Australian Open 2022: অবিশ্বাস্য প্রত্যাবর্তন, অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে নাদাল

সব মিলিয়ে ষষ্ঠবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন নাদাল। এর আগে ক'বার খেতাব পেয়েছেন? মাত্র একবার, ২০০৯ সালে। যদি জেতেন, ১৩ বছর পর মেলবোর্ন পার্কে নিজের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করবেন রাফা।

Australian Open 2022: অবিশ্বাস্য প্রত্যাবর্তন, অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে নাদাল
Australian Open 2022: অবিশ্বাস্য প্রত্যাবর্তন, অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে নাদাল
Follow Us:
| Edited By: | Updated on: Jan 28, 2022 | 2:55 PM

মেলবোর্ন: সর্বকালের সেরা টেনিস (Tennis) প্লেয়ার তাঁকে বলা উচিত কিনা, আলোচনা চলছে। কিংবদন্তির আসনে এখনই বসিয়ে ফেলা উচিত কিনা, তা নিয়েও চর্চার শেষ নেই। একটা ব্যাপার নিশ্চিত, রবিবার যদি অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open) ফাইনালে চ্যাম্পিয়ন হতে পারেন, তা হলে ছেলেদের টেনিসে আরও একবার প্রাধান্য তৈরি হবে তাঁর। রাফায়েল নাদালের (Rafael Nadal) ঝলক দেখতে দেখতে টেনিস দুনিয়া বিস্ময় নিয়ে বলবে, এ ভাবেও ফিরে আসা যায়!

ইতালিয়ান মাত্তেও বেরেত্তিনিকে সেমিফাইনালে প্রায় তিন ঘণ্টার ম্যাচে ৩-১ হারিয়ে স্প্যানিশ তারকা ফাইনালে উঠে পড়লেন। গোড়ালির চোট, কোমরের বিদ্রোহ সামলে অনেক দিন পর আবার ফিরেছেন কোর্টে। চোট প্রবণ নাদাল ও রজার ফেডেরারের না থাকায় একের পর এক শৃঙ্গ জয় করেছেন নোভাক জকোভিচ। এ বারের অস্ট্রেলিয়ান ওপেনে জোকার নেই। থাকলেও কি নাদাল-মহিমায় হারিয়ে যেতেন না? জন ম্যাকেনরোর মতো কিংবদন্তিও রড লেভার এরিনায় নাদালকে দেখতে দেখতে স্বীকার করে নিয়েছেন, ‘সবাই নোভাক জকোভিচকে নিয়ে কথা বলেছে। ওর উঠে আসা, ইতিহাস তৈরি করাতেই মজে থেকেছে। লোকে অস্ট্রেলিয়ান ওপেনে নাদালের কথা ভুলে গিয়েছে।’

বেরেত্তিনির বিরুদ্ধে প্রথম দুটো সেট জিতেছিলেন নাদাল। দুরন্ত ফর্মে যে রয়েছেন, মেলবোর্ন পার্কে শুরু থেকে বোঝাচ্ছেন। তাঁর বিখ্যাত ব্যাকহ্যান্ড, টপ স্পিন, আগ্রাসী টেনিস, পাল্টা আক্রমণ— সব কিছুরই ঝলক দেখা যাচ্ছে। যেন ফর্মের সপ্তম স্বর্গে রয়েছেন তিনি। তৃতীয় সেটটা ৬-৩ জিতে পাল্টা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিলেন বেরেত্তিনি। কিন্তু চতুর্থ সেটটা আবার ৬-৩ দখলে নেন নাদাল।

সব মিলিয়ে ষষ্ঠবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন নাদাল। এর আগে ক’বার খেতাব পেয়েছেন? মাত্র একবার, ২০০৯ সালে। যদি জেতেন, ১৩ বছর পর মেলবোর্ন পার্কে নিজের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করবেন রাফা। ফেডেরার, জোকার ও তাঁর ২০টা করে গ্র্যান্ড স্লাম রয়েছে। ঘটনা হল, ২০১৯ সালে উইম্বলডনের ফাইনালে হেরে গিয়েছিলেন ফেডেরার। যদি জিততেন, ২১টা গ্র্যান্ড স্লাম থাকত তাঁর নামের পাশে। ২০২১ সালে আবার ইউএস ওপেনের ফাইনাল জিতলে ২১টা গ্র্যান্ড হয়ে যেত জোকারের। হেরে গিয়েছিলেন তিনিও। এ বার পালা নাদালের।

হার্ড কোর্টে সব মিলিয়ে ৫০০তম জয় পেলেন নাদাল। অস্ট্রেলিয়ান ওপেন কেরিয়ারে তাঁর ২৯তম ফাইনাল হতে চলেছে। রাজার প্রত্যাবর্তন কি হবে? তামাম দুনিয়া অপেক্ষায়।