের (Salman Khan) বাঁধা ধরা উপহার। ‘কিসি কে ভাই কিসি কি জান’ (Kisi Ka Bhai Kisi Ki Jaan) ছবির মাধ্যমে ফের একবার বক্স অফিস কাঁপাতে তৈরি বলিউড সুপারস্টার। তার আগে সোমবার সন্ধ্যায় মুক্তি পেয়েছে অ্যাকশন ভরপুর ছবির ট্রেলার। ৩ মিনিট ২৫ সেকেন্ডের ওই ট্রেলার জুড়ে সলমন ছাড়া অন্য কারও দিকে চোখ যাওয়ার কথাই নয়। তবুও গেল। রোম্যান্স থেকে ট্রেলার যেই অ্যাকশনের ঢুকে পড়ল, তখনই চোখে পড়েছে এক পরিচিত মুখের। তিনি অভিনয় জগতের পরিচিত কোনও মুখ নন। বরং দেশের ক্রীড়া জগতের এক নামী ব্যক্তিত্ব। অলিম্পিকের মঞ্চে তেরঙা ওড়নো ওই বক্সারকে (Boxer) ট্রেলারে দেখা গিয়েছে কয়েক সেকেন্ডের জন্য। তাতেই বাজিমাত। কে তিনি? বিস্তারিত রইল TV9 Bangla-য়।

বক্সার বিজেন্দর সিংয়ের কেরিয়ারে সাফল্য ও বিতর্কের পাশাপাশি বাস। লন্ডনে ২০১২ সামার অলিম্পিকের ব্রোঞ্জ মেডেলিস্ট বিজেন্দর সিং হইচই ফেলে দিয়েছিলেন ভারতীয় ক্রীড়া জগতে। এক যুগ আগের ওই সাফল্য ছিল ভারতীয় বক্সিংয়ে প্রথম অলিম্পিক মেডেল। পদক জিতে ভারতীয় বক্সিংয়ের ঘুম ভাঙিয়ে দিয়েছিলেন বিজেন্দর। বক্সিং রিং তাঁর ঝুলি ভর্তি করে দিয়েছেন। মাঝে ড্রাগ ডিলারের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার অভিযোগ উঠে এসেছিল। বক্সিং রিং ও বিতর্ক থেকে দূরে গিয়ে অভিনয়ের আঙিনায় জোরদার উপস্থিতি বিজেন্দর সিংয়ের। সুদর্শন বিজেন্দর আগেও সিনেমায় অভিনয় করেছেন। কিন্তু সলমন খানের মতো সুপারস্টারের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় এই প্রথম। ‘কিসি কে ভাই কিসি কি জান’ছবির ট্রেলারে বিজেন্দরের কয়েক সেকেন্ডের ঝলকে বোঝা গিয়েছে তাঁর চরিত্রটি ধূসর। অ্যাকশন দৃশ্যে দেখা গিয়েছে ভারতীয় বক্সারকে।

ছবির দৃশ্যে বিজেন্দর

৬ ফুট লম্বা, ৩৭ বছরের এই বক্সার বর্তমানে দেশের হয়ে আর রিংয়ে নামেন না। পেশাদার বক্সিং বাউট লড়েন। এর পাশাপাশি মডেলিং ও সিনেমায় নিজের ভাগ্য পরীক্ষা করতে নেমে পড়েছেন। দেখে নিন ছবির ট্রেলার-

Next Article