Gymnastics-Archery : জিমন্যাস্টিক্স-তিরন্দাজির অবিশ্বাস্য দক্ষতা, দেখুন ছবিতে
TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল
Apr 05, 2023 | 9:30 AM
Gymnast Archery Viral : সোশ্যাল মিডিয়ায় অনেকেই নিজেদের ট্যালেন্ট দেখানোর অনেক কিছুই পোস্ট করে থাকেন। অনেক কিছুই দেখতে পাওয়া যায়। কিন্তু এ যেন অবিশ্বাস্য। জিমন্যাস্টিক্স এবং তিরন্দাজির মেলবন্ধন। নিশানাও নিখুঁত। ছবিগুলি তাক লাগানোর মতোই।
1 / 8
সোশ্যাল মিডিয়ায় অনেকেই নিজেদের ট্যালেন্ট দেখানোর অনেক কিছুই পোস্ট করে থাকেন। অনেক কিছুই দেখতে পাওয়া যায়। এর মধ্যে কিছু মন ছুঁয়ে যায়। (ছবি : স্ক্রিনগ্র্যাব)
2 / 8
তেমনই একটা ভিডিয়ো ভাইরাল টুইটারে। জিমন্যাস্টিক্স এবং তিরন্দাজির মেলবন্ধন। Shannen নামের একটি হ্য়ান্ডল থেকে পোস্ট হয়েছে ভিডিয়োটি। (ছবি : স্ক্রিনগ্র্যাব)
3 / 8
নিজের ভিডিয়ো শুট করেছেন এক অ্যাথলিট! তাঁকে জিমন্য়াস্ট বলা হবে, নাকি তিরন্দাজ? দুইয়ের মেলবন্ধনে এমন দৃশ্য তৈরি হয়েছে, যা আলাদা করা কঠিন। (ছবি : স্ক্রিনগ্র্যাব)
4 / 8
একটি বোর্ড রাখা দূরে। সেই জিমন্যাস্ট দুটি স্টিক-স্ট্যান্ডের ওপর উল্টো হয়ে রয়েছেন। তাঁর পায়ে তির-ধনুক। তিরের সামনে আগুন জ্বালানো। (ছবি : স্ক্রিনগ্র্যাব)
5 / 8
প্রথমে পুরোপুরি উল্টো হওয়া, তারপর ঠিক হাতে যে ভাবে তির-ধনুক ধরা হয়, সে ভাবেই তা ধরা হল। তবে তির-ধনুক কোনও হাতে নয়। (ছবি : স্ক্রিনগ্র্যাব)
6 / 8
পা দিয়ে অদ্ভূত দক্ষতায় তির-ধনুক রেডি। শরীরকেও যেন ধনুকের মতোই করে ফেলেন সংশ্লিষ্ট অ্যাথলিট। এ বার তির ছোড়ার পালা। (ছবি : স্ক্রিনগ্র্যাব)
7 / 8
কোনও স্নায়ুর চাপ নেই। নিশানা করলেন, তির ছুড়লেন পায়ের সাহায্যেই। নিশানাও নিখুঁতই হল। একদিনে যে এই কৌশল রপ্ত হয়নি, নিঃসন্দেহে বলা যায়। (ছবি : স্ক্রিনগ্র্যাব)
8 / 8
টুইটারে সেই ভিডিয়োর সঙ্গে লেখা, ১৭ বছরের চেষ্টা সফল হল। সেই ৬ বছর বয়স থেকে চেষ্টা করে চলেছি। ভিডিয়োটি নিজেই শুট করেছেন, তাও লেখা। (ছবি : স্ক্রিনগ্র্যাব)