প্যারিসঃ কলকাতার বড় পুজো কমিটিতে কান পাতলে একটা কথা শোনা যায়। দশমীর দিন থেকে শুরু হয়ে যায় পরের বছরের পুজোর প্ল্যানিং। যাঁরা থিমের পুজো তৈরি করেন, তারাও প্রতিমা বিসর্জনের দিন থেকেই পরের বছরের থিমের প্ল্যানিং শুরু হয়ে যায় পুজো কমিটিগুলোর। অলিম্মপিকের ক্ষেত্রেও তাই। টোকিওতে যখন বাজছে বিসর্জনের সুর, তখনই প্যারিস অলিম্পিক প্রকাশ করল ভিডিও টিজার।
টোকিও অলিম্পিকে যখন সমাপ্তি অনুষ্ঠান হচ্ছে, তখন প্যারিস অলিম্পিকের পক্ষ থেকে জানিয়ে দিল এবার প্যারিস অলিম্পিক। ২০২৪ সালে। নজর কাড়া টিজার দিয়ে শুরু হল প্যারিস অলিম্পিকের বোধন। ফরাসি সংস্কৃতি, প্যারিস শহরের মনোরম শোভা- কি নেই সেই টিজারে। মুসি ডি ওরসাঁর মত মিউজিয়াম থেকে পালা গার্নিয়ারের মত ঐতিহাসিক স্থান। সাইকেলে করে ঘুরছে একদল যুবক- যুবতী। যেন প্যারিসের মনোরম দৃশ্য ঘুরিয়ে দেখাচ্ছেন তাঁরা।প্রথম টিজারে অলিম্পিক খেলাধূলোর মধ্যে ফেন্সিং রয়েছে এই টিজারে। আর শেষে প্যারিস অলিম্পিকের পতাকা উড়ছে বিখ্যাত আইফেল টাওয়ারের চূড়ায়।
Paris is our playground
Paris est notre terrain de Jeux#JeuxOlympiques #Paris2024
? @Woodkid / ? Valentin Petit pic.twitter.com/zGUGAJ6N9q— Paris 2024 (@Paris2024) August 8, 2021
বিসর্জনের দিনই যেন শুরু হয়ে গেল ৩ বছর পর শুরু হতে চলা প্যারিস অলিম্পিকের বরং। আসন্ন অলিম্পিকের ভিজিও ইতিমধ্যেই জনপ্রিয়।