Magnus Carlsen: বিশ্বচ্যাম্পিয়ন কার্লসেনকে হারিয়ে চমক প্রজ্ঞানন্দের

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Feb 21, 2022 | 3:12 PM

লেভ অ্যারোনিয়ানের বিরুদ্ধে একটা ম্যাচ জিতলেও ২টো ড্র আর ৪টে-তে হারে। তার আগে অনীশ গিরি, কুয়াং লিয়েমের সঙ্গে ড্র করে প্রজ্ঞানন্দ। এরিক হেনসেন, ডিং লিরেন, হান-ক্রিজতফ দুদা আর শাখরিয়ার মামেদিয়ারোভের কাছে হারতে হয় তাকে। কয়েক মাস আগেই বিশ্ব চ্যাম্পিয়নশিপে ম্যাগনাস কার্লসেনের কাছে হেরে যান রাশিয়ার দাবাড়ু ইয়ান নেপোমনিয়াচ্চি।

Magnus Carlsen: বিশ্বচ্যাম্পিয়ন কার্লসেনকে হারিয়ে চমক প্রজ্ঞানন্দের
কার্লসেনকে হারিয়ে চমক প্রজ্ঞানন্দের। ছবি: টুইটার

Follow Us

চেন্নাই: চার বছর আগের কথা। মাত্র ১২ বছর বয়সে গ্র্যান্ডমাস্টার (Grandmaster) হয়ে চমকে দিয়েছিল চেন্নাইয়ের দাবাড়ু রমেশবাবু প্রজ্ঞানন্দ (Rameshbabu Praggnanandhaa)। ভারতের সেই বিস্ময় বালক আরও এক বার বিশ্বকে চমকে দিল। বিশ্বের এক নম্বর ম্যাগনাস কার্লসেনকে (Magnus Carlsen) হারিয়ে চমক প্রজ্ঞানন্দের। এয়ারথিঙ্কস মাস্টার্সের অষ্টম রাউন্ডে কার্লসেনকে হারিয়ে দেয় ভারতের যুব দাবাড়ু (Chess)। পুরো গেমটাই হয় অনলাইনে। কালো ঘুঁটি নিয়ে খেলে প্রজ্ঞানন্দ। ৩৯ মুভেই বাজিমাত ১৬ বছরের দাবাড়ুর। প্রজ্ঞানন্দের কাছে হেরে টানা ৩ ম্যাচ জেতা হল না বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনের। অষ্টম রাউন্ডের পর ৮ পয়েন্ট সংগ্রহ করে বারোতম স্থানে রয়েছে প্রজ্ঞানন্দ। কার্লসেন কে হারানোর আগে লেভ অ্যারোনিয়ানকেও হারিয়ে দেয় ভারতীয় গ্র্যান্ডমাস্টার।

 

লেভ অ্যারোনিয়ানের বিরুদ্ধে একটা ম্যাচ জিতলেও ২টো ড্র আর ৪টে-তে হারে। তার আগে অনীশ গিরি, কুয়াং লিয়েমের সঙ্গে ড্র করে প্রজ্ঞানন্দ। এরিক হেনসেন, ডিং লিরেন, হান-ক্রিজতফ দুদা আর শাখরিয়ার মামেদিয়ারোভের কাছে হারতে হয় তাকে। কয়েক মাস আগেই বিশ্ব চ্যাম্পিয়নশিপে ম্যাগনাস কার্লসেনের কাছে হেরে যান রাশিয়ার দাবাড়ু ইয়ান নেপোমনিয়াচ্চি। নরওয়ের কার্লসেন বিশ্ব দাবা সার্কিটে অপ্রতিরোধ্য। সেই বিশ্বের এক নম্বরকেই অনলাইন ব়্যাপিড টুর্নামেন্টে হারিয়ে চমকে দিল প্রজ্ঞানন্দ।

 

 

 

 

 

 

এই টুর্নামেন্টের প্রিলিমিনারি রাউন্ডে একটা জয়ের জন্য ৩ পয়েন্ট আর ড্রয়ের জন্য ১ পয়েন্ট করে পায়। প্রিলিমিনারি পর্যায়ে আর ৭টা রাউন্ড বাকি আছে। মাত্র ১০ বছর বয়সে গ্র্যান্ডমাস্টার নর্ম পায় প্রজ্ঞানন্দ। ২০১৭ সালের নভেম্বরে বিশ্ব জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপে নর্ম পায় চেন্নাইয়ের যুব দাবাড়ু।

 

 

আরও পড়ুন: La Liga: আলাভেসকে হারিয়ে জয়ে ফিরল রিয়াল

Next Article