কৌস্তভ গঙ্গোপাধ্যায়
কলকাতা: রবিবাসরীয় বিকেলে শহর কলকাতায় লিয়েন্ডার পেজ (Leander Paes)। সিসিএফসি মাঠে লিয়েন্ডারের বাবা ও প্রাক্তন অলিম্পিয়ান ড:ভেস পেজের নামাঙ্কিত ক্রিকেট টুর্নামেন্টে পাওয়া গেল ভারতীয় টেনিসের মহা তারকাকে। সঙ্গে ছিলেন বান্ধবী, অভিনেত্রী কিম শর্মা (Kim Sharma)। ছিলেন ড:ভেজ পেজও। মাঠে নেমে ক্রিকেটও খেললেন। লিয়েন্ডারের বিশেষ অনুরোধে কলকাতায় (Kolkata) ক্রিকেট খেলতে এসেছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান (Yusuf Pathan)। টেনিস থেকে অবসরের কথা জানিয়েছিলেন লিয়েন্ডার। আর কোর্টে নামার ইচ্ছে নাই তার। তবে একটা শেষ ম্যাচ খেলবেন। কোথায়? সেটাই ছিল প্রশ্ন। লিয়েন্ডার জানিয়েছেন বর্তমান সময়ে দাঁড়িয়ে তাঁর পক্ষে খেলা সম্ভাব নয়। কারণ একটাই। বায়ো বাবলে থেকে খেলাটা তাঁর পক্ষে সম্ভব নয়। পাশাপাশি ফাঁকা মাঠে খেলার জন্য নিজেকে মোটিভেট করতে পারবেন না। দর্শক ছাড়া নিজেকে উজ্জীবিত করতে পারেন না। বলছেন, “বায়ো বাবলের মধ্যে থেকে যারা এখন খেলা চালিয়ে যাচ্ছেন তাঁদেরকে সম্মান জানাই আমি। কিন্তু আমার পক্ষে এই বাবলে থেকে খেলা আর সম্ভব নয়। পাশাপাশি কেরিয়ারের শেষ পর্যায়ে এসে, ফাঁকা স্টেডিয়ামে খেলতে নিজেকে অনুপ্রাণিত করতে পারেব না। আমি মানুষকে সঙ্গে নিয়ে খেলতে ভালোবাসি। মানুষকে আনন্দ দিতে ভালোবাসি। আমার টেনিস মানুষকে খুশি করার জন্য। আর সেখানে মানুষই যদি না থাকে তাহলে খেলার মানে হয় না।”
কেরিয়ার শেষ করাবেন কোথায়? লিয়েন্ডার বলছেন, “কলকাতাকে আমি খুব ভালোবাসী। আমার পরিবার এই শহরের সঙ্গে জড়িয়ে আছে। বন্ধুরা এই শহরের। এটাই আমার শহর। বারবার ফিরে আসতে চাই কলকাতায়।” সরাসরি কিছু না বললেও লি’র কথায় ইঙ্গিত নিজের শহরেই শেষ ম্যাচটা খেলতা চান তিনি।
কিছুদিন আগেই লিয়েন্ডার পেজ ও মহেশ ভূপতিকে (Mahesh Bhupati) নিয়ে মুক্তি পেয়েছে ডকু সিরিজ ব্রেক পয়েন্ট। অবসর জীবনে রাজনীতির পাশাপাশি এবার কি বায়োপিকের ভাবনাও ঘুড়ছে লিয়েন্ডারের মাথায়। তবে সময় নিয়ে এগোতে চান। “জীবনে যে কাজটাই করি না কেন, সেই কাজে নিজের সেরাটা দিতে পছন্দ করি। আগামী দিনে বেশ কিছু পরিকল্পনা আছে। তবে যেটাই করব তার মান ভালো হতে হবে। আশা করি আগামী দিনে ফিচার ফিল্মে দেখতে পারেন লিয়েন্ডারকে।” বড় পর্যাদয় যদিও এর আগেও কাজ করেছেন লিয়েন্ডার। রাজধানী এক্সপ্রেস নামের একটি বলিউডি ছবিতে কাজ করেছেন লি। তবে এবার ভাবনায় নিজের বায়োপিক। গোয়ার রাজনীতিতে এখন উজ্জ্বল নাম লিয়েন্ডার পেজ। তাই টেনিস থেকে কিছুটা দুরে সরে গেলেও সময়ের খুব অভাব ভারতীয় টেনিসের মহতারকার।
আরও পড়ুন : IPL 2022: মেটাভার্স প্রযুক্তি কাজে লাগিয়ে প্রকাশ্যে এল গুজরাত টাইটান্সের লোগো