সিঙ্গাপুর: ফর্ম নিয়ে চিন্তায় ছিলেন। অবশেষে সিঙ্গাপুর ওপেনে পায়ের তলার কিছুটা মাটি খুঁজে পেলেন সাইনা নেহওয়াল (Saina Nehwal)। বুধবার সিঙ্গাপুর ওপেনে (Singapore Open Badminton) মেয়েদের সিঙ্গলসে প্রথম রাউন্ডে জিতেছেন সাইনা। চলতি বছরে ব্যাডমিন্টন সুপার সিরিজে এটি সাইনার প্রথম জয়। বছরের প্রথম থেকেই ফিটনেস সমস্যায় ভুগছিলেন সাইনা। সিঙ্গাপুর ওপেনের আগে এবছর অংশ নেওয়া একটি প্রতিযোগিতাতেও প্রথম রাউন্ডের গণ্ডি টপকাতে পারেননি। লাগাতার হারে আত্মবিশ্বাসও খুইয়ে ফেলেছিলেন। তবে সিঙ্গাপুর ওপেনের প্রথম রাউন্ডে ফর্মে ফেরার ইঙ্গিত দিলেন। দেশীয় প্রতিযোগী মালবিকা বনসোরের বিরুদ্ধে স্ট্রেট গেমে জিতলেন অলিম্পিকে পদক জয়ী শাটলার। একইদিনে দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করেছেন পিভি সিন্ধু। মেয়েরা জিতলেও প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন কিদম্বী শ্রীকান্ত এবং পারুপল্লী কাশ্যপ।
মালবিকা বনসোরের বিরুদ্ধে সাইনা জিতলেন মাত্র দু সেটে। মাত্র ৩৪ মিনিটের ম্যাচে ২১-১৮, ২১-১৫ গেমে জিতলেন। প্রথম রাউন্ডে সিন্ধুর প্রতিপক্ষ ছিলেন বেলজিয়ামের লিয়ান ট্যান। স্ট্রেট গেমে লিয়ানকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে প্রবেশ সিন্ধুর। ম্যাচের ফলাফল ২১-১৫, ২১-১১। এর আগে অংশ নেওয়া দুটি টুর্নামেন্টে সিন্ধুর পারফরম্যান্স ছিল নজর কাড়া। দুটি টু্র্নামেন্টের শেষ আটে পৌঁছেছিলেন তিনি। মালেয়েশিয়ান ওপেনের শেষ আটে তাই জু চ্যালেঞ্জ সামলাতে পারেননি। ১৩-২১, ২১-১২, ১২-২১ গেমে হেরে যান।
ছেলেদের সিঙ্গলসে পারুপল্লী কাশ্যপের প্রতিপক্ষ ছিলেন জোনাথন ক্রিষ্টি। ২১-১৫, ২১-১৪ গেমে হেরে ছিটকে যান। অন্যদিকে কিদম্বী শ্রীকান্ত হারলেন দেশীয় প্রতিপক্ষ মিথুন মঞ্জুনাথের বিরুদ্ধে। ম্যাচের ফল ১৭-২১, ২১-১৫, ১৮-২১।গত এপ্রিলে ফ্রান্সের ওরল্য়ান্স মাস্টার্সে রুপোর পদক পান মিথুন মঞ্জুনাথ। ভারতীয় শাটলারের বর্তমান ব়্যাঙ্কিং ৭৯। ১২ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত চলবে প্রতিযোগিতা।