Wimbledon 2023: টানা দ্বিতীয় বার উইম্বলডন ফাইনালে অনস জাবেউর, সামনে মার্কেটা ভনড্রোসোভা

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 14, 2023 | 1:24 PM

Ons Jabeur: এই নিয়ে টানা দ্বিতীয় বার উইম্বলডন (Wimbledon 2023) ফাইনালে উঠলেন তিউনিশিয়ার অনস জাবেউর। এ বারের উইম্বলডনে মহিলাদের সিঙ্গলসে পাওয়া যাবে নতুন চ্যাম্পিয়ন। কারণ, অনসের পাশাপাশি এ বারের দ্বিতীয় ফাইনালিস্ট মার্কেটা ভনড্রোসোভা (Marketa Vondrousova)।

Wimbledon 2023: টানা দ্বিতীয় বার উইম্বলডন ফাইনালে অনস জাবেউর, সামনে মার্কেটা ভনড্রোসোভা
Wimbledon 2023: টানা দ্বিতীয় বার উইম্বলডন ফাইনালে অনস জাবেউর, সামনে মার্কেটা ভনড্রোসোভা
Image Credit source: AP

Follow Us

উইম্বলডন: তিউনিশিয়ার টেনিস তারকা অনস জাবেউর (Ons Jabeur) এই নিয়ে টানা দ্বিতীয় বার উইম্বলডনের ফাইনালে। গত বার তাঁকে রানার্স হয়েই সন্তুষ্ট হতে হয়েছিল। এ বার কি তিনি পারবেন উইম্বলডন (Wimbledon) চ্যাম্পিয়ন হতে? ফাইনালে অনসকে বাজিমাত করতে হলে মাত দিতে হবে চেক প্রজাতন্ত্রের মার্কেটা ভনড্রোসোভাকে (Marketa Vondrousova)। অনস জাবেউর এবং মার্কেটা ভনড্রোসোভা দু’জনই ১৫ জুলাই কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম খেতাব জয়ের লক্ষ্যে নামবেন। কী ভাবে ফাইনালে উঠলেন অনস ও মার্কেটা? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

এ বারের উইম্বলডনের ষষ্ঠ বাছাই অনস জাবেউর সেমিফাইনালে টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই আরিয়ানা সাবালেঙ্কার বিরুদ্ধে নেমেছিলেন। প্রথম সেট হেরেও শেষ অবধি ফাইনালের টিকিট পান জাবেউর। মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালের (অনস বনাম আরিয়ানার ম্যাচের) প্রথম সেট গড়ায় টাইব্রেকারে। আর প্রথম সেটে হারেন অনস। কিন্ত শেষ অবধি প্রায় ২ ঘণ্টা ১৯ মিনিটের লড়াইয়ে পরের ২টো সেট জিতে ফাইনালে পৌঁছেছেন অনস। ম্যাচের ফল ৬-৭ (৫), ৬-৪, ৬-৩ অনসের পক্ষে।

চলতি উইম্বলডনে মহিলাদের সিঙ্গলসের অপর সেমিফাইনালে মুখোমুখি হয়েছিলেন ইউক্রেনের টেনিস তারকা এলিনা সিতোলিনা এবং চেক প্রজাতন্ত্রের মার্কেটা ভনড্রোসোভা। সেই ম্যাচে মার্কেটা ভনড্রোসোভা জেতেন ৬-৩, ৬-৩ ব্যবধানে। এর আগে ২০১৯ সালের ফরাসি ওপেনের ফাইনালে উঠেছিলেন মার্কেটা ভনড্রোসোভা। সে বার তাঁর গ্র্যান্ড স্লাম জয়ের স্বপ্নপূরণ হয়নি। রানার্স হয়েই থামতে হয়েছিল তাঁকে। এ বার দেখার তিনি আগামী কাল, শুক্রবার কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম খেতাব পান কিনা। অনস জাবেউর হোক বা মার্কেটা ভনড্রোসোভা… এ বারের ঘাসের কোর্টের লড়াইয়ে যে-ই জিতুন না কেন, মহিলাদের সিঙ্গলসে নতুন চ্যাম্পিয়ন পাবে উইম্বলডন।

Next Article